ঢাকা: ল্যাটিন আমেরিকার দেশ এল সালভেদরে সাবেক এক পুলিশ কর্মকর্তার বাড়ি থেকে ২৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। কর্মকর্তারা বলছেন, ওই সাবেক কর্মকর্তার বাড়িতে ৪০ টির বেশি মরদেহ থাকতে পারে। সবগুলো মরদেহ উদ্ধার করতে আরও এক মাস সময় লাগতে পারে।
এল সালভেদর পুলিশ ধারণা করছে, এক দশকের বেশি সময় ধরে এই হত্যাকাণ্ডগুলো ঘটানো হয়েছে। নিহতদের মধ্যে বেশিরভাগই নারীদের মরদেহ বলেও মনে করছেন পুলিশ কর্মকর্তারা।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, আর্নেস্তো ওসোরিও শেভেজ নামের ৫১ বছর বয়সী ওই পুলিশ সদস্যকে চলতি মাসে ৫৭ বছর বয়সী এক বৃদ্ধা এবং তাঁর ২৬ বছর বয়সী মেয়েকে হত্যার অভিযোগে গ্রেপ্তার করা হয়। এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আগে যৌন অপরাধের বিষয়েও তদন্ত করা হয়েছিল বলে জানিয়েছে এল সালভেদর পুলিশ।
পুলিশ কর্মকর্তারা জানান, বৃদ্ধা ও তাঁর মেয়ের হত্যার কথা স্বীকার করার পর এল সালভেদরের রাজধানী সেন সালভেদর থেকে ৪৮ মাইল দূরে অবস্থিত ওই সাবেক পুলিশ কর্মকর্তার বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে থেকে কমপক্ষে সাতটি গণকবর পাওয়া যায়। সেখান থেকেই মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। এর মধ্যে কিছু কিছু মরদেহ দুই বছরের বেশি সময় ধরে ওই গণকবরে রাখা হয়েছে বলে জানা গেছে। এই সব হত্যাকাণ্ডের জন্য ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
এ নিয়ে এল সালভেদরের ন্যাশনাল সিভিল পুলিশের পরিচালক মরিসিও আরিয়াজা চিকাস স্থানীয় সংবাদমাধ্যম লা প্রেসনাকে বলেন, সন্দেহভাজনদের মধ্যে সাবেক পুলিশ কর্মকর্তা, সেনা সদস্য এবং মাদক পাচারকারীরাও রয়েছে।
প্রসিকিউটরদের বরাত দিয়ে বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়, ভুক্তভোগীদের মধ্যে নয়, সাত এবং দুই বছর বয়সী কন্যা শিশু রয়েছে।
এল সালভেদরের সরকারের তথ্য অনুযায়ী, গত বছর দেশটিতে ৭০ জন নারীকে হত্যা করা হয়। ২০১৯ সালের এই সংখ্যা ছিল ১১১ জন।