হোম > বিশ্ব > এশিয়া

বাংলাদেশি জঙ্গি চক্র ভেঙে গেলেও দেশি-বিদেশি হুমকি এখনো আছে: মালয়েশিয়ার পুলিশ

আজকের পত্রিকা ডেস্ক­

প্রতীকী ছবি

মালয়েশিয়ার পুলিশ সম্প্রতি একটি জঙ্গি চক্র ভেঙে দিয়েছে। চক্রটি মালয়েশিয়ায় বাংলাদেশিদের মধ্যে চরমপন্থী মতাদর্শ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কাজ করছিল। এই অভিযোগে ইতিমধ্যে গ্রেপ্তার ৩৬ বাংলাদেশির মধ্যে তিনজনকে দেশে পাঠানো হয়েছে। মালয়েশিয়ার পুলিশ কর্মকর্তারা বলছেন, আপাতত একটা চক্র ভেঙে দেওয়া গেলেও দেশি–বিদেশিদের নিয়ে এমন চক্রের বিষয়ে সতর্ক থাকতে হবে।

মালয়েশিয়ার বুকিত আমান পুলিশের স্পেশাল ব্রাঞ্চ-১ এর ডেপুটি ডিরেক্টর দাতুক আহমদ রামদান দাউদ আজ শনিবার সাংবাদিকদের বলেন, এপ্রিল মাসে শুরু হওয়া অভিযানে তাঁদের আটক করা হয়। কিন্তু জঙ্গিবাদী তৎপরতার নতুন সম্ভাব্য হুমকির দিকে নজর দিচ্ছে পুলিশ, যা স্থানীয় বা বিদেশি— যেকোনো দিক থেকে হতে পারে।

রামদান দাউদ বলেন, ‘এ মুহূর্তে আমি বলতে পারি, বাংলাদেশের জন্য হয়তো বিষয়টি শেষ। কিন্তু অন্যদের বিষয়ে এখনো অনুসন্ধান চলছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে। এ ধরনের সংগঠন মালয়েশিয়া বা অন্য কোনো দেশি লোকদেরও জড়াতে পারে।’

রামদান আরও বলেন, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে এই উগ্রপন্থী গোষ্ঠী সদস্য সংগ্রহ করছে, যা এখন বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, ‘বাংলাদেশি উগ্রপন্থীরা যেভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে সদস্য সংগ্রহ বা পরিচয়ের চেষ্টা করছে, তা শনাক্ত করতে আমাদের প্রযুক্তির সত্যিই প্রয়োজন।’

তিনি সতর্ক করে বলেন, তদন্ত এখনো চলছে এবং নিরাপত্তাজনিত কারণে এ বিষয়ে আর বিস্তারিত জানানো সম্ভব নয়। তিনি বলেন, ‘যাই হোক, বিষয়টি তদন্তাধীন, তাই এ নিয়ে আমার পক্ষে বিস্তারিত কিছু বলা কঠিন।’

প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে রাষ্ট্রের স্বীকৃতি দিল ইসরায়েল

নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড, জটিল সমীকরণে মালয়েশিয়ার সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

৫৪ কোটি ডলার পাচার: ক্ষমতার অপব্যবহারে দোষী সাব্যস্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

এক বছরে ইউক্রেনের ৫ হাজার বর্গকিলোমিটার এলাকা দখলের দাবি রাশিয়ার

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই রেকর্ড প্রতিরক্ষা বাজেট অনুমোদন করল জাপান

আট ঘণ্টায়ও মেলেনি চিকিৎসা, কানাডার হাসপাতালে ভারতীয়র মৃত্যু

প্রথমবারের মতো বিচ্ছিন্ন কান পায়ে প্রতিস্থাপন, ফের যথাস্থানে স্থাপন