হোম > বিশ্ব

প্রথম মানবাধিকার প্রতিবেদন প্রকাশ করল মেটা

প্রথমবারের মতো বাৎসরিক মানবাধিকার প্রতিবেদন প্রকাশ করেছে বিশ্বের অন্যতম বৃহৎ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাতৃপ্রতিষ্ঠান মেটা। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার মেটা এই প্রতিবেদন প্রকাশ করে বলে জানানো হয়েছে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে।

চলতি বছর ভারত এবং মিয়ানমারের বিভিন্ন ইস্যুতে মেটার একচোখা নীতির কারণে দেশ দুটোতে দাঙ্গার ঘটনা ঘটেছে বলে অভিযোগ রয়েছে। এসব অভিযোগ মাথায় নিয়ে মেটার এই মানবাধিকার প্রতিবেদন বেশ গুরুত্ব বহন করছে বিশ্লেষকদের কাছে। 

এই প্রতিবেদন প্রকাশের জন্য মেটা আইনি সেবাদাতা প্রতিষ্ঠান ফোলি হোগানকে নিয়োগ দিয়েছিল। প্রতিষ্ঠানটি ২০২০ এবং ২০২১ সালে ঘটনার ভিত্তিতে এই প্রতিবেদন প্রকাশ করেছে বলে জানানো হয়েছে মেটার পক্ষ থেকে। 

এদিকে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস ওয়াচ দাবি করেছে, ভারতের বিষয়ে মেটার মূল্যায়ন কি তার পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করুক। 

এই প্রতিবেদনের সার সংক্ষেপ হিসেবে মেটা জানিয়েছে, তাঁরা যে সংস্থাকে নিয়োগ দিয়েছিল তাদের মূল্যায়ন করতে বলা হয়েছিল যে, তৃতীয় পক্ষের কারণে মেটা প্ল্যাটফর্মে মানবাধিকার কতটা ঝুঁকির মুখে পড়েছিল। এ ছাড়া, ঘৃণা, বৈষম্য এবং সহিংসতাকে কতটা উসকে দিয়েছে সেই বিষয়টিও দেখতে বলা হয়েছিল। তবে এই মূল্যায়নে মেটার প্রতি কনটেন্ট মডারেশনের ক্ষেত্রে পক্ষপাতিত্বের যে অভিযোগ আনা হয়েছিল সেই বিষয়ে কোনো মূল্যায়ন করা হয়নি। 

মাদুরোর আগে সাদ্দামকে উৎখাত করে এই ডেল্টা ফোর্স

মাদুরো নেই, ভেনেজুয়েলার শাসনভার কার হাতে

ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসনের নিন্দায় সরব রাশিয়া, নীরব চীন

মাদুরোকে মাদক ও অস্ত্র মামলায় অভিযুক্ত করল নিউইয়র্কের আদালত

ট্রাম্পের হুমকির কাছে মাথানত করবে না ইরান: খামেনি

ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযান—সর্বশেষ যা জানা গেল

যুক্তরাষ্ট্রেই হবে মাদুরোর বিচার, ভেনেজুয়েলায় অভিযান আপাতত শেষ: রুবিও

পানামার নরিয়েগার পরিণতি হবে কি মাদুরোর

ইয়েমেনের বিদ্রোহীদের সংলাপে ডাকছে সৌদি আরব

বাসচালকের আসন থেকে মসনদে, কে এই নিকোলাস মাদুরো