হোম > বিশ্ব

কানাডায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫

কানাডার মানিটোবা প্রদেশে একটি ট্রাক ও বাসের সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন দশ জনের বেশি। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার প্রদেশটির কারবেরি শহরের পাশে ট্রান্স-কানাডা হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এ ঘটনায় শোক জানিয়েছেন। 

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, এক সরকারি কর্মকর্তা সাংবাদিকদের কাছে বলেছেন, বাসটিতে অন্তত ২৫ যাত্রী ছিলেন। তাঁদের বেশির ভাগই প্রবীণ নাগরিক। ১৫ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে। শরীরের বিভিন্ন স্থানে আঘাত পাওয়া বাকি ১০ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। 

এক টুইট বার্তায় কানাডিয়ান পুলিশ বলেছে, খবর পাওয়ার পরপরই কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন। ঘটনাস্থলের পাশের একটি রেস্তোরাঁয় কাজ করা নিরমেশ ভদ্রা টেলিফোনে এএফপিকে বলেন, দুর্ঘটনার পর গাড়িতে আগুন ধরে যায়। জরুরি সেবা দিতে ঘটনাস্থলে বেশ কিছু গাড়ি ও দুটি হেলিকপ্টার আসে। দুর্ঘটনার পর হাইওয়েতে যান চলাচল বন্ধ হয়ে যায়। 
এর আগে ২০১৮ সালে দেশটির সাসকাচুয়ান প্রদেশে এক সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়েছিলেন।

জাতীয় ইন্টারনেট, নিজস্ব সোশ্যাল মিডিয়া আনছে ইরান

গ্রিনল্যান্ড না দেওয়ায় ইউরোপের ৮ দেশের ওপর শুল্ক বসালেন ট্রাম্প

মাদুরোকে অপহরণে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাঁর স্বরাষ্ট্রমন্ত্রীর যোগসাজশের ইঙ্গিত দিল রয়টার্স

ইরানে বিক্ষোভে কয়েক হাজার মানুষের প্রাণহানি, জানালেন খামেনি নিজেই

ইরানে বিক্ষোভে কয়েক হাজার প্রাণহানির পেছনে ট্রাম্প দায়ী: খামেনি

ইন্দোনেশিয়ায় ১১ আরোহীসহ ফ্লাইট নিখোঁজ

পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ২৪, আহত অর্ধশতাধিক

তৃণমূলকে উচ্ছেদের সময় হয়ে গেছে: মালদহে মোদি

গ্রিনল্যান্ড ডেনমার্কেরই থাকবে, যুক্তরাষ্ট্রের দ্বিদলীয় প্রতিনিধি দলের আশ্বাস

কুর্দিদের নাগরিকত্ব ও ভাষার স্বীকৃতি দিল সিরিয়া