হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার জন্য জেনেভায় যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আজকের পত্রিকা ডেস্ক­

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এএফপি

চলমান উত্তেজনার মধ্যেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি তাঁর দেশের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার জন্য জেনেভায় যাচ্ছেন। আগামীকাল শুক্রবার (২০ জুন) সেখানে তিনি ইউরোপের প্রধান তিন শক্তি—ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এবং ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিকের সঙ্গে বৈঠক করবেন।

আজ বৃহস্পতিবার (১৯ জুন) রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এক বিবৃতিতে আরাগচিকে উদ্ধৃত করে জানিয়েছে, ‘আমরা শুক্রবার জেনেভায় ইউরোপীয় প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করব।’

প্রসঙ্গত, ইউরোপীয় দেশগুলো ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে। তারা চায় ইরান নিশ্চিত করুক যে, তাদের পারমাণবিক কর্মসূচি শুধু বেসামরিক উদ্দেশ্যেই ব্যবহৃত হবে। এই বৈঠক এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা চরমে। সম্প্রতি ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে এবং ইরানও পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা করেছে।

যদিও এর আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ওমানে নির্ধারিত আলোচনা ইসরায়েলি হামলার কারণে বাতিল হয়ে গিয়েছিল। তবে আগামীকাল ইউরোপীয় ইউনিয়নের মধ্যস্থতায় এই জেনেভা বৈঠককে সংঘাত কমানোর একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখা হচ্ছে। এই বৈঠকে পারমাণবিক ইস্যু ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে নতুন করে আলোচনার ভিত্তি তৈরি হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, ইসরায়েল ইরানের আরাক হেভি ওয়াটার রিঅ্যাক্টরে (ভারী পানির চুল্লি) হামলা চালিয়েছে। আজ ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এ তথ্য জানিয়েছে। ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার আগেই কেন্দ্রটি খালি করে ফেলা হয়। যে কারণে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার কোনো ঝুঁকি নেই।

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার

ভেনেজুয়েলার আরও একটি তেলের ট্যাংকার ধাওয়া করছে মার্কিন বাহিনী

ভেনেজুয়েলায় মার্কিন হস্তক্ষেপ নিয়ে সতর্ক করলেন লুলা

ট্রেনের ভাড়া বাড়ছে ভারতেও

পুরো ইউক্রেন দখলের পরিকল্পনা বাদ দেননি পুতিন: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

ধনী খদ্দেরদের জন্য কিশোরীদের যেভাবে বাছাই করতেন এপস্টেইন—উঠে এল এফবিআইয়ের তদন্তে

কবিরাজিসহ প্রথাগত চিকিৎসার কার্যকারিতা খতিয়ে দেখছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

৪০০ বছরের ঐতিহ্যে ইতি, আর চিঠি বিলি করবে না ডেনমার্কের পোস্ট অফিস

বিল ক্লিনটনকে ‘বলির পাঁঠা’ বানানোর অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে

এবার জোহানেসবার্গের পানশালায় বন্দুকধারীদের গুলি, নিহত ৯