হোম > বিশ্ব

হামলার পর নিউজিল্যান্ডের সুপারমার্কেটগুলো থেকে সরানো হলো ছুরি 

নিউজিল্যান্ডের অকল্যান্ডে গতকাল শুক্রবার কাউন্টডাউন গ্রুপের একটি সুপারমার্কেটে ছুরি হামলা চালানো হয়। ওই হামলার পর গ্রুপটি তাদের সব সুপারমার্কেট থেকে ছুরি এবং কাঁচি সরিয়ে ফেলেছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, শুধু কাউন্টডাউন নয় নিউজিল্যান্ডের সব সুপারমার্কেট থেকেই সরিয়ে ফেলা হয়েছে ছুরি-কাঁচি। 

গতকালে নিউজিল্যান্ডের অকল্যান্ডের নিউ লিন শহরতলির একটি সুপারমার্কেটে ছুরি হামলা চালানো হয়। ওই হামলায় ছয়জন আহত হয় এবং হামলাকারী পুলিশের গুলিতে নিহত হন। নিউজিল্যান্ড সরকারের পক্ষ থেকে বলা হয়, জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) আদর্শে অনুপ্রাণিত হয়ে হামলা চালায় হামলাকারী 

কাউন্টডাউনের নিরাপত্তা বিভাগের জেনারেল ম্যানেজার কিরি হ্যানিফিন বলেন, গত রাতে, আমরা সিদ্ধান্ত নেই যে আমাদের তাকগুলো থেকে সব ছুরি এবং কাঁচি সরিয়ে ফেলব। তবে বিক্রি অব্যাহত রাখবো কি-না তা নিয়ে ভাবা হচ্ছে। 

নিউজিল্যান্ড পুলিশ জানিয়েছে, হামলা শুরু কয়েক মিনিট পরই হামলাকারীকে গুলি করা হয়। হামলায় আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। 

করোনার সংক্রমণ ঠেকাতে অকল্যান্ডে লকডাউন চলছে। গত মেতেও নিউজিল্যান্ডের ডুনেডিনে একটি সুপারমার্কেট হামলা চালানো হয়েছিল। ওই হামলার চারজন আহত হন। 

২০১৯ সালের মার্চে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলা চালায় একজন শ্বেতাঙ্গ আধিপত্যবাদী বন্দুকধারী। ওই হামলায় ৫১ মুসল্লি নিহত হন এবং আহত হন ৪০ জন। 

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

‘মান বাঁচাতে’ ইউক্রেনকে ১০৫ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে ইইউ

রাশিয়াকে এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ফেরত নিতে বলছে তুরস্ক, কিন্তু কেন

সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র–আরব আমিরাত ও ইসরায়েলের

ভিক্ষাবৃত্তির অভিযোগে বিভিন্ন দেশ থেকে ৩২ হাজারের বেশি পাকিস্তানি বহিষ্কার

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

চেলসি ক্লাব বিক্রির অর্থ ইউক্রেনকে দিতে হবে—রুশ ধনকুবেরকে ব্রিটিশ আলটিমেটাম