হোম > বিশ্ব > আফ্রিকা

সোনার খনিতে রেকর্ড ১৮ বিলিয়ন ডলার আয়, ইব্রাহিম ত্রাউরের অন্তর্বর্তী সরকারের দাবি

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

তিন বছরে বুরকিনা ফাসোর সোনার খনি খাতে রাজস্ব আয় হয়েছে রেকর্ড ১৮ বিলিয়ন ডলার। সম্প্রতি দেশটির অন্তর্বর্তী সরকার এমনটাই দাবি করেছে। সোমালীয় সংবাদমাধ্যম গ্যারো অনলাইন এ তথ্য জানিয়েছে।

২০২২ সালে সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় আসে দেশটির বর্তমান সরকার। ক্ষমতা নিয়েই ক্যাপ্টেন ইব্রাহিম ত্রাউরে ঘোষণা দিয়েছিলেন, দেশের প্রাকৃতিক সম্পদের মালিকানা জনগণের হাতে ফেরানো হবে। তাঁর প্রশাসনের দাবি, ক্যাপ্টেনের সেই কথা রেখেছেন তাঁরা। দেশটির খনিবিষয়ক মন্ত্রী বলছেন, অর্থনীতিকে শক্তিশালী করতে এবং স্বাস্থ্যসেবা, শিক্ষা, নিরাপত্তাসহ জনসেবা তহবিল সরবরাহের জন্য সরকারি প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল রাজস্ব।

আফ্রিকার অন্যতম সোনা উৎপাদনকারী দেশ বুরকিনা ফাসো একদিকে যেমন প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ, অন্যদিকে জর্জরিত নিরাপত্তাসংকটে। বিশেষ করে, দেশটির উত্তর ও পূর্বাঞ্চলে চরমপন্থী গোষ্ঠীগুলোর সহিংসতা এখনো নিয়ন্ত্রণে আসেনি। তবে সেনানিয়ন্ত্রিত সরকার বারবার বলছে, প্রাকৃতিক সম্পদের সম্পূর্ণ সুবিধা দেশের সাধারণ মানুষের কাছে পৌঁছানো হবে।

তবে বেসরকারি গবেষক ও নাগরিক সমাজের অনেকে এই দাবির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁদের মতে, রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে স্বাধীন তদারকি ও নিয়মিত প্রতিবেদন থাকা জরুরি, যাতে এই অর্থ যথাযথভাবে ব্যবহার হচ্ছে কি না, তা জনগণ জানতে পারে।

প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে রাষ্ট্রের স্বীকৃতি দিল ইসরায়েল

নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড, জটিল সমীকরণে মালয়েশিয়ার সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

৫৪ কোটি ডলার পাচার: ক্ষমতার অপব্যবহারে দোষী সাব্যস্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

এক বছরে ইউক্রেনের ৫ হাজার বর্গকিলোমিটার এলাকা দখলের দাবি রাশিয়ার

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই রেকর্ড প্রতিরক্ষা বাজেট অনুমোদন করল জাপান

আট ঘণ্টায়ও মেলেনি চিকিৎসা, কানাডার হাসপাতালে ভারতীয়র মৃত্যু

প্রথমবারের মতো বিচ্ছিন্ন কান পায়ে প্রতিস্থাপন, ফের যথাস্থানে স্থাপন