হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

‘ইসরায়েল জানে, ইরানের নেতারা কোথায় আছেন’

আজকের পত্রিকা ডেস্ক­

হামলার পর তেহরানে বিধ্বস্ত একটি স্থান পরিষ্কার করছেন ফায়ার সার্ভিসের র্মীরা। ছবি: আল-জাজিরা

কয়েক দিন ধরে ইসরায়েল ইরানে হামলা করতে পারে—এমন আশঙ্কা করা হচ্ছিল। শেষ পর্যন্ত তা-ই ঘটল। আজ শুক্রবার ভোরে ইসরায়েলের হামলায় ইরানের ছয়জন পরমাণুবিজ্ঞানী তো বটেই, সেনাপ্রধানসহ দেশটির শীর্ষ তিন সামরিক কর্তাও নিহত হয়েছেন। হামলা করা হয়েছে ইরানের একাধিক পারমাণবিক স্থাপনায়ও। ইসরায়েলের এমন সংগঠিত হামলা ও নির্ভুল নিশানাকে দেশটির গোয়েন্দা সক্ষমতার প্রদর্শন বলে মনে করছেন বিশ্লেষকেরা।

দোহার গ্র্যাজুয়েট স্টাডিজ ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক মুহানাদ সেলুম মনে করেন, ইসরায়েলের সাম্প্রতিক হামলাটি শুধু সামরিক শক্তির নয়, বরং দেশটির গোয়েন্দা সংস্থার সক্ষমতার একটি স্পষ্ট প্রদর্শন।

দোহার আল জাজিরা স্টুডিও থেকে সেলুম বলেন, ইসরায়েল ইতিমধ্যে তেহরানকে পরিষ্কার বার্তা পাঠিয়ে দিয়েছে, তারা জানে ইরানের নেতারা কোথায় আছেন, তাঁরা কারা। ইসরায়েলের কাছে সঠিক গোয়েন্দা তথ্য রয়েছে এবং তাদের হাতে রয়েছে ইরানের ভেতরে পৌঁছানোর প্রযুক্তিগত সামর্থ্য।

সেলুম জানান, ২০০৬ সালের পর থেকে ইসরায়েল ইরানের ভেতরে মানব গোয়েন্দা উৎস তৈরি ও প্রযুক্তিগত গোয়েন্দা নজরদারি বাড়িয়ে দিয়েছে। তবে এই সফলতা তারা এককভাবে অর্জন করেনি; ইউরোপ ও যুক্তরাষ্ট্রের স্যাটেলাইট সহায়তা ছাড়া এটি সম্ভব হতো না।

সেলুম বলেন, ‘এখানে ব্যবহৃত অস্ত্রের ধরন গুরুত্বপূর্ণ নয়—প্রধান বিষয় হলো, ইসরায়েল ইরানের ভেতরে যেভাবে গোয়েন্দা সফলতা অর্জন করেছে, সেটাই সত্যিকার তাৎপর্যের জায়গা।’

ভারতে ঘন কুয়াশায় ১০টি বাস–গাড়ির সংঘর্ষ, নিহত অন্তত ৪

বন্ডাই বিচের ঘটনায় বদলে যেতে পারে অস্ট্রেলিয়ার অস্ত্র-আইন

যাবজ্জীবন কারাদণ্ডের মুখে ধনকুবের থেকে গণতন্ত্রপন্থী আন্দোলনের মুখ জিমি লাই

পেহেলগাম হামলায় এনআইএর চার্জশিট, ৫ ব্যক্তির সঙ্গে এলটিই-টিআরএফও অভিযুক্ত

হিমালয়ে হারিয়ে যাওয়া পারমাণবিক যন্ত্র ৬০ বছর পরও গঙ্গার জন্য ঝুঁকি

ফুল, প্রশংসা আর ডলারে ভাসছেন বন্ডাই বিচের ‘নায়ক’ আল-আহমেদ

খালি হাতে বন্দুকধারীকে ঠেকিয়ে নায়ক বনে যাওয়া কে এই আল-আহমেদ

প্রায় মার্কিন নাগরিক হয়েছিলেন তাঁরা, বাগড়া দিলেন ট্রাম্প

তাইওয়ানে যুদ্ধে জড়ালে চীনের কাছে হারতে পারে যুক্তরাষ্ট্র— পেন্টাগনের গোপন নথি ফাঁস

আরও ৩০০ কোটি রুপির ইসরায়েলি ‘হেরন মার্ক টু’ ড্রোন কিনছে ভারত