যে সব এলাকায় করোনার নতুন ধরন ওমিক্রন স্থানীয়ভাবে সংক্রমণ হচ্ছে সেখানে তিন দিনে দ্বিগুণ হচ্ছে এই ধরনে আক্রান্ত রোগীর সংখ্যা। আজ শনিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এমনটি জানানো হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে জানানো হয়, গত ২৬ নভেম্বর ওমিক্রন ধরন শনাক্ত হয়। এখন এটি বিশ্বের ৮৯টি দেশে ছড়িয়ে পড়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ওমিক্রন কেমন গুরুতর তা জানতে এখনো পর্যাপ্ত তথ্য পাওয়া যায়নি। এটি বোঝার জন্য আরও তথ্য প্রয়োজন।