হোম > বিশ্ব

মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৩ মেরিন সেনা নিহত 

অস্ট্রেলিয়ায় ২৩ মার্কিন মেরিন সেনাসহ একটি বিমান বিধ্বস্ত হয়েছে। সেই দুর্ঘটনায় ৩ মেরিন সেনা নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। 

স্থানীয় সময় আজ রোববার সকালের দিকে বিমনাটি বিধ্বস্ত হয়। বিধ্বস্ত বিমানটি ছিল মার্কিন সশস্ত্র বাহিনীর একটি অস্প্রি ভি-২২ মডেলের পরিবহন বিমান। এটি ডারউইন শহর থেকে ৬০ কিলোমিটার দূরের মেলভিল আইল্যান্ডে গিয়ে বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হওয়ার পর বিমানটি থেকে বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। 

হতাহতের বিষয়টি জানিয়ে ইউএস মেরিন বিভাগ এক বিবৃতিতে বলেছে, ‘সব মিলিয়ে বিমানটিতে ২৩ জন সেনাসদস্য ছিলেন। তাঁদের মধ্যে তিনজনের মৃত্যুর বিষয়ে আমরা নিশ্চিত হতে পেরেছি এবং বাকিদের উন্নত চিকিৎসার জন্য রয়্যাল ডারউইন হাসপাতালে পাঠানো হয়েছে।’ 

অস্ট্রেলীয় সংবাদমাধ্যম অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশন এবিসির প্রতিবেদনে বলা হয়েছে, উদ্ধারকৃতদের সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি। তবে উদ্ধারকৃতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আরও দুজন সুস্থ রয়েছেন। এখন পর্যন্ত প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি। 

অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, পূর্ব তিমুর, ইন্দোনেশিয়া ও ফিলিপাইনের সশস্ত্র বাহিনীর যৌথ মহড়ার সময় এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনার সময় বিমানটিতে কোনো অস্ট্রেলীয় সেনা ছিল না বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনী।

গাজা স্থিতিশীলতা বাহিনীতে যোগ দিতে প্রস্তুত পাকিস্তান, তবে আপত্তি হামাসকে নিরস্ত্র করার শর্তে

ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের আগে ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

গুয়াতেমালায় বাস খাদে পড়ে নিহত অন্তত ১৫, আহত ১৯

সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতি—‘রাষ্ট্রীয় আগ্রাসন’ আখ্যা দিয়ে প্রতাহারের দাবি সোমালিয়ার

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

নাইজেরিয়ায় হামলা: ‘বড়দিনের উপহার’ বলে উদ্‌যাপন ট্রাম্প প্রশাসনের, স্থানীয়রা বলছেন—‘কখনো আইএস দেখিনি’

রক্তক্ষয়ী সংঘর্ষের পর দ্বিতীয়বার যুদ্ধবিরতিতে থাইল্যান্ড-কম্বোডিয়া

চীনা প্রযুক্তির প্রথম যাত্রীবাহী উড়োজাহাজের ককপিটে প্রথম নারী ক্যাপ্টেন

২ সেকেন্ডে ঘণ্টায় ৭০০ কিমি গতি, চোখের পলকে ছুটে বিশ্ব রেকর্ড গড়ল চীনের ট্রেন

সন্ত্রাসী হামলার হুমকি, যুক্তরাষ্ট্রে ভারতীয় শিক্ষার্থী মনোজ সাই গ্রেপ্তার