হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহত ছাড়াল ৫৭৫০০

আজকের পত্রিকা ডেস্ক­

ইসরায়েলি হামলায় বিধ্বস্ত একটি ভবন। ছবি: আনাদোলু

নিরীহ মানুষ, বিধ্বস্ত শহর আর থেমে না থাকা মৃত্যু—গাজা যেন এক জীবন্ত বধ্যভূমি। যেখানে হন্তারকের ভূমিকায় ইসরায়েল। দেশটিতে গণহত্যামূলক আগ্রাসনে ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে অন্তত ৫৭ হাজার ৫২৩ জন ফিলিস্তিনি। এটি কেবলই পরিসংখ্যান নয়—এদের অনেকেই ছিল শিশু, মা, বৃদ্ধ কিংবা জীবন বাঁচাতে ছুটে চলা সাধারণ মানুষ।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ১০৫টি মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে আনা হয়েছে। আহত হয়েছে আরও ৩৫৬ জন। ইসরায়েলের টানা বোমাবর্ষণে আহত মানুষের সংখ্যা ইতিমধ্যে ছাড়িয়েছে ১ লাখ ৩৬ হাজার ৬১৭।

তবে এটুকুতেই শেষ নয়, গাজা শহরের ধ্বংসস্তূপের নিচে এখনো অসংখ্য মানুষ আটকে রয়েছে। রাস্তার পাশে পড়ে আছে কেউ কেউ, যারা বাঁচার আশায় ছুটছিল, কিন্তু পৌঁছাতে পারেনি গন্তব্যে। উদ্ধারকারীরা পৌঁছাতেই পারছেন না অনেক জায়গায়—বোমা পড়া এখনো থামেনি।

চলতি বছরের শুরুতে সাময়িক যুদ্ধবিরতির পর গত ১৮ মার্চ থেকে আবারও গাজায় হামলা শুরু করে ইসরায়েল। সেই থেকে ৬ হাজার ৯৬৪ জন নিহত হয়েছে, আহত হয়েছে ২৪ হাজার ৫৭৬ জন। জানুয়ারিতে হওয়া সাময়িক যুদ্ধবিরতি ও বন্দিবিনিময়ের চুক্তি কোনো স্থায়ী স্বস্তি আনতে পারেনি, বরং ফের নেমে এসেছে ধ্বংসযজ্ঞের নতুন অধ্যায়।

গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

এ ছাড়া, গাজায় ইসরায়েলি আগ্রাসনের ঘটনায় আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে এখনো চলছে গণহত্যার মামলা। তবে এই সবকিছু ছাপিয়ে ধ্বংসস্তূপের নিচে পড়ে থাকা প্রতিটি শিশু, প্রত্যেক মা, প্রতিটি কণ্ঠ একটি প্রশ্ন করে চলেছে দুনিয়ার বুকে—মানবতা কোথায়?

সন্ত্রাসী হামলার হুমকি, যুক্তরাষ্ট্রে ভারতীয় শিক্ষার্থী মনোজ সাই গ্রেপ্তার

প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে রাষ্ট্রের স্বীকৃতি দিল ইসরায়েল

নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড, জটিল সমীকরণে মালয়েশিয়ার সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

৫৪ কোটি ডলার পাচার: ক্ষমতার অপব্যবহারে দোষী সাব্যস্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

এক বছরে ইউক্রেনের ৫ হাজার বর্গকিলোমিটার এলাকা দখলের দাবি রাশিয়ার

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই রেকর্ড প্রতিরক্ষা বাজেট অনুমোদন করল জাপান

আট ঘণ্টায়ও মেলেনি চিকিৎসা, কানাডার হাসপাতালে ভারতীয়র মৃত্যু