যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাবে ইরান তার পাল্টা প্রতিক্রিয়া অব্যাহত রাখবে বলে জানিয়েছেন এক শীর্ষস্থানীয় ইরানি কর্মকর্তা। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
ওই কর্মকর্তা বলেন, আক্রমণকারীকে শাস্তি দেওয়ার পর আমাদের কূটনৈতিক প্রজ্ঞা রয়েছে। আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে পারি, তবে তা কেবল তখনই সম্ভব যদি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা বন্ধ হয়।
ইরানের এই বার্তাটি স্পষ্ট: একদিকে প্রতিরোধ, অন্যদিকে কূটনীতি—দুই পথই খোলা আছে, তবে সবার আগে প্রয়োজন আগ্রাসন বন্ধ হওয়া।
উল্লেখ্য, ইরান এরই মধ্যে কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটি আল-উদেইদে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। যদিও তা মূলত প্রতীকী ছিল বলে মনে করছেন বিশ্লেষকরা, তবে এটি মধ্যপ্রাচ্যে উত্তেজনার নতুন মাত্রা যোগ করেছে।