হোম > বিশ্ব

‘সন্ত্রাসী’ দাঙ্গার পর ব্রাজিলে ব্যাপক ধরপাকড়, আটক ১৫০০ 

সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর সমর্থকেরা রাজধানী ব্রাসিলিয়ায় কংগ্রেস, প্রেসিডেন্টের প্রাসাদ ও সুপ্রিম কোর্টে হামলা চালানোর পর ব্রাজিলে ব্যাপক ধরপাকড় চলছে। প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা শপথ নেওয়ার এক সপ্তাহ পর রোববার দাঙ্গায় অংশ নেয় বলসোনারোর হাজার হাজার সমর্থক। 

বিবিসি ও রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, হামলাকারীদের আইনের আওতায় আনতে দেশটিতে ধরপাকড় শুরু করেছে পুলিশ। এখন পর্যন্ত প্রায় দেড় হাজার জনকে আটক করা হয়েছে। 

তৃতীয়বারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হওয়া লুলা এই দাঙ্গায় উসকানিদাতা হিসেবে সদ্য সাবেক প্রেসিডেন্ট বলসোনারোকেই দায়ী করেছেন। তাঁর দাবি, সবশেষ নির্বাচনে জালিয়াতি হয়েছে এমন ভিত্তিহীন অভিযোগ তুলে নতুন নির্বাচনের দাবি করার জন্য বলসোনারো সমর্থকদের উসকে দিয়েছেন। এমন পরিস্থিতে প্রেসিডেন্ট লুলা রাজধানী ব্রাসিলিয়ায় আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত ফেডারেল নিরাপত্তা হস্তক্ষেপ ঘোষণা করেছেন। 

বলসোনারোর সমর্থকদের হামলাকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ উল্লেখ করে নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট লুলা। একই সঙ্গে অপরাধীদের শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। 

গত বছরের ৩০ অক্টোবর ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট লুলা দ্য সিলভার কাছে হেরে যান তৎকালীন প্রেসিডেন্ট বলসোনারো। এর পর থেকেই ব্রাজিলের রাজধানীতে হলুদ-সবুজ পোশাক পরে বলসোনারোর হাজার হাজার সমর্থক বিক্ষোভ করছে। রোববার বিক্ষোভ রূপ নেয় সহিংসতায়। 

এদিকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থানরত জইর বলসোনারো হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁর স্ত্রী জানিয়েছেন, স্থানীয় সময় সোমবার তলপেটে ব্যথা অনুভব করায় বলসোনারোকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২০১৮ সালে ছুরিকাঘাতের শিকার হয়েছিলেন ব্রাজিলের এই সদ্য সাবেক প্রেসিডেন্ট। ছুরিকাঘাতের স্থানে প্রায়ই ব্যথা অনুভব করেন তিনি।

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার

ভেনেজুয়েলার আরও একটি তেলের ট্যাংকার ধাওয়া করছে মার্কিন বাহিনী

ভেনেজুয়েলায় মার্কিন হস্তক্ষেপ নিয়ে সতর্ক করলেন লুলা

ট্রেনের ভাড়া বাড়ছে ভারতেও

পুরো ইউক্রেন দখলের পরিকল্পনা বাদ দেননি পুতিন: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

ধনী খদ্দেরদের জন্য কিশোরীদের যেভাবে বাছাই করতেন এপস্টেইন—উঠে এল এফবিআইয়ের তদন্তে

কবিরাজিসহ প্রথাগত চিকিৎসার কার্যকারিতা খতিয়ে দেখছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

৪০০ বছরের ঐতিহ্যে ইতি, আর চিঠি বিলি করবে না ডেনমার্কের পোস্ট অফিস

বিল ক্লিনটনকে ‘বলির পাঁঠা’ বানানোর অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে

এবার জোহানেসবার্গের পানশালায় বন্দুকধারীদের গুলি, নিহত ৯