হোম > বিশ্ব

নিউজিল্যান্ডে ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েলের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজার হাজার বাসিন্দা 

ঘূর্ণিঝড় ‘গ্যাব্রিয়েলের’ তাণ্ডবে বিপর্যস্ত নিউজিল্যান্ডের উত্তরাঞ্চল। বিদ্যুৎহীন অবস্থায় হাজার হাজার মানুষ। এমন পরিস্থিতিতে কিছু এলাকায় জারি করা হয়েছে জরুরি অবস্থা। 

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, এরই মধ্যে ৪৬ হাজারের বেশি বাড়ি বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। আরও কিছুদিন ঘূর্ণিঝড়ের এমন প্রভাব থাকতে পারে বলেও জানান তাঁরা। 

বিবিসির প্রতিবেদনে জানা যায়, ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া বাতিল করা হয়েছে শত শত ফ্লাইট। নিউজিল্যান্ডের আবহাওয়া সংস্থা মেটসার্ভিস জানিয়েছে, অকল্যান্ডের উত্তরে অবস্থিত ওয়াঙ্গারেই শহরে গত ১২ ঘণ্টায় ১০০.৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। 

মাত্র এক সপ্তাহ আগেই দেশটির বৃহত্তম শহর অকল্যান্ড ও পার্শ্ববর্তী অঞ্চল ব্যাপক বন্যার কবলে পড়েছিল। ঘূর্ণিঝড়ের কেন্দ্রটি সোমবারের শেষ দিকে বা মঙ্গলবারের প্রথম দিকে অকল্যান্ড উপকূলে থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে। 

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স বলেন, পরিস্থিতি আরও খারাপ হতে যাচ্ছে। আবহাওয়া অনুযায়ী ব্যবস্থা নিতে হবে বলেও জানান তিনি। একই সঙ্গে ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে ১ কোটি ১৫ লাখ ডলারের তহবিল প্যাকেজ ঘোষণা করেছেন হিপকিন্স। 

নিউজিল্যান্ডের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রী কিয়েরান ম্যাকআনাল্টি সোমবার এক সংবাদ সম্মেলনে বলেন, দেশটির ইতিহাসে তৃতীয়বারের মতো জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করার কথা বিবেচনা করছে সরকার। ইতিমধ্যেই অকল্যান্ডসহ উত্তরাঞ্চলের পাঁচটি অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। 

জরুরি ব্যবস্থাপনামন্ত্রী আরও বলেন, তীব্র বাতাস এবং ভারী বৃষ্টিপাতের কারণে সোমবার দিনটি ‘অত্যন্ত বিপজ্জনক’ হতে পারে। বিদ্যুৎ ব্যবস্থা পুনরুদ্ধার করতে কয়েক দিন সময় লাগতে পারে বলেও জানান তিনি। 

‘২০২৫’ নিয়ে ১৯৯৮ সালে করা আমেরিকানদের ভবিষ্যদ্বাণী কতটুকু মিলেছে

পুতিনের বাসভবনে ড্রোন হামলার অভিযোগ—‘মিথ্যা’ বলছে ইউক্রেন

তাইওয়ানকে ঘিরে ধরেছে চীনের যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান ও ড্রোন

১৭ বছরের সাজার রায় চ্যালেঞ্জ করে ইমরান খান ও বুশরা বিবির আপিল

রাশিয়ার বিরুদ্ধে একের পর এক যুদ্ধবন্দীকে হত্যার অভিযোগ ইউক্রেনীয় কমান্ডারের

জেলেনস্কি চাইলেন ৫০, যুক্তরাষ্ট্র দিতে চায় ১৫ বছরের নিরাপত্তা গ্যারান্টি

ইসরায়েলের সঙ্গে পূর্ব ভূমধ্যসাগরে প্রতিরক্ষা জোট শক্তিশালী করছে গ্রিস ও সাইপ্রাস

তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিলেন ৪০ যুদ্ধ কভার করা বিবিসি সাংবাদিক

ট্রাম্প-জেলেনস্কির বৈঠকে যুদ্ধ বন্ধে অগ্রগতি হলেও দনবাস ইস্যু এখনো অমীমাংসিত

মেক্সিকোতে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে ১৩ জনের মৃত্যু, আহত শতাধিক