স্বামীকে হত্যার অভিযোগে ব্রাজিলের সাবেক নারী কংগ্রেস ফ্লোরডেলিস ডস সান্তোস ডি সুজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সংসদের নিম্নকক্ষে ভোটের মাধ্যমে তাঁর সদস্য পদ বাতিলের পর শুক্রবার সন্ধ্যায় তাঁকে গ্রেপ্তার করা হয়। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
২০১৯ সালে বাড়ির গ্যারেজে ৩০টি গুলি করে ফ্লোরডেলিসের স্বামী যাজক অ্যান্ডারসন ডো কারমোকে হত্যা করা হয়। এ হত্যার পর থেকেই অভিযোগ উঠে আসছিল, হত্যাকাণ্ডে জড়িত ১০ জনের সঙ্গে ফ্লোরডেলিসেরও যোগসাজশ ছিল। তবে রিও ডি জেনিরো রাজ্যের প্রতিনিধিত্বকারী ফেডারেল ডেপুটি হওয়ায় এত দিন তাঁর বিরুদ্ধে মামলা হয়নি।
ফ্লোরডেলিসের আইনজীবী অ্যান্ডারসন রোলেমবার্গ এ গ্রেপ্তারের সমালোচনা করেছেন। হোয়াটসঅ্যাপ ম্যাসেজে তিনি রয়টার্সকে বলেন, গ্রেপ্তার করাটা 'সম্পূর্ণ নির্বিচার'। সোমবার সকালে তিনি আপিল করবেন বলেও উল্লেখ করেন।
প্রসঙ্গত, এর আগে নানা ইতিবাচক কারণেও আলোচনায় এসেছেন প্রাক্তন ধর্মপ্রচারক যাজক এবং গায়ক, ফ্লোরডেলিস। কয়েক ডজন অভাবগ্রস্ত শিশুকে দত্তক নিয়ে খ্যাতি অর্জন করেছিলেন।