হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানিরা চাইলে এখন ক্ষমতা পরিবর্তন করতে পারে: হারজোগ

আজকের পত্রিকা ডেস্ক­

ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ। ছবি: সংগৃহীত

ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ বলেছেন, ইরানি জনগণের এখন উঠে দাঁড়ানোর এবং তেহরানের বর্তমান শাসনব্যবস্থাকে পরিবর্তন করার সুযোগ রয়েছে।

আজ সোমবার সিএনএনের ওল্ফ ব্লিটজারকে দেওয়া এক সাক্ষাৎকারে হারজোগ বলেন, ‘আমি যথেষ্ট আত্মবিশ্বাসী, আমরা এখন পর্যন্ত যা দেখিয়েছি, তা আরও নাটকীয়ভাবে চালিয়ে যাওয়া সম্ভব এবং এর ফলে ইরানেও পরিস্থিতির গতি পরিবর্তন হতে পারে।’

তিনি আরও বলেন, ‘ইরানি জনগণ কয়েক দশক ধরে নিপীড়নের শিকার। আমরা সবাই বিশ্বাস করি, তারা এখন এই অবস্থায় ক্লান্ত এবং এটা তাদের জন্য শাসনব্যবস্থা পরিবর্তনের একটি সুযোগ।’

তবে প্রেসিডেন্ট হারজোগ স্পষ্ট করে বলেন, ইরানে ইসরায়েলের অভিযান কোনো ‘শাসন পরিবর্তনের’ লক্ষ্যে পরিচালিত হচ্ছে না। তিনি জোর দিয়ে বলেছেন, ‘আমাদের মূল লক্ষ্য হলো ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা।’

ইসরায়েলের সাম্প্রতিক হামলায় ইরানের কয়েকটি পারমাণবিক স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়েছে এবং দেশটির সামরিক নেতৃত্বের বড় একটি অংশ ধ্বংস হয়েছে। এর ফলে আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বাধীন শাসনব্যবস্থা আরও চাপের মুখে পড়েছে। ২০২৩ সাল থেকে ইরানের আঞ্চলিক ছায়াগোষ্ঠীগুলোর ওপর ইসরায়েলের ধারাবাহিক হামলায় খামেনির শাসনব্যবস্থা দুর্বল হতে শুরু করেছিল।

সিএনএনকে একজন সিনিয়র মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ইসরায়েলের সামনে খামেনিকে হত্যা করার সুযোগ এসেছিল। কিন্তু যুক্তরাষ্ট্র স্পষ্ট জানিয়ে দিয়েছে, সেই সময়কার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পরিকল্পনার বিরোধিতা করেছেন।

এই প্রসঙ্গে হারজোগ বলেন, ‘আমি প্রেসিডেন্ট, নির্বাহী বিভাগের প্রধান নই। সেই দায়িত্ব যাঁরা নিয়েছেন বা নেবেন, সিদ্ধান্ত তাঁদেরই।’

তবে প্রেসিডেন্ট হারজোগ জোর দিয়ে বলেছেন, খামেনির নেতৃত্বে ‘সন্ত্রাসী অবকাঠামো’ বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। ইয়েমেনে হুতি বিদ্রোহী, লেবাননে হিজবুল্লাহ, গাজায় হামাস এমনকি লাতিন আমেরিকায়ও সন্ত্রাসী সেল গঠিত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

নাইজেরিয়ায় হামলা: ‘বড়দিনের উপহার’ বলে উদ্‌যাপন ট্রাম্প প্রশাসনের, স্থানীয়রা বলছেন—‘কখনো আইএস দেখিনি’

রক্তক্ষয়ী সংঘর্ষের পর দ্বিতীয়বার যুদ্ধবিরতিতে থাইল্যান্ড-কম্বোডিয়া

চীনা প্রযুক্তির প্রথম যাত্রীবাহী উড়োজাহাজের ককপিটে প্রথম নারী ক্যাপ্টেন

২ সেকেন্ডে ঘণ্টায় ৭০০ কিমি গতি, চোখের পলকে ছুটে বিশ্ব রেকর্ড গড়ল চীনের ট্রেন

সন্ত্রাসী হামলার হুমকি, যুক্তরাষ্ট্রে ভারতীয় শিক্ষার্থী মনোজ সাই গ্রেপ্তার

প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে রাষ্ট্রের স্বীকৃতি দিল ইসরায়েল

নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড, জটিল সমীকরণে মালয়েশিয়ার সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা