হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি থেকে বেরিয়ে যেতে ইরানের উদ্যোগ

আজকের পত্রিকা ডেস্ক­

তেহরানের একটি মোড়ে ক্ষেপণাস্ত্র প্রদর্শন করছে ইরান। ছবি: এএফপি

ইরানে গত শুক্রবার ইসরায়েলি হামলার জেরে দুই দেশ পূর্ণাঙ্গ যুদ্ধে জড়িয়ে পড়েছে। এই যুদ্ধ শুরুর পেছনে ইসরায়েলের অভিযোগ, তাদের অস্তিত্বের জন্য হুমকি হলো পারমাণবিক শক্তিধর ইরান। আর তাই তারা ইরান যাতে পরমাণু অস্ত্র অর্জন করতে না পারে তা নিশ্চিত করতেই আগেভাগেই এই হামলা চালিয়েছে। যদিও আজ সোমবার ইরানের প্রেসিডেন্ট স্পষ্ট করে বলেছেন, তাঁর দেশের পরমাণু অস্ত্র অর্জনের কোনো ইচ্ছা নেই।

ইরান শুরু থেকেই বলে আসছে যে, তারা পরমাণু অস্ত্রের মালিক হতে চায় না। কিন্তু শান্তিপূর্ণভাবে পরমাণু শক্তি ব্যবহারের অধিকার তাদের রয়েছে। তারপরও যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব ইরানকে নিয়ে সন্দিহান ছিল। কিন্তু তা কখনোই এমন সামরিক সমাধানের দিকে যায়নি। এবারে ইসরায়েল আন্তর্জাতিক নিয়মনীতির থোড়াই কেয়ার করে ইরানে হামলা চালিয়েছে।

ইরান ইসরায়েলি এই হামলা বিপরীতে নিজেদের প্রতিশোধমূলক ব্যবস্থা হিসেবে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) থেকে বেরিয়ে আসতে উদ্যোগ নিয়েছে। বিষয়টি নিয়ে ইরানের পার্লামেন্টে আলোচনাও হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, ইরানের পার্লামেন্ট পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) থেকে বেরিয়ে আসতে একটি বিল নিয়ে কাজ করছে। তবে তিনি যোগ করেন, তেহরান এখনো গণবিধ্বংসী অস্ত্র তৈরির বিরোধিতা করে।

১৯৬৮ সালে স্বাক্ষরিত এবং ১৯৭০ সালে কার্যকর হওয়া ১৯০ সদস্যের এনপিটি চুক্তিতে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ব্রিটেন ও ফ্রান্স ছাড়া অন্য দেশগুলোর পরমাণু অস্ত্র অর্জন নিষিদ্ধ করা হয়েছে। এর বিনিময়ে তাদের জাতিসংঘের তত্ত্বাবধানে শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি পরিচালনার অনুমতি দেওয়া হয়‍।

২০১৮ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসার পর এবং ইরানের অর্থনীতিতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে এমন কঠোর নিষেধাজ্ঞা পুনরায় আরোপ করার পর ইরান ধীরে ধীরে চুক্তিটির অধীনে তাদের বাধ্যবাধকতা থেকে সরে এসেছে।

পরিহাসের বিষয় হলো, যে ইসরায়েল ইরানের পরমাণু অস্ত্রের বিরোধিতা করছে তারা নিজেরই পারমাণবিক অস্ত্রের অধিকারী। যদিও দেশটি আনুষ্ঠানিকভাবে বিষয়টি কখনো স্বীকার করেনি। তবে পরমাণু ও সমরাস্ত্র নিয়ে কাজ করা সুইডিশ থিংক ট্যাংক দ্য স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট জানিয়েছে, ইসরায়েলের কাছে অন্তত ৯০টি পারমাণবিক অস্ত্র আছে।

প্রসঙ্গত, ইসরায়েলও এনপিটি চুক্তিতে স্বাক্ষর করেনি। এমনকি দেশটি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) নির্দেশিত পরমাণু নিরাপত্তা রক্ষাকবচ নির্দেশাবলিও অনুসরণ করে না। কিন্তু এই ইসরায়েলই আবার ইরানকে এনপিটি মানতে বাধ্য করার জন্য সামরিক শক্তির আশ্রয় নিয়েছে। অথচ, আইএইএ—এর প্রধানের নেতৃত্বে প্রতিনিধি দল এখনো ইরানের পারমাণবিক বোমা বানানোর কোনো প্রমাণ পায়নি।

তথ্যসূত্র: আল-জাজিরা

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে ‘পূর্ণাঙ্গ যুদ্ধে’ আছে ইরান: পেজেশকিয়ান

যে কৌশলে রুশ ধনকুবেরদের কণ্ঠরোধ করেছেন পুতিন

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

সহিংসতা ও প্রত্যাখ্যানের মধ্যে মিয়ানমারে চলছে ‘প্রহসনের’ নির্বাচন

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

জাপানে তুষারপাতে পিচ্ছিল রাস্তায় ৫০টি গাড়ির সংঘর্ষ, নিহত ২

গাজা স্থিতিশীলতা বাহিনীতে যোগ দিতে প্রস্তুত পাকিস্তান, তবে আপত্তি হামাসকে নিরস্ত্র করার শর্তে

ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের আগে ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

গুয়াতেমালায় বাস খাদে পড়ে নিহত অন্তত ১৫, আহত ১৯

সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতি—‘রাষ্ট্রীয় আগ্রাসন’ আখ্যা দিয়ে প্রত্যাহারের দাবি সোমালিয়ার