হোম > বিশ্ব

পথ হারিয়ে ৫ দিন জঙ্গলে, ওয়াইন আর ললিপপ খেয়ে জীবন রক্ষা

অস্ট্রেলিয়ায় নিখোঁজের পাঁচ দিন পর জঙ্গল থেকে উদ্ধার করা হলো এক নারীকে। ৪৮ বছর বয়সী লিলিয়ান নামের ওই নারী বেড়াতে গিয়ে পথ হারিয়ে ফেলেন। এরপর তিনি কীভাবে বেঁচে ছিলেন এবং উদ্ধার হলেন, সে ঘটনা বেশ সাড়া ফেলেছে। 

ঘটনাটি গত ৩০ এপ্রিলের। ভিক্টোরিয়া রাজ্যের হাই কান্ট্রিতে বেড়াতে গিয়েছিলেন লিলিয়ান। যখন লিলিয়ান বুঝতে পারলেন যে তিনি ভুল পথে আছেন, তখন গাড়িটি ঘোরানোর চেষ্টা করেছিলেন, তবে এটি কাদায় আটকে যায়। ওই এলাকায় মোবাইল ফোনের কোনো নেটওয়ার্ক না থাকায় লিলিয়ান কাউকে ফোন করতে পারেননি। স্বাস্থ্য সমস্যার কারণে তিনি হাঁটার সাহসও করেননি। বাধ্য হয়ে শেষ পর্যন্ত প্রত্যন্ত এলাকায় গাড়িতে থাকার সিদ্ধান্ত নেন লিলিয়ান। এভাবে পাঁচ দিন জঙ্গলে কাটান তিনি। বেঁচে ছিলেন সঙ্গে থাকা সামান্য কিছু খাবার আর এক বোতল ওয়াইন খেয়ে। 

স্থানীয় পুলিশ কর্মকর্তা মার্টিন টর্পে বলেন, ‘লিলিয়ানের সঙ্গে একমাত্র তরল হিসেবে ছিল একটি ওয়াইনের বোতল, যা তিনি তাঁর মায়ের জন্য উপহার হিসেবে কিনেছিলেন। আর ছিল সামান্য স্ন্যাক্স ও ললিপপ। কোনো পানি ছিল না সঙ্গে। তবে গাড়িতে থাকার সিদ্ধান্ত তাঁকে খুঁজে পেতে পুলিশকে সহায়তা করেছে।’ 

পরিবারের পক্ষ থেকে তাঁর নিখোঁজ হওয়ার খবর দেওয়ার পরে অনুসন্ধান চালায় ভিক্টোরিয়া পুলিশ। পাঁচ দিন পর পাহাড়ি এলাকায় অনুসন্ধান করে জরুরি পরিষেবার কর্মীরা ওই নারীকে খুঁজে পান। অনুসন্ধান অভিযানে একটি হেলিকপ্টার মোতায়েন করেছিল পুলিশ। 

ভিক্টোরিয়া পুলিশ তাঁকে খুঁজে পাওয়ার মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছে। ভিডিওটি শেয়ার করে লিখেছেন, ‘এই মুহূর্তটি দেখুন, এয়ার উইং এক নারীকে খুঁজে পেয়েছে, যিনি পাঁচ দিন ধরে নিখোঁজ ছিলেন ঘন ঝোপঝাড়ের মধ্যে। গতকাল বিকেলে এয়ার উইং পাহাড়ি ভূখণ্ডে তল্লাশি চালিয়ে মিট্টা মিট্টা জঙ্গল থেকে তাঁকে উদ্ধার করে।’ 

লিলিয়ানকে উদ্ধারের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অনেকে উচ্ছ্বসিত মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ‘বাহ! কাউকে খুঁজে পাওয়ার এবং তাদের প্রিয়জনের কাছে ফিরিয়ে দেওয়ার অনুভূতি বর্ণনা করার মতো না। পুলিশ ও অনুসন্ধান দলকে অভিনন্দন।’ অন্য একজন মন্তব্য করেছেন, ‘আবেগঘন ভিডিও, উদ্ধারে সম্পৃক্ত সবাই কী চমৎকার কাজ করেছেন।’ 

উদ্ধারের পর পানিশূন্যতার সমস্যার জন্য লিলিয়ানকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি পর্যবেক্ষণে ছিলেন বলে জানায় পুলিশ।

সহিংসতা ও প্রত্যাখ্যানের মধ্যে মিয়ানমারে চলছে ‘প্রহসনের’ নির্বাচন

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

জাপানে তুষারপাতে পিচ্ছিল রাস্তায় ৫০টি গাড়ির সংঘর্ষ, নিহত ২

গাজা স্থিতিশীলতা বাহিনীতে যোগ দিতে প্রস্তুত পাকিস্তান, তবে আপত্তি হামাসকে নিরস্ত্র করার শর্তে

ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের আগে ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

গুয়াতেমালায় বাস খাদে পড়ে নিহত অন্তত ১৫, আহত ১৯

সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতি—‘রাষ্ট্রীয় আগ্রাসন’ আখ্যা দিয়ে প্রত্যাহারের দাবি সোমালিয়ার

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

নাইজেরিয়ায় হামলা: ‘বড়দিনের উপহার’ বলে উদ্‌যাপন ট্রাম্প প্রশাসনের, স্থানীয়রা বলছেন—‘কখনো আইএস দেখিনি’

রক্তক্ষয়ী সংঘর্ষের পর দ্বিতীয়বার যুদ্ধবিরতিতে থাইল্যান্ড-কম্বোডিয়া