হোম > বিশ্ব > চীন

চীনের নার্সিং হোমে আগুন, নিহত ২০

আজকের পত্রিকা ডেস্ক­

নার্সিং হোমে বয়স্কদের অ্যাপার্টমেন্টে আগুনে বেশ কয়েকজন হতাহত হয়। ছবি: এএফপি

চীনের একটি নার্সিং হোমে বয়স্কদের অ্যাপার্টমেন্টে অগ্নিকাণ্ডে ২০ জন নিহত হয়েছেন। কর্তৃপক্ষ কারণ অনুসন্ধানের জন্য নার্সিং হোমটির মালিককে আটক করেছে।

আজ বুধবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার এক প্রতিবেদনে স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে জানানো হয়েছে, গতকাল মঙ্গলবার উত্তরাঞ্চলীয় হেবেই প্রদেশের চেংদে শহরে আগুন লাগার পর দুই ঘণ্টা ধরে জ্বলেছিল।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, পুলিশ অ্যাপার্টমেন্টের মালিককে আটক করেছে। নার্সিং হোমের ১৯ জন বাসিন্দাকে চিকিৎসা ও পর্যবেক্ষণের জন্য নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়েছে।

সিনহুয়া আরও জানিয়েছে, বিশেষজ্ঞরা কারণ অনুসন্ধানের জন্য নার্সিং হোম পরিদর্শন করেছেন।

সাম্প্রতিক বছরগুলোতে একই ধরনের বেশ কয়েকটি ঘটনার মধ্যে এটি সর্বশেষ। ২০২৩ সালে রাজধানী বেইজিংয়ে একটি হাসপাতালে আগুন লেগে ২৬ জন রোগী নিহত এবং বেশ কয়েকজন আহত হন।

গত জানুয়ারিতে, হেবেইতে একটি সবজির বাজারে আগুন লেগে আটজন নিহত এবং ১৫ জন আহত হন। এ ছাড়া গত বছর সিচুয়ান প্রদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি ডিপার্টমেন্ট স্টোরে আগুন লেগে ১৬ জন নিহত হন।

বন্ডাই বিচের ঘটনায় বদলে যেতে পারে অস্ট্রেলিয়ার অস্ত্র-আইন

যাবজ্জীবন কারাদণ্ডের মুখে ধনকুবের থেকে গণতন্ত্রপন্থী আন্দোলনের মুখ জিমি লাই

পেহেলগাম হামলায় এনআইএর চার্জশিট, ৫ ব্যক্তির সঙ্গে এলটিই-টিআরএফও অভিযুক্ত

হিমালয়ে হারিয়ে যাওয়া পারমাণবিক যন্ত্র ৬০ বছর পরও গঙ্গার জন্য ঝুঁকি

ফুল, প্রশংসা আর ডলারে ভাসছেন বন্ডাই বিচের ‘নায়ক’ আল-আহমেদ

খালি হাতে বন্দুকধারীকে ঠেকিয়ে নায়ক বনে যাওয়া কে এই আল-আহমেদ

প্রায় মার্কিন নাগরিক হয়েছিলেন তাঁরা, বাগড়া দিলেন ট্রাম্প

তাইওয়ানে যুদ্ধে জড়ালে চীনের কাছে হারতে পারে যুক্তরাষ্ট্র— পেন্টাগনের গোপন নথি ফাঁস

আরও ৩০০ কোটি রুপির ইসরায়েলি ‘হেরন মার্ক টু’ ড্রোন কিনছে ভারত

অং সান সু চি হয়তো মারা গেছে, আশঙ্কা ছেলের