হোম > বিশ্ব

গাজায় ইসরায়েলি গণহত্যা নিয়ে প্রতিবেদন প্রকাশে জাতিসংঘ কর্মকর্তাকে হুমকি

গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল—এমনটা বিশ্বাস করার সংগত কারণ আছে। এমনটাই উঠে এসেছে জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজের তদন্ত প্রতিবেদন থেকে। তবে সেই প্রতিবেদন প্রকাশের পর থেকেই তাঁকে নানা ধরনের হুমকি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সেসকা আলবানিজ গত মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে ‘অ্যানাটমি অব আ জেনোসাইড’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করেন। মূলত গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের স্বরূপ উন্মোচন করা হয়েছিল সেই প্রতিবেদনে। তবে ইসরায়েল এই প্রতিবেদন ‘পুরোপুরি প্রত্যাখ্যান’ করেছে। 
 
প্রতিবেদনে জাতিসংঘের এই বিশেষ দূত বলেছিলেন, জাতিসংঘের গণহত্যা কনভেনশনে নির্ধারিত গণহত্যা সংঘটনের যে পাঁচটি শর্ত আছে, ইসরায়েল গাজায় সেগুলোর তিনটিই লঙ্ঘন করেছে। ইসরায়েল এই প্রতিবেদন অস্বীকার করে বলেছে, আলবানিজ ইসরায়েল রাষ্ট্রের সৃষ্টি ও অস্তিত্বকে অবৈধ বলে ঘোষণা দিচ্ছেন। তবে আলবানিজ এই অভিযোগ অস্বীকার করেছেন। 

আলবানিজের কাছে জানতে চাওয়া হয়েছিল, এই প্রতিবেদনে কাজ করার কারণে তাঁর ওপর কোনো ধরনের হুমকি এসেছে কি না। জবাবে ফ্রান্সেসকা আলবানিজ বলেছেন, ‘হ্যাঁ, আমি হুমকি পেয়েছি। এখন পর্যন্ত আমি অতিরিক্ত সতর্কতা গ্রহণ প্রয়োজন বলে মনে করিনি। তবে যদি চাপের কথা বলেন, এটি আমার প্রতিশ্রুতি বা আমার কাজের ফলাফলে কোনো পরিবর্তন আনবে না।’ 

ফ্রান্সেসকা আলবানিজ জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের বিশেষ দূত হিসেবে কাজ করছেন ২০২২ সাল থেকে। তিনি নানা ইস্যুতে কাজ করেছেন, তবে কখনোই এমন হুমকির কথা জানাননি। এই প্রতিবেদন প্রকাশের কারণে তাঁকে কী ধরনের হুমকি দেওয়া হয়েছে সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেননি তিনি। 

এমনকি কারা তাঁকে এই হুমকি দিয়েছে, সে বিষয়েও খোলাসা করে কিছু বলেননি ফ্রান্সেসকা আলবানিজ। তবে তিনি বলেছেন, ‘এটি আমার জন্য খুবই কঠিন একটি সময়। এই কাজের শুরু থেকেই আমাকে নানা ধরনে হুমকির মাধ্যমে আক্রমণ করা হয়েছে।’

ভেনেজুয়েলার উপকূলে আবার তেলের ট্যাংকার জব্দ করল যুক্তরাষ্ট্র

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

গ্রিস উপকূলে মাছধরা নৌকা থেকে বাংলাদেশিসহ ৫৪০ অভিবাসী উদ্ধার

ধ্বংসস্তূপের মধ্যেই গাজার ইসলামিক ইউনিভার্সিটিতে পাঠদান শুরু

নতুন মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

ইসরায়েলি সেটেলারদের আগ্রাসন ঠেকাতে ফিলিস্তিনি গ্রামে মানবঢাল একদল স্বেচ্ছাসেবক

সিরিয়ায় একযোগে ৭০ স্থানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি