হোম > বিশ্ব

কানাডায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫

কানাডার মানিটোবা প্রদেশে একটি ট্রাক ও বাসের সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন দশ জনের বেশি। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার প্রদেশটির কারবেরি শহরের পাশে ট্রান্স-কানাডা হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এ ঘটনায় শোক জানিয়েছেন। 

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, এক সরকারি কর্মকর্তা সাংবাদিকদের কাছে বলেছেন, বাসটিতে অন্তত ২৫ যাত্রী ছিলেন। তাঁদের বেশির ভাগই প্রবীণ নাগরিক। ১৫ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে। শরীরের বিভিন্ন স্থানে আঘাত পাওয়া বাকি ১০ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। 

এক টুইট বার্তায় কানাডিয়ান পুলিশ বলেছে, খবর পাওয়ার পরপরই কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন। ঘটনাস্থলের পাশের একটি রেস্তোরাঁয় কাজ করা নিরমেশ ভদ্রা টেলিফোনে এএফপিকে বলেন, দুর্ঘটনার পর গাড়িতে আগুন ধরে যায়। জরুরি সেবা দিতে ঘটনাস্থলে বেশ কিছু গাড়ি ও দুটি হেলিকপ্টার আসে। দুর্ঘটনার পর হাইওয়েতে যান চলাচল বন্ধ হয়ে যায়। 
এর আগে ২০১৮ সালে দেশটির সাসকাচুয়ান প্রদেশে এক সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়েছিলেন।

প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে রাষ্ট্রের স্বীকৃতি দিল ইসরায়েল

নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড, জটিল সমীকরণে মালয়েশিয়ার সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

৫৪ কোটি ডলার পাচার: ক্ষমতার অপব্যবহারে দোষী সাব্যস্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

এক বছরে ইউক্রেনের ৫ হাজার বর্গকিলোমিটার এলাকা দখলের দাবি রাশিয়ার

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই রেকর্ড প্রতিরক্ষা বাজেট অনুমোদন করল জাপান

আট ঘণ্টায়ও মেলেনি চিকিৎসা, কানাডার হাসপাতালে ভারতীয়র মৃত্যু

প্রথমবারের মতো বিচ্ছিন্ন কান পায়ে প্রতিস্থাপন, ফের যথাস্থানে স্থাপন