হোম > বিশ্ব

স্বামী হত্যার অভিযোগে ব্রাজিলের সাবেক কংগ্রেস ওমেনের কারাদণ্ড

স্বামীকে হত্যার অভিযোগে ব্রাজিলের সাবেক নারী কংগ্রেস ফ্লোরডেলিস ডস সান্তোস ডি সুজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সংসদের নিম্নকক্ষে ভোটের মাধ্যমে তাঁর সদস্য পদ বাতিলের পর শুক্রবার সন্ধ্যায় তাঁকে গ্রেপ্তার করা হয়। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

২০১৯ সালে বাড়ির গ্যারেজে ৩০টি গুলি করে ফ্লোরডেলিসের স্বামী যাজক অ্যান্ডারসন ডো কারমোকে হত্যা করা হয়। এ হত্যার পর থেকেই অভিযোগ উঠে আসছিল, হত্যাকাণ্ডে জড়িত ১০ জনের সঙ্গে ফ্লোরডেলিসেরও যোগসাজশ ছিল। তবে রিও ডি জেনিরো রাজ্যের প্রতিনিধিত্বকারী ফেডারেল ডেপুটি হওয়ায় এত দিন তাঁর বিরুদ্ধে মামলা হয়নি। 

বুধবার ব্রাজিলের নিম্নকক্ষ তাঁকে পদচ্যুত করার পক্ষে ভোট দেয়। পরে একজন বিচারক আদেশ দেন যে, রাষ্ট্রপক্ষের কৌঁসুলিদের অনুরোধে কিছুক্ষণের মধ্যেই তাঁকে গ্রেপ্তার করা হবে। এরই ধারাবাহিকতায় গ্রেপ্তার হলেন ফ্লোরডেলিস। 

ফ্লোরডেলিসের আইনজীবী অ্যান্ডারসন রোলেমবার্গ এ গ্রেপ্তারের সমালোচনা করেছেন। হোয়াটসঅ্যাপ ম্যাসেজে তিনি রয়টার্সকে বলেন, গ্রেপ্তার করাটা 'সম্পূর্ণ নির্বিচার'। সোমবার সকালে তিনি আপিল করবেন বলেও উল্লেখ করেন। 

প্রসঙ্গত, এর আগে নানা ইতিবাচক কারণেও আলোচনায় এসেছেন প্রাক্তন ধর্মপ্রচারক যাজক এবং গায়ক, ফ্লোরডেলিস। কয়েক ডজন অভাবগ্রস্ত শিশুকে দত্তক নিয়ে খ্যাতি অর্জন করেছিলেন। 

এবার ট্রাম্প ও জেলেনস্কির বৈঠক—কী আছে সর্বশেষ ২০ দফা শান্তি প্রস্তাবে

৪০ শতাংশ জার্মান মনে করেন মার্জের সরকার টিকবে না

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে ‘পূর্ণাঙ্গ যুদ্ধে’ আছে ইরান: পেজেশকিয়ান

যে কৌশলে রুশ ধনকুবেরদের কণ্ঠরোধ করেছেন পুতিন

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

সহিংসতা ও প্রত্যাখ্যানের মধ্যে মিয়ানমারে চলছে ‘প্রহসনের’ নির্বাচন

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

জাপানে তুষারপাতে পিচ্ছিল রাস্তায় ৫০টি গাড়ির সংঘর্ষ, নিহত ২

গাজা স্থিতিশীলতা বাহিনীতে যোগ দিতে প্রস্তুত পাকিস্তান, তবে আপত্তি হামাসকে নিরস্ত্র করার শর্তে

ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের আগে ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা