হোম > বিশ্ব

মাস্ককে টপকে ৩ বছর পর শীর্ষ ধনীর মুকুট বেজোসের

বিশ্বের শীর্ষ ধনী কে—এমন প্রশ্ন করা হলে আমরা অনেকেই প্রথমেই ইলন মাস্কের কথা মনে করি। কারণ, বিগত দুই বছরে মাস্কই বেশির ভাগ সময় এই তকমা ধরে রেখেছিলেন। তবে এবার তাঁর কাছ থেকে শীর্ষ ধনীর মুকুট ছিনিয়ে নিয়েছেন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান আমাজন ও মহাকাশ পর্যবেক্ষণ প্রতিষ্ঠান ব্লু অরিজিনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস।

গতকাল সোমবার মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ বিলিয়নের ইনডেক্সে বিশ্বের শীর্ষ ধনীদের তালিকা প্রকাশ করে। সেই ইনডেক্সের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, বেজোসের মোট সম্পদের পরিমাণ ২০০ বিলিয়ন মার্কিন ডলার।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ ১৯৮ বিলিয়ন ডলার। ২০২৩ সালে তাঁর সম্পদের পরিমাণ ছিল ২২৯ বিলিয়ন ডলার। ২০২৩ সালে মাস্ক ৩১ বিলিয়ন ডলার টপকেছেন। একই সময়ে বেজোস ২৩ বিলিয়ন ডলার উপার্জনে সক্ষম হয়েছেন। তালিকার তৃতীয় স্থানে থাকা ফরাসি বিলাসদ্রব্য নির্মাতা প্রতিষ্ঠান লুই ভিতোঁর প্রতিষ্ঠাতা বার্নার্ড আর্নল্ট। তাঁর মোট সম্পদের পরিমাণ ১৯৭ বিলিয়ন ডলার।

কৃত্রিম বুদ্ধিমত্তার বাজার বৃদ্ধির কারণে বেজোসের প্রতিষ্ঠানগুলোর শেয়ারের মূল্য বেড়েছে। চলতি বছর অ্যামাজনের শেয়ারমূল্য এখন পর্যন্ত ১৭ শতাংশ বেড়েছে, যা গত বছরের থেকে প্রায় ৯০ শতাংশ বেশি। উল্লেখ্য, অ্যামাজনের ৯ শতাংশ শেয়ারের মালিক জেফ বেজোস।

এর আগে, জেফ বেজোস সর্বপ্রথম ২০১৭ সালে মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটসকে ছাড়িয়ে বিশ্বের শীর্ষ ধনী হন। পরে ২০২১ সালে ইলন মাস্ক প্রথম হওয়ার আগ পর্যন্ত তিনি শীর্ষস্থান ধরে রাখেন।

ফিলিস্তিনসহ ৬ দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

ট্রাম্পের ১০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ মামলা প্রতিহতের ঘোষণা দিল বিবিসি

টান দিয়ে নারীর মুখের নিকাব সরিয়ে তোপের মুখে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!

৩০ বছর ধরে যুক্তরাষ্ট্রে থাকেন ভারতীয় নারী, গ্রিন কার্ড সাক্ষাৎকারে গিয়ে আটক

পাকিস্তানি বলে গুঞ্জন—বন্ডাই বিচের হামলাকারীরা আসলে ভারতীয়

বিশ্বজুড়ে তৃতীয় বিশ্বযুদ্ধের বীজ বুনেছেন ট্রাম্প—ইয়েল বিশেষজ্ঞের সতর্কতা

ব্রাজিলে ধসে পড়ল ‘স্ট্যাচু অব লিবার্টির’ ১১০ ফুট উঁচু রেপ্লিকা

ক্যানসার আক্রান্ত শিশুদের সঙ্গে প্রতারণা, ৪০ লাখ ডলার আত্মসাতের নেপথ্যে এক ইসরায়েলি

বিজয় দিবসে রাহুলের পোস্টেও বাংলাদেশ নেই, একাত্তরে সীমান্ত রক্ষায় ‘ভারতীয় বীর’দের শ্রদ্ধা