হোম > বিশ্ব

কাপড় ছাড়াই ভিডিও মিটিংয়ে কানাডার সংসদ সদস্য, চাইলেন ক্ষমা

কানাডার ক্ষমতাসীন দল লেবার পার্টির সংসদ সদস্য উইল এমোস কোনো কাপড় না পরেই এসে পড়েছিলেন সংসদীয় অধিবেশনের ভিডিও মিটিংয়ে। গত বুধবারের এই ঘটনায় ক্ষমা চেয়েছেন কুইবেকের সংসদ সদস্য এমোস।  

মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়, কানাডার লিবারেল পার্টির সংসদ সদস্য কাপড় ছাড়াই এসে পড়েছিলেন সংসদীয় কমিটির ভিডিও মিটিংয়ে। তখন তার সহকর্মী সংসদ সদস্য  ক্লড ডিবেলেফিউইল সেটিকে প্রথমে নজরে নেয়।

এ নিয়ে  ক্লড ডিবেলেফিউই বলেন, আমরা একজন সদস্যকে প্রশ্ন করার সময় অনুপযুক্ত পোষাকে দেখি। সে পোষাক পরা ছিল না।

এ নিয়ে কানাডার পার্লামেন্টের স্পিকার অ্যান্থনি রোটা ডিবেলেফিউইকে উদ্দেশ্য করে বলেন, আমি মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি বিষয়টিকে নজরে নেওয়র জন্য। তবে আমি এটি দেখতে পারিনি।

এই ঘটনার পর টুইটার অ্যাকাউন্টে এসে ক্ষমা চান উইল এমোস।

টুইট বার্তা তিনি বলেন, আমি সত্যি আজকে একটি বড় ভুল করেছি এবং অবশ্যই আমি এর জন্য লজ্জিত।

এ নিয়ে এমোস এবং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর কাছে মন্তব্যের জন্য যোগাযোগ করেছে সিএনএন। তবে তাঁদের পক্ষ থেকে এখন কিছু বলা হয়নি।

 

 

 

জাতীয় ইন্টারনেট, নিজস্ব সোশ্যাল মিডিয়া আনছে ইরান

গ্রিনল্যান্ড না দেওয়ায় ইউরোপের ৮ দেশের ওপর শুল্ক বসালেন ট্রাম্প

মাদুরোকে অপহরণে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাঁর স্বরাষ্ট্রমন্ত্রীর যোগসাজশের ইঙ্গিত দিল রয়টার্স

ইরানে বিক্ষোভে কয়েক হাজার মানুষের প্রাণহানি, জানালেন খামেনি নিজেই

ইরানে বিক্ষোভে কয়েক হাজার প্রাণহানির পেছনে ট্রাম্প দায়ী: খামেনি

ইন্দোনেশিয়ায় ১১ আরোহীসহ ফ্লাইট নিখোঁজ

পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ২৪, আহত অর্ধশতাধিক

তৃণমূলকে উচ্ছেদের সময় হয়ে গেছে: মালদহে মোদি

গ্রিনল্যান্ড ডেনমার্কেরই থাকবে, যুক্তরাষ্ট্রের দ্বিদলীয় প্রতিনিধি দলের আশ্বাস

কুর্দিদের নাগরিকত্ব ও ভাষার স্বীকৃতি দিল সিরিয়া