হোম > বিশ্ব > ইউরোপ

পুতিন যে শর্তে জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করবেন, জানাল রাশিয়া

আজকের পত্রিকা ডেস্ক­

ফ্রান্সের এলিসি প্রাসাদে ২০১৯ সালের এক বৈঠকে ভ্লাদিমির পুতিন ও ভলোদিমির জেলেনস্কি। ছবি: এএফপি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করবেন। তবে তার আগে, ইউক্রেনকে বেশ কিছু শর্ত পূরণ করতে হবে। এমনটাই জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন। বলেছে, কিছু নির্দিষ্ট চুক্তির আকারে ফলাফল অর্জিত হলেই কেবল পুতিন ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করবেন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ক্রেমলিন আজ শনিবার জানিয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। তবে এর জন্য কিছু শর্ত পূরণ করতে হবে। তবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানাননি, রাশিয়ার পক্ষ থেকে ঠিক কী ধরনের চুক্তির প্রয়োজন হবে। পুতিন ও জেলেনস্কির শেষ দেখা হয়েছিল ২০১৯ সালের ডিসেম্বরে।

প্রেসিডেন্ট জেলেনস্কি এই সপ্তাহে পুতিনকে তুরস্কে সাক্ষাতের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু পুতিন নিজে না এসে তাঁর প্রতিনিধিদল পাঠান। গতকাল শুক্রবার এই প্রতিনিধিদল ইউক্রেনের আলোচকদের সঙ্গে বৈঠক করে। ২০২২ সালের মার্চের পর এটিই ছিল দুই পক্ষের প্রথম সরাসরি বৈঠক।

ইউক্রেন জানিয়েছে, বৈঠকে তাঁরা পুতিন-জেলেনস্কি সাক্ষাতের বিষয়টি তুলেছে। পেসকভ বলেছেন, ‘রাশিয়া মনে করে এই বৈঠক সম্ভব। তবে তার জন্য দুই পক্ষকে কাজ করে কিছু নির্দিষ্ট চুক্তির আকারে ফলাফল অর্জন করতে হবে।’

দিমিত্রি পেসকভ আরও বলেন, ‘একই সময়ে, প্রতিনিধিদলগুলোর যেসব নথিতে একমত হতে হবে, সেগুলোতে স্বাক্ষরের ক্ষেত্রে আমাদের কাছে প্রধান এবং মৌলিক বিষয় হলো ইউক্রেনের পক্ষ থেকে কে স্বাক্ষর করবেন।’ পেসকভ এই মন্তব্যের বিস্তারিত ব্যাখ্যা দেননি। পুতিন এর আগে জেলেনস্কির বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। কারণ গত বছরই তাঁর নির্বাচিত মেয়াদ শেষ হয়েছে। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধরত ইউক্রেনে এখন সামরিক আইন চলছে। দেশটি নতুন নির্বাচনের কোনো তারিখ ঘোষণা করেনি।

বন্ডাই বিচের ঘটনায় বদলে যেতে পারে অস্ট্রেলিয়ার অস্ত্র-আইন

যাবজ্জীবন কারাদণ্ডের মুখে ধনকুবের থেকে গণতন্ত্রপন্থী আন্দোলনের মুখ জিমি লাই

পেহেলগাম হামলায় এনআইএর চার্জশিট, ৫ ব্যক্তির সঙ্গে এলটিই-টিআরএফও অভিযুক্ত

হিমালয়ে হারিয়ে যাওয়া পারমাণবিক যন্ত্র ৬০ বছর পরও গঙ্গার জন্য ঝুঁকি

ফুল, প্রশংসা আর ডলারে ভাসছেন বন্ডাই বিচের ‘নায়ক’ আল-আহমেদ

খালি হাতে বন্দুকধারীকে ঠেকিয়ে নায়ক বনে যাওয়া কে এই আল-আহমেদ

প্রায় মার্কিন নাগরিক হয়েছিলেন তাঁরা, বাগড়া দিলেন ট্রাম্প

তাইওয়ানে যুদ্ধে জড়ালে চীনের কাছে হারতে পারে যুক্তরাষ্ট্র— পেন্টাগনের গোপন নথি ফাঁস

আরও ৩০০ কোটি রুপির ইসরায়েলি ‘হেরন মার্ক টু’ ড্রোন কিনছে ভারত

অং সান সু চি হয়তো মারা গেছে, আশঙ্কা ছেলের