হোম > বিশ্ব

মাস্ককে টপকে ৩ বছর পর শীর্ষ ধনীর মুকুট বেজোসের

বিশ্বের শীর্ষ ধনী কে—এমন প্রশ্ন করা হলে আমরা অনেকেই প্রথমেই ইলন মাস্কের কথা মনে করি। কারণ, বিগত দুই বছরে মাস্কই বেশির ভাগ সময় এই তকমা ধরে রেখেছিলেন। তবে এবার তাঁর কাছ থেকে শীর্ষ ধনীর মুকুট ছিনিয়ে নিয়েছেন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান আমাজন ও মহাকাশ পর্যবেক্ষণ প্রতিষ্ঠান ব্লু অরিজিনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস।

গতকাল সোমবার মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ বিলিয়নের ইনডেক্সে বিশ্বের শীর্ষ ধনীদের তালিকা প্রকাশ করে। সেই ইনডেক্সের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, বেজোসের মোট সম্পদের পরিমাণ ২০০ বিলিয়ন মার্কিন ডলার।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ ১৯৮ বিলিয়ন ডলার। ২০২৩ সালে তাঁর সম্পদের পরিমাণ ছিল ২২৯ বিলিয়ন ডলার। ২০২৩ সালে মাস্ক ৩১ বিলিয়ন ডলার টপকেছেন। একই সময়ে বেজোস ২৩ বিলিয়ন ডলার উপার্জনে সক্ষম হয়েছেন। তালিকার তৃতীয় স্থানে থাকা ফরাসি বিলাসদ্রব্য নির্মাতা প্রতিষ্ঠান লুই ভিতোঁর প্রতিষ্ঠাতা বার্নার্ড আর্নল্ট। তাঁর মোট সম্পদের পরিমাণ ১৯৭ বিলিয়ন ডলার।

কৃত্রিম বুদ্ধিমত্তার বাজার বৃদ্ধির কারণে বেজোসের প্রতিষ্ঠানগুলোর শেয়ারের মূল্য বেড়েছে। চলতি বছর অ্যামাজনের শেয়ারমূল্য এখন পর্যন্ত ১৭ শতাংশ বেড়েছে, যা গত বছরের থেকে প্রায় ৯০ শতাংশ বেশি। উল্লেখ্য, অ্যামাজনের ৯ শতাংশ শেয়ারের মালিক জেফ বেজোস।

এর আগে, জেফ বেজোস সর্বপ্রথম ২০১৭ সালে মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটসকে ছাড়িয়ে বিশ্বের শীর্ষ ধনী হন। পরে ২০২১ সালে ইলন মাস্ক প্রথম হওয়ার আগ পর্যন্ত তিনি শীর্ষস্থান ধরে রাখেন।

বাংলাদেশের ভিসা স্থগিতে বিপাকে ভারতীয় ব্যবসায়ীরা, সম্পর্ক স্বাভাবিক করার আহ্বান

ইউক্রেনের পূর্বাঞ্চল থেকে সেনা প্রত্যাহারের ইঙ্গিত জেলেনস্কির

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

চীনের ক্রমবর্ধমান সমরসজ্জার সামনে ‘অরক্ষিত’ যুক্তরাষ্ট্র

পাকিস্তানে ফিরতে চান ইমরান খানের দুই পুত্র, ভিসার আবেদন

পুতিনের সঙ্গে সিরিয়ার মন্ত্রীদের বৈঠক, আলোচনায় প্রতিরক্ষা সহযোগিতা

ইউক্রেনের আরও এক শহর রাশিয়ার দখলে, মস্কোয় ড্রোন হামলা

জুলাই হত্যাকাণ্ডকে ব্যক্তিগত অপরাধ গণ্য করে আ.লীগের বিরুদ্ধে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ৫ মার্কিন আইনপ্রণেতার

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত