হোম > বিশ্ব

ইকুয়েডরের প্রেসিডেন্ট নির্বাচনে নিহত প্রার্থীর স্থলাভিষিক্ত আন্দ্রেয়া গঞ্জালেজ

ইকুয়েডরে প্রেসিডেন্ট নির্বাচনে হত্যাকাণ্ডের শিকার প্রেসিডেন্ট পদপ্রার্থী ফের্নান্দো ভিয়াভিসেনসিওর স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন তাঁরই দলের সদস্য আন্দ্রেয়া গঞ্জালেজ। তিনি ভিয়াভিসেনসিওর দল বিল্ড পার্টি থেকে এবারের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভাইস প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

গত সপ্তাহের রোববার প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র সপ্তাহখানেক আগে এক নির্বাচনী প্রচারাভিযানে ৫৯ বছর বয়সী ফের্নান্দো ভিয়াভিসেনসিওকে গুলি করে হত্যা করা হয়। তাঁর হত্যাকাণ্ডের পর থেকেই কে তাঁর স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন তাই নিয়ে জল্পনা চলছিল। সেই সব কল্পনা-জল্পনার অবসান ঘটিয়ে দলের ভাইস প্রেসিডেন্ট প্রার্থী আন্দ্রেয়াকেই প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হলো। 

আগামী ২০ আগস্ট ইকুয়েডরের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। তার মাত্র সাত দিন আগে আজ রোববার বিল্ড পার্টি সামাজিক যোগাযোগমাধ্যমে আন্দ্রেয়ার প্রার্থিতার বিষয়টি ঘোষণা করে।

আন্দ্রেয়া গঞ্জালেজ রাজনীতিতে তুলনামূলকভাবে নতুন মুখ। তিনি পরিবেশবাদী আন্দোলনের সঙ্গে জড়িত থাকলেও অতীতে কোনো রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেননি। আগামী নির্বাচনের জন্য ভিয়াভিসেনসিও তাঁর রানিং মেট বা ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে আন্দ্রেয়াকে বেছে নিয়েছিলেন।

এদিকে, নির্বাচনের জন্য ব্যালট পেপার ছাপানো হয়ে যাওয়ার ফলে আগামী নির্বাচনে যাঁরা ভিয়াভিসেনসিওকে ভোট দেবেন, তাঁদের ভোট আন্দ্রেয়ার বলে গণ্য হবে।

ইকুয়েডরের সাবেক এই আইনপ্রণেতা এবং সাংবাদিক আসন্ন নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বীদের মধ্যে না থাকলে দেশটির মাদক চোরাচালান এবং মাদক ব্যবসায় নিয়ে সরব ছিলেন। তিনি একাধিকবার মাদক চোরাচালানের বিরুদ্ধে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছেন। 

অন্যদিকে, ভিয়াভিসেনসিও হত্যাকাণ্ডের ঘটনায় ইকুয়েডরের পুলিশ ছয়জন কলম্বিয়ার নাগরিককে গ্রেপ্তার করেছে। তাঁরা সবাই একই অপরাধী গোষ্ঠীর সঙ্গে জড়িত।

মাদুরোকে অপহরণে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাঁর স্বরাষ্ট্রমন্ত্রীর যোগসাজশের ইঙ্গিত দিল রয়টার্স

ইরানে বিক্ষোভে কয়েক হাজার মানুষের প্রাণহানি, জানালেন খামেনি নিজেই

ইরানে বিক্ষোভে কয়েক হাজার প্রাণহানির পেছনে ট্রাম্প দায়ী: খামেনি

ইন্দোনেশিয়ায় ১১ আরোহীসহ ফ্লাইট নিখোঁজ

পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ২৪, আহত অর্ধশতাধিক

তৃণমূলকে উচ্ছেদের সময় হয়ে গেছে: মালদহে মোদি

গ্রিনল্যান্ড ডেনমার্কেরই থাকবে, যুক্তরাষ্ট্রের দ্বিদলীয় প্রতিনিধি দলের আশ্বাস

কুর্দিদের নাগরিকত্ব ও ভাষার স্বীকৃতি দিল সিরিয়া

‘সুন্দরী নারী পুরুষকে বিচ্যুত করতে পারে’, ভারতীয় রাজনীতিকের বক্তব্যে তোলপাড়

ইরানের চাবাহার বন্দর নিয়ে চাপে ভারত, ট্রাম্পকে মানাতে মরিয়া দিল্লি