হোম > বিশ্ব

এখন করোনা টিকার বুস্টার ডোজের দরকার নেই: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

করোনা ভাইরাসের বর্তমান পরিস্থিতিতে টিকার বুস্টার ডোজ দেওয়ার দরকার নেই বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আজ বুধবার জেনেভায় একটি সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন এমনটি বলেন। 

সম্প্রতি মার্কিন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ডেলটার সংক্রমণে লাগাম টানতে আগামী ২০ সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্রে ব্যাপকভাবে বুস্টার ডোজ দেওয়া হবে। মার্কিন সরকারের ওই ঘোষণার পরেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এমনটি বলা হলো। 

সংবাদ সম্মেলনে সৌম্য স্বামীনাথন বলেন, তথ্যসূত্রের ভিত্তিতে আমরা বিশ্বাস করি বুস্টারের দরকার নেই। এ নিয়ে আরও গবেষণার প্রয়োজন বলেও জানান তিনি। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রুস আইলওয়ার্ড বলেন, বিশ্বে পর্যাপ্ত ভ্যাকসিন নেই। বুস্টার দেওয়ার আগে বিশ্বের যে সব মানুষ সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে তাঁদের টিকা পাওয়া উচিত।

এর আগে চলতি মাসের শুরুর দিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা টিকার বৈষম্য কমাতে আগামী সেপ্টেম্বর পর্যন্ত বুস্টার ডোজ প্রয়োগ না করার জন্য বিশ্বের উন্নত দেশগুলোর প্রতি আহ্বান জানান।   

তখন সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেন, যারা ইতিমধ্যেই বিশ্বব্যাপী ভ্যাকসিনের বেশির ভাগ সরবরাহ ব্যবহার করেছে তারা আবারও বুস্টার নেবে সেই সিদ্ধান্ত আমরা গ্রহণ করতে পারি না। যেখানে সবচেয়ে দুর্বল মানুষগুলি এখনো অরক্ষিত রয়েছে।  

বন্ডাই বিচে আহত এই ব্যক্তি ইসরায়েলে হামাসের হামলার মুখেও পড়েছিলেন

বন্ডাই বিচে হামলাকারীর অস্ত্র কেড়ে নিয়ে প্রশংসায় ভাসছেন, কে এই পথচারী

শান্তির জন্য ন্যাটোর আশা ছাড়ার ইঙ্গিত দিল ইউক্রেন

ব্রাউন বিশ্ববিদ্যালয়ে বেঁচে ফেরা ২ শিক্ষার্থী বেঁচেছিলেন স্কুল জীবনেও

বন্ডাই বিচে গুলির শব্দকে শুরুতে আতশবাজি ভেবেছিলেন অনেকে

ভারতে বসে বাংলাদেশে সন্ত্রাস— ঢাকার অভিযোগ প্রত্যাখ্যান দিল্লির

বন্ডাই বিচে সন্ত্রাসী হামলায় শনাক্ত কে এই নাভিদ আকরাম

লিংকডইনে গার্লফ্রেন্ড চেয়ে বিজ্ঞাপন দেওয়ার পর যা ঘটল

অস্ট্রেলিয়ায় সমুদ্রসৈকতে ইহুদিদের হানুক্কা উৎসবে গুলি, নিহত অন্তত ১১

এইচ–১বি ভিসা ফি বৃদ্ধি: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ২০ অঙ্গরাজ্যের মামলা