হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানে বিমান হামলায় ইরাকের আকাশ যেন এড়িয়ে চলে, ইসরায়েলকে হুঁশিয়ারি

ইসরায়েলি যুদ্ধবিমান ইরাকের আকাশসীমা ব্যবহার করতে পারবে না। ছবি: সংগৃহীত

ইরানে ইসরায়েলের বিমান হামলায় নিজেদের আকাশসীমা যেন ব্যবহার করা না হয়—এই দাবি জানিয়েছে ইরাক। শনিবার ইরাকি সরকার আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে, যেন ইসরায়েলি যুদ্ধবিমান ইরাকের আকাশসীমা ব্যবহার করে ইরানে হামলা চালাতে না পারে।

ইরাকি বার্তা সংস্থা আইএনএ জানায়, এক সরকারি সূত্রের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে—‘কৌশলগত কাঠামো চুক্তি অনুযায়ী ইসরায়েলি বিমান যেন ইরাকের আকাশসীমা লঙ্ঘন না করে, তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রকে বলেছে ইরাক।’

সূত্রটি আরও জানায়, “ইরাকের সার্বভৌমত্ব ও আকাশসীমার অখণ্ডতা রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক জঙ্গি দমন জোটের নেতৃত্বদানকারী দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের দায়িত্ব হচ্ছে—ইরাকের সার্বভৌমত্ব ক্ষুণ্ন হয় এমন যে কোনো কর্মকাণ্ড রোধ করা।”

এর আগে শুক্রবার ভোরে ইসরায়েল ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র স্থাপনায় একাধিক বিমান হামলা চালায়। ওই হামলায় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাসহ বেশ কয়েকজন বিজ্ঞানী নিহত হন। এ ছাড়া হামলায় অন্তত ৭৮ জন নিহত এবং ৩২০ জন আহত হয়েছেন বলে জাতিসংঘে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত জানিয়েছেন।

ইরাকে আশঙ্কা তৈরি হয়েছে, এ ধরনের হামলায় তাদের আকাশসীমা ব্যবহৃত হলে দেশটির নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে। এমন প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রকে এই আনুষ্ঠানিক অনুরোধ জানাল বাগদাদ।

আরও খবর পড়ুন:

নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড, জটিল সমীকরণে মালয়েশিয়ার সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

৫৪ কোটি ডলার পাচার: ক্ষমতার অপব্যবহারে দোষী সাব্যস্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

এক বছরে ইউক্রেনের ৫ হাজার বর্গকিলোমিটার এলাকা দখলের দাবি রাশিয়ার

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই রেকর্ড প্রতিরক্ষা বাজেট অনুমোদন করল জাপান

আট ঘণ্টায়ও মেলেনি চিকিৎসা, কানাডার হাসপাতালে ভারতীয়র মৃত্যু

প্রথমবারের মতো বিচ্ছিন্ন কান পায়ে প্রতিস্থাপন, ফের যথাস্থানে স্থাপন

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা