হোম > বিশ্ব

চীন থেকে আমদানিতে ডলার বাদ দিল আর্জেন্টিনাও

চীন থেকে আমদানি ব্যয় পরিশোধে ডলার ব্যবহার করবে না আর্জেন্টিনা। কমতে থাকা রিজার্ভ বাঁচাতে যুক্তরাষ্ট্রের মুদ্রা বাদ দিয়ে চীনা মুদ্রা ইউয়ান ব্যবহার করবে দক্ষিণ আমেরিকার দেশটি। এর আগে এই অঞ্চলের গুরুত্বপূর্ণ দেশ ব্রাজিলও চীনের সঙ্গে বাণিজ্যে ডলার ছেড়ে দিয়েছে।    

আর্জেন্টিনা সরকারের বিবৃতি উদ্ধৃত করে বার্তা সংস্থা রয়টার্স বলছে, এপ্রিলে ১০০ কোটি ডলারের চীনা আমদানি ব্যয় মেটাতে ইউয়ান ব্যবহার করা হবে। এরপর মাসিক ৭৯ কোটি ডলারের আমদানি ব্যয়ও ইউয়ানে পরিশোধ করা হবে। 

আর্জেন্টিনার অর্থমন্ত্রী সার্গিও মাসা চীনা রাষ্ট্রদূত ঝৌ শিয়াওলি ও বিভিন্ন কোম্পানির সঙ্গে বৈঠকের পরে এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, ডলারের রিজার্ভ বাড়াতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইউয়ান ব্যবহারের এই পদক্ষেপ আর্জেন্টিনাকে আমদানির হারে অগ্রসর হওয়ার সম্ভাবনা নিয়ে কাজ করার সুযোগ দেবে বলে জানান অর্থমন্ত্রী মাসা। 

সম্প্রতি লাতিন আমেরিকার দেশটিতে ডলারের সংকট মারাত্মক আকার ধারণ করেছে। এর প্রধান কারণ তীব্র খরায় কৃষিপণ্যের উৎপাদন ও রপ্তানির কমে যাওয়া। তা ছাড়া চলতি বছর জাতীয় নির্বাচন সামনে রেখে দেখা দিয়েছে রাজনৈতিক অনিশ্চয়তা। 

গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক রিজার্ভ শক্তিশালী করার লক্ষ্যে চীনের সঙ্গে ৫০০ কোটি ডলারের মুদ্রা বিনিময় সম্প্রসারিত করে দেশটি। 

গেল মার্চে আর্জেন্টিনার বিভিন্ন স্থানে গত ৬৩ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়। তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়ে লাতিন আমেরিকার দেশটির জনজীবন। জাতীয় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল, পূর্ব-মধ্য আর্জেন্টিনায় মার্চের প্রথম ১০ দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল।

ইরানে রাজনৈতিক সংকট: বিক্ষোভ জোরালো হচ্ছে, বাড়ছে মৃত্যু

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা ৫০০ ছাড়াল

ইরানে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ বিবেচনা করছেন ট্রাম্প

রুবিও হবেন কিউবার প্রেসিডেন্ট—কোন হিসেবে বললেন ট্রাম্প

ভারতে এই প্রথম আফগান দূতাবাসের দায়িত্ব নিচ্ছেন কোনো তালেবান কূটনীতিক

দেরি হওয়ার আগেই চুক্তি করে ফেল—কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি ইরানের

ইরানের বিক্ষোভের মুখ হতে চাইছেন—পারবেন কি শাহপুত্র রেজা পাহলভি