হোম > বিশ্ব

ইন্দোনেশিয়ার গির্জায় প্রার্থনা চলাকালে বোমা বিস্ফোরণ

ইন্দোনেশিয়ার মাকাসার শহরে একটি ক্যাথলিক চার্চে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটছে। বেশ কয়েকজন মানুষ আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে মানবদেহের বিচ্ছিন্ন প্রত্যঙ্গও উদ্ধার করেছে পুলিশ। এ থেকে এটিকে আত্মঘাতী বোমা হামলা বলে ধারণা করা হচ্ছে।

ইস্টার হলি উইকের প্রথম দিন আজ রবিবার এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

দক্ষিণ সুলাওসি পুলিশের মুখপাত্র ই জুলপান জানান, বিস্ফোরণের সময় চার্চের ভেতরে প্রার্থনা সভা চলছিল। আমরা সেখানে মানবদেহের বিচ্ছিন্ন অংশবিশেষ পেয়েছি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, গির্জার চারপাশ পুলিশ ঘিরে রেখেছে। কাছাকাছি পার্ক করা গাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় স্যাটেলাইট টেলিভিশন টিভিওয়ান জানিয়েছে, গির্জায় আক্রমণকারীর মরদেহ পাওয়া গেছে।

তবে এ ঘটনার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি।

২০১৮ সালে সুরবায়া শহরের গির্জায় ইসলামিক স্টেট-অনুপ্রাণিত জামাহা আনসারুত দৌলা (জেএডি) গোষ্ঠী আত্মঘাতী হামলা করেছিল। এত প্রায় ৩০ জনেরও বেশি মানুষ নিহত হয়।

ইন্দোনেশিয়ার সবচেয়ে মারাত্মক ইসলামপন্থী জঙ্গি হামলাটি হয় ২০০২ সালে, পর্যটন দ্বীপ বালিতে। এই বোমা হামলায় ২০২ নিহত হন। তাদের মধ্যে বেশিরভাগই ছিলেন বিদেশি পর্যটক ।

সূত্র: রয়টার্স

ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি জানুয়ারির শেষে—দিল্লি সফরে জার্মান চ্যান্সেলর

ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা হাজার ছাড়ানোর শঙ্কা

তেহরানের একটি মর্গেই ১৮২ মরদেহ, ভিডিও ভাইরাল

রোহিঙ্গাদের জীবনকে দুঃস্বপ্নে পরিণত করেছে মিয়ানমার—আদালতের শুনানিতে গাম্বিয়া

ইরানের বিক্ষোভে খুব কাছ থেকে মাথায় গুলি করে ছাত্রীকে হত্যা

সত্যিকারের বন্ধুত্বে মতবিরোধ থাকতে পারে, ট্রাম্প-মোদি প্রসঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

তিন হাজারের বেশি যৌন নিপীড়নের অভিযোগ, মার্কিন কাঠগড়ায় উবার

বিক্ষোভে হতাহতদের স্মরণে ইরানে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

যুক্তরাষ্ট্রের মতো তাইওয়ানের নেতাদের তুলে নিতে পারবে কি চীন

গ্রিনল্যান্ডের প্রতিরক্ষায় ডেনমার্কের হাতে আছে মাত্র দুই কুকুরের স্লেজ: ট্রাম্প