হোম > বিশ্ব > ইউরোপ

ট্রাম্পকে ‘আসল পুরুষ’ বললেন পুতিন, সংলাপে প্রস্তুত

তবে ট্রাম্প ও পুতিনের অনুকূলে একটি যুদ্ধবিরতি হয়েই যাচ্ছে? ছবি: সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘আসল পুরুষ’ বলে আখ্যা দিয়েছেন। একই সঙ্গে, দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দনও জানিয়েছেন তিনি। বলেছেন, ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বিষয়ে যেসব কথা বলেছেন, তা মনোযোগের দাবিদার।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার রাশিয়ার সোচিতে অবস্থিত একটি রিসোর্টে রুশ থিংক ট্যাংক ভলদাই ডিসকাশন ক্লাবের এক অনুষ্ঠানে পুতিন এসব কথা বলেন। এ সময় তিনি ট্রাম্পকে অভিনন্দন জানান। পাশাপাশি বন্দুকধারী ট্রাম্পকে হত্যার চেষ্টা করার সময় যে সাহস তিনি দেখিয়েছেন, তার প্রশংসা করে বলেন, মস্কো ট্রাম্পের সঙ্গে সংলাপে প্রস্তুত।

ট্রাম্পের নির্বাচন জয়ের পর এই প্রথম সরাসরি তাঁকে নিয়ে মন্তব্য করলেন পুতিন। এ সময় তিনি গত জুলাইয়ে পেনসিলভানিয়ায় ট্রাম্প যে হত্যাচেষ্টার শিকার হন, সে বিষয়টি নিয়েও কথা বলে তাঁকে ‘আসল পুরুষ’ বলে আখ্যা দেন।

পেনসিলভানিয়ার ঘটনার কথা স্মরণ করে পুতিন বলেন, ‘আমার মতে, সেদিন তিনি যথোপযুক্ত উপায়ে সাহসিকতার সঙ্গে একজন আসল পুরুষের মতো আচরণ করেছিলেন। আমি তাঁকে তাঁর নির্বাচনের জন্য অভিনন্দন জানানোর সুযোগটি গ্রহণ করতে চাই।’

পুতিন বলেন, নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প ইউক্রেন ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারের বিষয়ে যেসব মন্তব্য করেছিলেন, তা মনোযোগের দাবিদার। পুতিন বলেন, ‘রাশিয়ার সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারের ইচ্ছা এবং ইউক্রেন সংকটের অবসান ঘটাতে যা বলা হয়েছিল (ট্রাম্প বলেছিলেন), তা আমার মতে মনোযোগের দাবিদার।’

চলতি বছর নির্বাচনী প্রচারাভিযানের সময় ট্রাম্প বলেছিলেন, তিনি নির্বাচিত হলে ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেনে শান্তি আনতে পারবেন। তবে ট্রাম্প দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কীভাবে ইউরোপের সবচেয়ে বড় যুদ্ধের অবসান ঘটাবেন, সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি।

এ সময় পুতিন বলেন, ‘আমি জানি না, আসলে এখন কী ঘটতে যাচ্ছে, এ বিষয়ে আমার কোনো ধারণা নেই।’ অনুষ্ঠানে একজন পুতিনের কাছে জানতে চান, ট্রাম্প যদি তাঁকে আলোচনার জন্য ডাকেন, তাহলে রাশিয়া কী করবে? জবাবে পুতিন বলেন, ট্রাম্প প্রশাসন চাইলে তিনি আবারও যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ শুরু করতে প্রস্তুত এবং ট্রাম্পের সঙ্গে সংলাপে প্রস্তুত।

পশ্চিমা বিশ্বের গণমাধ্যমগুলো একাধিকবার অভিযোগ করেছে, ট্রাম্প রাশিয়ার এজেন্ট। তবে রাশিয়া, পুতিন ও ট্রাম্প—সবাই এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। রাশিয়ার কর্মকর্তারা বলেছেন, ট্রাম্প রাশিয়ার প্রতি অত্যন্ত কঠোর ছিলেন।

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

নাইজেরিয়ায় হামলা: ‘বড়দিনের উপহার’ বলে উদ্‌যাপন ট্রাম্প প্রশাসনের, স্থানীয়রা বলছেন—‘কখনো আইএস দেখিনি’

রক্তক্ষয়ী সংঘর্ষের পর দ্বিতীয়বার যুদ্ধবিরতিতে থাইল্যান্ড-কম্বোডিয়া

চীনা প্রযুক্তির প্রথম যাত্রীবাহী উড়োজাহাজের ককপিটে প্রথম নারী ক্যাপ্টেন

২ সেকেন্ডে ঘণ্টায় ৭০০ কিমি গতি, চোখের পলকে ছুটে বিশ্ব রেকর্ড গড়ল চীনের ট্রেন

সন্ত্রাসী হামলার হুমকি, যুক্তরাষ্ট্রে ভারতীয় শিক্ষার্থী মনোজ সাই গ্রেপ্তার

প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে রাষ্ট্রের স্বীকৃতি দিল ইসরায়েল

নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড, জটিল সমীকরণে মালয়েশিয়ার সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা