হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ইরানের আকাশ এখন আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে: ট্রাম্প

আজকের পত্রিকা ডেস্ক­

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ‘আমরা এখন ইরানের আকাশের সম্পূর্ণ ও সর্বাত্মক নিয়ন্ত্রণ নিয়েছি।’

স্থানীয় সময় রাত ১০টার দিকে পোস্ট করা এক বার্তায় তিনি লেখেন, ইরানের ভালো ধরনের স্কাই-ট্র্যাকার ও প্রতিরক্ষা সরঞ্জাম ছিল—সংখ্যাতেও কম ছিল না। কিন্তু সেগুলো আমেরিকান প্রযুক্তির তুলনায় কিছুই না। আমেরিকান চিন্তা, প্রযুক্তি আর নির্মাণ—এই তিনে মিলে যা দাঁড়ায়, তা কেউই টেক্কা দিতে পারে না। আমেরিকার চেয়ে ভালো কেউ করে না।

অবশ্য ট্রাম্পের এই বক্তব্য এমন এক সময়ে এল, যখন যুক্তরাষ্ট্র সরকার এখনো আনুষ্ঠানিকভাবে জানিয়ে আসছে যে, ইসরায়েলের ইরানে সাম্প্রতিক বিমান হামলায় যুক্তরাষ্ট্র সরাসরি কোনো ভূমিকা রাখেনি।

উল্লেখযোগ্য যে, দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সামরিক সহায়তা দিয়ে আসছে। তবে শুক্রবার ইসরায়েলি হামলা শুরুর পর থেকে ওয়াশিংটন সতর্ক ভঙ্গিতে জানিয়ে আসছিল যে, তারা সরাসরি জড়িত নয়।

ট্রাম্পের এই মন্তব্য ঘিরে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মধ্যে নতুন করে প্রশ্ন উঠেছে—যুক্তরাষ্ট্র আসলেই কী ভূমিকা পালন করছে মধ্যপ্রাচ্যের এই সংঘাতে?

বন্ডাই বিচের ঘটনায় বদলে যেতে পারে অস্ট্রেলিয়ার অস্ত্র-আইন

যাবজ্জীবন কারাদণ্ডের মুখে ধনকুবের থেকে গণতন্ত্রপন্থী আন্দোলনের মুখ জিমি লাই

পেহেলগাম হামলায় এনআইএর চার্জশিট, ৫ ব্যক্তির সঙ্গে এলটিই-টিআরএফও অভিযুক্ত

হিমালয়ে হারিয়ে যাওয়া পারমাণবিক যন্ত্র ৬০ বছর পরও গঙ্গার জন্য ঝুঁকি

ফুল, প্রশংসা আর ডলারে ভাসছেন বন্ডাই বিচের ‘নায়ক’ আল-আহমেদ

খালি হাতে বন্দুকধারীকে ঠেকিয়ে নায়ক বনে যাওয়া কে এই আল-আহমেদ

প্রায় মার্কিন নাগরিক হয়েছিলেন তাঁরা, বাগড়া দিলেন ট্রাম্প

তাইওয়ানে যুদ্ধে জড়ালে চীনের কাছে হারতে পারে যুক্তরাষ্ট্র— পেন্টাগনের গোপন নথি ফাঁস

আরও ৩০০ কোটি রুপির ইসরায়েলি ‘হেরন মার্ক টু’ ড্রোন কিনছে ভারত

অং সান সু চি হয়তো মারা গেছে, আশঙ্কা ছেলের