হোম > বিশ্ব

হামলার পর নিউজিল্যান্ডের সুপারমার্কেটগুলো থেকে সরানো হলো ছুরি 

নিউজিল্যান্ডের অকল্যান্ডে গতকাল শুক্রবার কাউন্টডাউন গ্রুপের একটি সুপারমার্কেটে ছুরি হামলা চালানো হয়। ওই হামলার পর গ্রুপটি তাদের সব সুপারমার্কেট থেকে ছুরি এবং কাঁচি সরিয়ে ফেলেছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, শুধু কাউন্টডাউন নয় নিউজিল্যান্ডের সব সুপারমার্কেট থেকেই সরিয়ে ফেলা হয়েছে ছুরি-কাঁচি। 

গতকালে নিউজিল্যান্ডের অকল্যান্ডের নিউ লিন শহরতলির একটি সুপারমার্কেটে ছুরি হামলা চালানো হয়। ওই হামলায় ছয়জন আহত হয় এবং হামলাকারী পুলিশের গুলিতে নিহত হন। নিউজিল্যান্ড সরকারের পক্ষ থেকে বলা হয়, জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) আদর্শে অনুপ্রাণিত হয়ে হামলা চালায় হামলাকারী 

কাউন্টডাউনের নিরাপত্তা বিভাগের জেনারেল ম্যানেজার কিরি হ্যানিফিন বলেন, গত রাতে, আমরা সিদ্ধান্ত নেই যে আমাদের তাকগুলো থেকে সব ছুরি এবং কাঁচি সরিয়ে ফেলব। তবে বিক্রি অব্যাহত রাখবো কি-না তা নিয়ে ভাবা হচ্ছে। 

নিউজিল্যান্ড পুলিশ জানিয়েছে, হামলা শুরু কয়েক মিনিট পরই হামলাকারীকে গুলি করা হয়। হামলায় আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। 

করোনার সংক্রমণ ঠেকাতে অকল্যান্ডে লকডাউন চলছে। গত মেতেও নিউজিল্যান্ডের ডুনেডিনে একটি সুপারমার্কেট হামলা চালানো হয়েছিল। ওই হামলার চারজন আহত হন। 

২০১৯ সালের মার্চে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলা চালায় একজন শ্বেতাঙ্গ আধিপত্যবাদী বন্দুকধারী। ওই হামলায় ৫১ মুসল্লি নিহত হন এবং আহত হন ৪০ জন। 

ট্রাম্পকে তরুণদের ‘রোল মডেল’ বললেন এক সময়ের ঘোর বিরোধী নিকি মিনাজ

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার

মস্কোতে গাড়িবোমা হামলায় রুশ জেনারেল সারভারভ নিহত

‘হিন্দু রাষ্ট্র’ সংবিধানে থাকতে হবে না, এটি সূর্যোদয়ের মতোই সত্য: আরএসএস প্রধান

নাইজেরিয়ায় ক্যাথলিক স্কুলের অপহৃত আরও ১৩০ শিক্ষার্থী মুক্ত

ভেনেজুয়েলা উপকূলের কাছে আরেকটি তেলবাহী ট্যাংকারকে যুক্তরাষ্ট্রের ধাওয়া

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার

ভেনেজুয়েলার আরও একটি তেলের ট্যাংকার ধাওয়া করছে মার্কিন বাহিনী

ভেনেজুয়েলায় মার্কিন হস্তক্ষেপ নিয়ে সতর্ক করলেন লুলা