হোম > বিশ্ব > ইউরোপ

৪ লাখ রুশ হতাহতের দাবি ইউক্রেনের, ৬৬৪০ বর্গকিমি দখলের দাবি রাশিয়ার

আজকের পত্রিকা ডেস্ক­

রাশিয়ার হামলায় বিধ্বস্ত ইউক্রেনীয় ভবন। ছবি: এএফপি

২০২৫ সালের হিসাব-নিকাশ নিয়ে মুখোমুখি রাশিয়া ও ইউক্রেন। বিপুল ক্ষয়ক্ষতি আড়ালে রাখতে রাশিয়া ‘তথ্যযুদ্ধমূলক প্রচারণা’ চালাচ্ছে বলে দাবি করছে ইউক্রেন। তারা বলছে, সামান্য ভূখণ্ডের বিপরীতে বিপুলসংখ্যক সেনা হারিয়েছে রাশিয়া। শান্তি আলোচনা এড়িয়ে যুদ্ধ চালিয়ে যাওয়ার একটি কৌশল হিসেবে এই কাজ করছে বলে মনে করছে তারা।

আল জাজিরার প্রতিবেদন থেকে জানা যায়, রাশিয়ার সামরিক বাহিনী ২০২৫ সালে বড় ধরনের সাফল্যের দাবি করলেও পরিসংখ্যান বলছে ভিন্ন কথা।

রুশ সেনাপ্রধান ভ্যালেরি গেরাসিমভ দাবি করেন, ২০২৫ সালে রুশ বাহিনী ইউক্রেনের ৬ হাজার ৬৪০ বর্গকিলোমিটার ভূখণ্ড দখল করেছে এবং ৩৩৪টি ইউক্রেনীয় বসতি দখলে নিয়েছে। তবে ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার (আইএসডব্লিউ) জানায়, তারা ৪ হাজার ৯৫২ বর্গকিলোমিটার এলাকা এবং ২৪৫টি বসতিতে রুশ উপস্থিতির প্রমাণ পেয়েছে।

অন্যদিকে ইউক্রেনের সেনাপ্রধান ওলেক্সান্ডার সিরস্কির দাবি, ইউক্রেনের মোট ৬ লাখ ৩ হাজার ৫৫০ বর্গকিলোমিটার ভূখণ্ডের মাত্র শূন্য দশমিক ৮ শতাংশ রাশিয়ার দখলে গেছে; কিন্তু এর বিনিময়ে প্রায় ৪ লাখ ২০ হাজার রুশ সেনা নিহত ও আহত হয়েছে।

ইউক্রেনের জেনারেল স্টাফের হিসাব অনুযায়ী, যুদ্ধ শুরু থেকে রাশিয়ার মোট হতাহতের সংখ্যা ১২ লাখের বেশি। এ ছাড়া প্রায় ১১ হাজার ৫০০টি ট্যাংক, ২৪ হাজার সাঁজোয়া যুদ্ধযান, ৩৭ হাজারের বেশি আর্টিলারি সিস্টেম, ৭৮১টি বিমান এবং ৪ হাজারের বেশি মিসাইল ধ্বংস হয়েছে।

এদিকে গত ২৯ ডিসেম্বর রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ইউক্রেনের বিরুদ্ধে অভিযোগ আনেন যে তারা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবনে হামলা চালিয়ে তাঁকে হত্যার চেষ্টা চালিয়েছে।

এক বিবৃতিতে ল্যাভরভ বলেন, কিয়েভ ৯১টি দূরপাল্লার ড্রোন ব্যবহার করে নভগোরড অঞ্চলে রুশ প্রেসিডেন্টের রাষ্ট্রীয় বাসভবনে সন্ত্রাসী হামলা চালিয়েছে। পুতিনের বাড়ি মস্কো থেকে ৮৭ মাইল উত্তর-পূর্বে লেক ভালদাইয়ে অবস্থিত। তবে হামলার সময় পুতিন সেখানে ছিলেন কি না, সে বিষয়ে তিনি কিছু জানাননি।

রাশিয়ার বিমান প্রতিরক্ষাব্যবস্থা সব কটি ড্রোন ধ্বংস করেছে বলে দাবি করেন ল্যাভরভ।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিকা দ্রুত এই দাবি প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, ‘রাশিয়া তাদের দাবির সপক্ষে কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ দিতে পারেনি; দেবেও না। কারণ, এমন কোনো হামলার ঘটনা ঘটেনি।’

রাশিয়া বরফের ওপর পড়ে থাকা ড্রোনের ধ্বংসাবশেষের কিছু ছবি প্রকাশ করলেও সেগুলো কখন বা কোথায় ভূপাতিত করা হয়েছে, তার কোনো প্রমাণ মেলেনি। রাশিয়ার বিরোধী সংবাদমাধ্যম সোতার প্রতিবেদনে বলা হয়, ভালদাইয়ের স্থানীয় বাসিন্দারা ওই রাতে কোনো বিমান প্রতিরক্ষাব্যবস্থার শব্দ শোনেননি। তারা আরও বলে, অত্যন্ত সুরক্ষিত আকাশসীমা পার হয়ে ৯১টি ড্রোনের পক্ষে পুতিনের বাসভবনে পৌঁছানো প্রায় অসম্ভব।

মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো এবং ন্যাটোতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ম্যাথিউ হুইটেকারও এই হামলার বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার এই দাবি বিশ্বাস করেছেন বলে ধারণা করা হচ্ছে। তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি এটা পছন্দ করছি না। পুতিনের বাড়িতে হামলা করার এটি সঠিক সময় নয়। আমি আজ প্রেসিডেন্ট পুতিনের কাছ থেকেই এটি জেনেছি এবং আমি এতে খুব ক্ষুব্ধ।’

ভারতে ছাত্রনেতা উমর খালিদ ও শারজিল ইমামের জামিন আবারও নামঞ্জুর

যুক্তরাষ্ট্রকে ‘সহযোগিতার’ ঘোষণা ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্টের

ভারতে দক্ষিণ কোরিয়ার নাগরিক খুন, লিভ-ইন সঙ্গী মণিপুরি তরুণী গ্রেপ্তার

ইয়েমেনের দুই প্রদেশ থেকে আমিরাত সমর্থিতদের তাড়িয়ে দিল সৌদি সমর্থিত বাহিনী

ইরানে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ–সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ১৭

‘ভেনেজুয়েলা চালাবে যুক্তরাষ্ট্র’— ট্রাম্পের মন্তব্যের পরদিনই রুবিওর ইউটার্ন

বিশ্বজুড়ে ভাইরাল ইংল্যান্ডের এক মসজিদ, কারণটা চমৎকার

উত্তর প্রদেশে পিঠে ফোন ঠেকিয়ে ‘বাংলাদেশি’ শনাক্ত করছে পুলিশ, ওয়াইসির ব্যঙ্গ

ভেনেজুয়েলার বর্তমান প্রশাসন যুক্তরাষ্ট্রকে সহায়তা না করলে ফের হামলা: ট্রাম্প

‘ভালো মানুষ’ মোদি ট্রাম্পকে ‘খুশি’ করতে চাওয়ার পরও নতুন শুল্কের হুমকি