হোম > বিশ্ব

ভূমধ্যসাগর থেকে সপ্তাহান্তে ৭ শতাধিক অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

ভূমধ্যসাগর থেকে গত সপ্তাহান্তে সাত শতাধিক অভিবাসনপ্রত্যাশী উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে বেশির ভাগই উদ্ধার হয়েছে লিবিয়া এবং মাল্টা উপকূল থেকে। গতকাল রোববার জার্মানভিত্তিক মানবিক সহায়তা প্রদানকারী সংগঠন এসএমএস মেডিটারেনির পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে। 

এসওএস মেডিটারেনির পক্ষ থেকে বলা হয়, তাদের উদ্ধারকারী জাহাজ দ্য ওশেন ভাইকিং গত শনিবার থেকে এই পর্যন্ত ছয়টি অভিযান চালিয়ছে। সর্বশেষ মাল্টা উপকূল থেকে সংগঠনটি ১০৬ জনকে উদ্ধার করেছে। 

একটি টুইট বার্তায় এসওএস মেডিটারেনির পক্ষ থেকে একটি টুইট বার্তায় বলা হয়, উদ্ধার হওয়াদের মধ্যে তিন মাসের একটি শিশু ছিল। 

সংগঠনটির পক্ষ থেকে আরও বলা হয়, গতকাল রোববার মধ্য ভূমধ্যসাগরে আটকে পড়া ৪০০ অভিবাসনপ্রত্যাশীকে সম্প্রতি উদ্ধার করে দ্য ওশেন ভাইকিং এবং জার্মানভিত্তিক আরেকটি মানবিক সহায়তা প্রদানকারী সংগঠনের উদ্ধারকারী জাহাজ রেসকিউশিপ। 

চলতি সপ্তাহে চালানো অভিযানে দ্য ওশেন ভাইকিং ৫৫৫ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে। এদের মধ্যে কমপক্ষে ২৮ জন নারী রয়েছে। যাদের মধ্যে দুজন অন্তঃসত্ত্বা নারী ছিলেন। তবে উদ্ধার হওয়া অভিবাসনপ্রত্যাশীদেরকে কোথায় রেখে আসা হবে তা নিয়ে বিস্তারিত জানা যায়নি। 

 জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) হিসাবে, অভ্যন্তরীণ সংঘাত এবং দারিদ্র্য থেকে বাঁচতে আফ্রিকা ও মধ্যপ্রাচ্য থেকে মানুষ ভাগ্যের সন্ধানে ইউরোপ পালাচ্ছে। চলতি বছর এভাবে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে কমপক্ষে ১ হাজার ১০০ জন প্রাণ হারিয়েছেন।

আরব বসন্তে ক্ষমতাচ্যুত একনায়কেরা এখন কোথায় কেমন আছেন

মার্কিন নজর এড়িয়ে কীভাবে তেল পাচার করে ভেনেজুয়েলার গোপন নৌবহর

আমরা চুপ থাকব না, উচিত শিক্ষা দেব—সেভেন সিস্টার্স নিয়ে হাসনাতের হুমকির জবাবে হিমন্ত

হিমালয়ের গহিনে চীনের মহা শক্তিধর জলবিদ্যুৎ প্রকল্প ঘিরে রহস্য ও উদ্বেগ

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

ট্রাম্পের গাজা পরিকল্পনার দৃশ্যপটে ফিল্ড মার্শাল আসিম মুনির, পাকিস্তানে গৃহদাহের শঙ্কা

নিকাব বিতর্ক: মুখ্যমন্ত্রী ও মন্ত্রীর বিরুদ্ধে সমাজবাদী পার্টির নেত্রীর থানায় অভিযোগ

মাস্ক ‘মাদকসেবী’, ভাইস প্রেসিডেন্ট ‘ষড়যন্ত্রতাত্ত্বিক’: হোয়াইট হাউসের চিফ অব স্টাফ

নিকাব বিতর্ক: বিহারের নীতীশের পক্ষে সাফাই গাইলেন উত্তর প্রদেশের মন্ত্রী

ফিলিস্তিনসহ আরও যে ৬ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র