হোম > বিশ্ব

ইরানের সাবেক প্রেসিডেন্ট রাফসানজানির মেয়ের ৫ বছরের কারাদণ্ড

ইরানের সাবেক প্রেসিডেন্ট আকবর হাশেমি রাফসানজানির মেয়ে ফায়েজেহ হাশেমিকে সরকারের বিরুদ্ধে ‘অপপ্রচার’ চালানোর দায়ে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির নিম্ন আদালত। ফায়েজের আইনজীবী নেদা শামস গতকাল মঙ্গলবার এক টুইট বার্তায় এ তথ্য দেন বলে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে।  

টুইট বার্তায় তিনি বলেন, ইরানি অধিকারকর্মী ফায়েজেহ হাশেমির বিরুদ্ধে দেওয়া এই রায় চূড়ান্ত নয়। তিনি জেলহাজতে রয়েছেন। তাঁর বিরুদ্ধে আরও মামলা বিচারাধীন রয়েছে। 

এর আগে তেহরানের সরকারি কৌঁসূলি হাশেমির বিরুদ্ধে সরকারবিরোধী উসকানির অভিযোগ আনেন বলে জানিয়েছে দেশটির সরকারি সংবাদ সংস্থা ইরানিয়ান স্টুডেন্ট নিউজ এজেন্সি (আইএসএনএ)। 

আইএসএনএর তথ্য অনুযায়ী, গত বছরের সেপ্টেম্বরে ফায়েজকে গ্রেপ্তারের পর দেশটির এভিন কারাগারে পাঠানো হয়। তবে আগেও সরকারবিরোধী বক্তব্য দেওয়ার জন্য তিনি বেশ কয়েকবার কারাবরণ করেছেন।

পুলিশ হেফাজতে মাহসা আমিনির মৃত্যুর পর ইরানে গত কয়েক মাসে প্রধান প্রধান অ্যাক্টিভিস্টদের আটক করেছে দেশটির পুলিশ ও প্রশাসন। এর মধ্যে রয়েছেন কবি ও লেখক মোনা বোরজুয়েই, গায়ক শেরভিন হাজিপুর ও ফুটবলার হোসেইন মাহিনি। এ ছাড়া কারাতে চ্যাম্পিয়ন ও স্বেচ্ছাসেবীসহ মোট ৪১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। তবে এই সংখ্যা আরও বেশি হতে পারে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন।

উল্লেখ্য, ফায়েজেহর বাবা রাফসানজানি রেজা শাহ পাহলভী সরকার ও এর পশ্চিমা সামাজিক-অর্থনৈতিক নীতির বিরুদ্ধে সমালোচক ছিলেন। কিন্তু ইরান-ইরাক যুদ্ধের এক বছর পর প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে তিনি উদারবাদ ও বেসরকারিকরণের দিকে ঝুঁকে পড়েন।

নির্বাচনে প্রথম ধাপে ভোট পড়েছে ৫২ শতাংশ, দাবি মিয়ানমারের জান্তা সরকারের

ভারতে চলন্ত গাড়িতে ২ ঘণ্টা দলবদ্ধ ধর্ষণের পর ছুড়ে ফেলা হলো রাস্তায়

জার্মানিতে হলিউড স্টাইলে ডাকাতি, ব্যাংকের ভল্ট কেটে ৩ কোটি ইউরো লুট

গাজা-পশ্চিম তীরের ৩৭ ত্রাণ সংস্থার লাইসেন্স ১ জানুয়ারি থেকে স্থগিত করেছে ইসরায়েল

ইয়েমেন সংঘাতে মুখোমুখি অবস্থানে সৌদি ও আরব আমিরাত

‘২০২৫’ নিয়ে ১৯৯৮ সালে করা আমেরিকানদের ভবিষ্যদ্বাণী কতটুকু মিলেছে

পুতিনের বাসভবনে ড্রোন হামলার অভিযোগ—‘মিথ্যা’ বলছে ইউক্রেন

তাইওয়ানকে ঘিরে ধরেছে চীনের যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান ও ড্রোন

১৭ বছরের সাজার রায় চ্যালেঞ্জ করে ইমরান খান ও বুশরা বিবির আপিল

রাশিয়ার বিরুদ্ধে একের পর এক যুদ্ধবন্দীকে হত্যার অভিযোগ ইউক্রেনীয় কমান্ডারের