অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রী বার্নাবি জয়েসের করোনা শনাক্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে তাঁর করোনা শনাক্ত হয়। সরকারি সফরে যুক্তরাষ্ট্রে গেছেন অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রী বার্নাবি জয়েস।
আজ বৃহস্পতিবার অস্ট্রেলিয়া সরকারের পক্ষ থেকে এমনটি জানানো হয়।
অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রীর অফিস থেকে এক বিবৃতিতে বলা হয়, সফরে থাকা বাকিদের করোনা শনাক্ত হয়নি। জয়েসকে আইসোলেশনে রাখা হয়েছে। তাঁর মৃদু উপসর্গ রয়েছে। বৈশ্বিক মহামারি শুরু হওয়ার পর অস্ট্রেলিয়া সরকারের সর্বোচ্চ পদধারীদের মধ্যে জয়েসই প্রথম করোনায় আক্রান্ত হলেন।
গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রে পৌঁছান বার্নাবি জয়েস।