হোম > বিশ্ব

কলম্বিয়ার বিদ্রোহীদের হামলায় অন্তত ৯ সেনা নিহত

কলম্বিয়ার নর্তে দে সান্তান্দার প্রদেশে একটি সেনা ঘাঁটিতে বিদ্রোহীদের হামলায় অন্তত ৯ জন সেনা সদস্য নিহত হয়েছেন। আজ বুধবারের এ হামলায় আরও ৮ সেনা আহত হয়েছেন। ন্যাশনাল লিবারেশন আর্মির (ইএলএন) মর্টার শেল হামলায় সেনারা নিহত হয়েছেন বলে দাবি করেছে কলম্বিয়ার সরকার। ইএলএনের বিদ্রোহীরা এল কারমেনের পৌরসভার ঘাঁটিতে ঘরে তৈরি মর্টার শেল নিক্ষেপ করে।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, কলম্বিয়ায় শান্তি প্রতিষ্ঠার জন্য প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর সঙ্গে ইএলএনের শান্তি আলোচনা চলছে। এর মধ্যই এ হামলা হলো। প্রেসিডেন্ট পেত্রো বলেছেন, হামলাকারীরা এখনো শান্তি থেকে অনেক দূরে।

যে এলাকায় ঘটনাটি ঘটেছে সেটি একটি ইএলএন দুর্গ হিসেবে পরিচিত। হামলায় নিহত ৯ সেনার মধ্য ৭ জন সেনাবাহিনীতে যোগ দিতে বাধ্য হয়েছিলেন। নভেম্বর থেকে দুই পক্ষের মধ্যে শান্তি আলোচনা চলছে। কিন্তু এখন পর্যন্ত যুদ্ধবিরতির বিষয়ে দ্বিপক্ষীয় সম্মতি আসেনি।

তিন বছরের বিরতি শেষে পুনরায় শান্তি আলোচনা শুরু হওয়ার পর সবচেয়ে মারাত্মক এই হামলা। কলম্বিয়ার সব অবৈধ সশস্ত্র গোষ্ঠীর আত্মসমর্পণের পথে এই হামলা প্রেসিডেন্ট পেত্রোর জন্য আরেকটি বড় ধাক্কা।

পেত্রো প্রথম বামপন্থী রাজনীতিবিদ যিনি কলম্বিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তাঁর সরকার গত সপ্তাহে দেশটির প্রধান মাদক পাচারকারী উপসাগরীয় গোষ্ঠীর সঙ্গে যুদ্ধবিরতি বাতিল করেছে।

পেত্রোর পূর্বসূরি ডানপন্থী নেতা ইভান দুকে ২০১৯ সালে ইএলএনের সঙ্গে শান্তি আলোচনা বন্ধ করে দেন। ওই বছর বিদ্রোহী এ সংগঠন কলম্বিয়ার রাজধানী বোগোটায় এক পুলিশ একাডেমির একটি গাড়ি বোমা হামলা চালায়। এতে ২২ জন নিহত হন। 

প্রেসিডেন্ট পেত্রো গত সোমবার বৈঠকের জন্য সরকারি প্রতিনিধি দল এবং শান্তি আলোচনায় অংশ নেওয়া দেশগুলোকে আহ্বান করেছেন। এ বৈঠকে তাঁরা কলম্বিয়ার শান্তি প্রক্রিয়ার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করবেন।

যুক্তরাষ্ট্রকে ‘সহযোগিতার’ ঘোষণা ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্টের

ভারতে দক্ষিণ কোরীয় নাগরিকের মৃত্যু, ছুরিকাঘাতে হত্যার অভিযোগে লিভ-ইন পার্টনার গ্রেপ্তার

ইয়েমেনের দুই প্রদেশ থেকে আমিরাত সমর্থিতদের তাড়িয়ে দিল সৌদি সমর্থিত বাহিনী

ইরানে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ–সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ১৭

‘ভেনেজুয়েলা চালাবে যুক্তরাষ্ট্র’— ট্রাম্পের মন্তব্যের পরদিনই রুবিওর ইউটার্ন

বিশ্বজুড়ে ভাইরাল ইংল্যান্ডের এক মসজিদ, কারণটা চমৎকার

উত্তর প্রদেশে পিঠে ফোন ঠেকিয়ে ‘বাংলাদেশি’ শনাক্ত করছে পুলিশ, ওয়াইসির ব্যঙ্গ

ভেনেজুয়েলার বর্তমান প্রশাসন যুক্তরাষ্ট্রকে সহায়তা না করলে ফের হামলা: ট্রাম্প

‘ভালো মানুষ’ মোদি ট্রাম্পকে ‘খুশি’ করতে চাওয়ার পরও নতুন শুল্কের হুমকি

কারাকাসে মার্কিন হামলার সময় নিহত কিউবার ৩২ যোদ্ধা