হোম > বিশ্ব

মাস্ক না পরায় ব্রাজিলের প্রেসিডেন্টকে জরিমানা

ঢাকা: মাস্ক না পরে মোটরসাইকেল মিছিল করায় ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে ১০০ ডলার জরিমানা করেছে দেশটির সাও পাওলো প্রদেশের প্রাদেশিক সরকার।। সেই সঙ্গে তাঁর ছেলে এদোয়ার্দো বলসোনারো এবং ব্রাজিলের কেন্দ্রীয় মন্ত্রিসভার অবকাঠামো মন্ত্রী টারকিসিও গোমেসকে জরিমানা করেছে দেশটির সাও পাওলো প্রদেশের প্রাদেশিক সরকার।

আগামী বছর প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা আছে ব্রাজিলে। সেই নির্বাচনের প্রচারের অংশ হিসেবে সাও পাওলো প্রদেশে সম্প্রতি বিশাল এক মোটরসাইকেল মিছিলের আয়োজন করে জাইর বলসোনারোর সমর্থকরা।

এ ঘটনায় চরম ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিলেন সাও পাওলোর গভর্নর জোওয়াও ডোরিয়া। তিনি ব্রাজিলের জাতীয় রাজনীতিতে বলসোনারোর প্রধান বিরোধী হিসেবে পরিচিত। ডোরিয়া বলেছিলেন, ‘দায়িত্বহীন’ এই আচরণের জন্য শাস্তি পেতে হবে ব্রাজিলের প্রেসিডেন্টকে।

গতকাল শনিবার সাও পাওলো প্রদেশের গভর্নরের দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, সরকারি আদেশ অমান্য করে মোটরসাইকেল মিছিল, সামাজিক দূরত্ববিধি না মানা ও মাস্ক না পরার অভিযোগে এই তিনজনকে ১০৮ ডলার করে জরিমানা করেছে সাও পাওলো প্রাদেশিক সরকার।

করোনা নিয়ন্ত্রণ নিয়ে বৈশ্বিক মহামারির শুরু থেকেই বিতর্কিত হয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। তিনি বরাবরই দেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে লকডাউন, সামাজিক বিধিনিষেধ আরোপের বিরোধী। তার মতে, এ ধরনের বিধিনিষেধে মহামারি নিয়ন্ত্রণ করা সম্ভব তো নয়ই, উল্টো দেশের অর্থনীতিকে বিপর্যস্ত করা হয়।করোনায় সর্বোচ্চ মৃত্যুর দিক দিয়ে বিশ্ব তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে করোনায় ৪ লাখ ৮০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এ তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র।

ইরানে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ–সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ১৭

‘ভেনেজুয়েলা চালাবে যুক্তরাষ্ট্র’— ট্রাম্পের মন্তব্যের পরদিনই রুবিওর ইউটার্ন

বিশ্বজুড়ে ভাইরাল ইংল্যান্ডের এক মসজিদ, কারণটা চমৎকার

উত্তর প্রদেশে পিঠে ফোন ঠেকিয়ে ‘বাংলাদেশি’ শনাক্ত করছে পুলিশ, ওয়াইসির ব্যঙ্গ

ভেনেজুয়েলার বর্তমান প্রশাসন যুক্তরাষ্ট্রকে সহায়তা না করলে ফের হামলা: ট্রাম্প

‘ভালো মানুষ’ মোদি ট্রাম্পকে ‘খুশি’ করতে চাওয়ার পরও নতুন শুল্কের হুমকি

কারাকাসে মার্কিন হামলার সময় নিহত কিউবার ৩২ যোদ্ধা

কলম্বিয়ায় হামলা চালানোর প্রস্তাব ভালো, পতনে উন্মুখ কিউবা: ট্রাম্প

ইরানে আরও বাড়ছে পীড়ন, ইন্টারনেট বন্ধ

নিউইয়র্কের বন্দিশালায় মাদুরো: শিগগির বিচার শুরু হবে