কানাডার ক্ষমতাসীন দল লেবার পার্টির সংসদ সদস্য উইল এমোস কোনো কাপড় না পরেই এসে পড়েছিলেন সংসদীয় অধিবেশনের ভিডিও মিটিংয়ে। গত বুধবারের এই ঘটনায় ক্ষমা চেয়েছেন কুইবেকের সংসদ সদস্য এমোস।
মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়, কানাডার লিবারেল পার্টির সংসদ সদস্য কাপড় ছাড়াই এসে পড়েছিলেন সংসদীয় কমিটির ভিডিও মিটিংয়ে। তখন তার সহকর্মী সংসদ সদস্য ক্লড ডিবেলেফিউইল সেটিকে প্রথমে নজরে নেয়।
এ নিয়ে ক্লড ডিবেলেফিউই বলেন, আমরা একজন সদস্যকে প্রশ্ন করার সময় অনুপযুক্ত পোষাকে দেখি। সে পোষাক পরা ছিল না।
এ নিয়ে কানাডার পার্লামেন্টের স্পিকার অ্যান্থনি রোটা ডিবেলেফিউইকে উদ্দেশ্য করে বলেন, আমি মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি বিষয়টিকে নজরে নেওয়র জন্য। তবে আমি এটি দেখতে পারিনি।
এই ঘটনার পর টুইটার অ্যাকাউন্টে এসে ক্ষমা চান উইল এমোস।
টুইট বার্তা তিনি বলেন, আমি সত্যি আজকে একটি বড় ভুল করেছি এবং অবশ্যই আমি এর জন্য লজ্জিত।
এ নিয়ে এমোস এবং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর কাছে মন্তব্যের জন্য যোগাযোগ করেছে সিএনএন। তবে তাঁদের পক্ষ থেকে এখন কিছু বলা হয়নি।