হোম > বিশ্ব

ইরানের সাবেক প্রেসিডেন্ট রাফসানজানির মেয়ের ৫ বছরের কারাদণ্ড

ইরানের সাবেক প্রেসিডেন্ট আকবর হাশেমি রাফসানজানির মেয়ে ফায়েজেহ হাশেমিকে সরকারের বিরুদ্ধে ‘অপপ্রচার’ চালানোর দায়ে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির নিম্ন আদালত। ফায়েজের আইনজীবী নেদা শামস গতকাল মঙ্গলবার এক টুইট বার্তায় এ তথ্য দেন বলে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে।  

টুইট বার্তায় তিনি বলেন, ইরানি অধিকারকর্মী ফায়েজেহ হাশেমির বিরুদ্ধে দেওয়া এই রায় চূড়ান্ত নয়। তিনি জেলহাজতে রয়েছেন। তাঁর বিরুদ্ধে আরও মামলা বিচারাধীন রয়েছে। 

এর আগে তেহরানের সরকারি কৌঁসূলি হাশেমির বিরুদ্ধে সরকারবিরোধী উসকানির অভিযোগ আনেন বলে জানিয়েছে দেশটির সরকারি সংবাদ সংস্থা ইরানিয়ান স্টুডেন্ট নিউজ এজেন্সি (আইএসএনএ)। 

আইএসএনএর তথ্য অনুযায়ী, গত বছরের সেপ্টেম্বরে ফায়েজকে গ্রেপ্তারের পর দেশটির এভিন কারাগারে পাঠানো হয়। তবে আগেও সরকারবিরোধী বক্তব্য দেওয়ার জন্য তিনি বেশ কয়েকবার কারাবরণ করেছেন।

পুলিশ হেফাজতে মাহসা আমিনির মৃত্যুর পর ইরানে গত কয়েক মাসে প্রধান প্রধান অ্যাক্টিভিস্টদের আটক করেছে দেশটির পুলিশ ও প্রশাসন। এর মধ্যে রয়েছেন কবি ও লেখক মোনা বোরজুয়েই, গায়ক শেরভিন হাজিপুর ও ফুটবলার হোসেইন মাহিনি। এ ছাড়া কারাতে চ্যাম্পিয়ন ও স্বেচ্ছাসেবীসহ মোট ৪১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। তবে এই সংখ্যা আরও বেশি হতে পারে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন।

উল্লেখ্য, ফায়েজেহর বাবা রাফসানজানি রেজা শাহ পাহলভী সরকার ও এর পশ্চিমা সামাজিক-অর্থনৈতিক নীতির বিরুদ্ধে সমালোচক ছিলেন। কিন্তু ইরান-ইরাক যুদ্ধের এক বছর পর প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে তিনি উদারবাদ ও বেসরকারিকরণের দিকে ঝুঁকে পড়েন।

জাতীয় ইন্টারনেট, নিজস্ব সোশ্যাল মিডিয়া আনছে ইরান

গ্রিনল্যান্ড না দেওয়ায় ইউরোপের ৮ দেশের ওপর শুল্ক বসালেন ট্রাম্প

মাদুরোকে অপহরণে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাঁর স্বরাষ্ট্রমন্ত্রীর যোগসাজশের ইঙ্গিত দিল রয়টার্স

ইরানে বিক্ষোভে কয়েক হাজার মানুষের প্রাণহানি, জানালেন খামেনি নিজেই

ইরানে বিক্ষোভে কয়েক হাজার প্রাণহানির পেছনে ট্রাম্প দায়ী: খামেনি

ইন্দোনেশিয়ায় ১১ আরোহীসহ ফ্লাইট নিখোঁজ

পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ২৪, আহত অর্ধশতাধিক

তৃণমূলকে উচ্ছেদের সময় হয়ে গেছে: মালদহে মোদি

গ্রিনল্যান্ড ডেনমার্কেরই থাকবে, যুক্তরাষ্ট্রের দ্বিদলীয় প্রতিনিধি দলের আশ্বাস

কুর্দিদের নাগরিকত্ব ও ভাষার স্বীকৃতি দিল সিরিয়া