হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

খামেনিকে হত্যা করলেই এই যুদ্ধের শেষ হবে: নেতানিয়াহু

আজকের পত্রিকা ডেস্ক­

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার আশঙ্কা উড়িয়ে দেননি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ‘দেখুন, আমরা যা প্রয়োজন, তা-ই করছি।’

নেতানিয়াহু আরও বলেন, ‘আমি বিস্তারিত বলতে চাই না, তবে আমরা এরই মধ্যে তাদের শীর্ষ পরমাণুবিজ্ঞানীদের টার্গেট করেছি। ওটা মূলত হিটলারের নিউক্লিয়ার টিম।’

তিনি দাবি করেন, খামেনিকে হত্যা সংঘাতকে আরও তীব্র করবে না, বরং ‘এটাই হবে এই যুদ্ধের শেষ’।

এদিকে ইরানের পক্ষ থেকে যুদ্ধ থামানোর এবং পারমাণবিক আলোচনা পুনরায় শুরু করার যে ইচ্ছার কথা বলা হচ্ছে, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন নেতানিয়াহু। তিনি বলেন, ‘তারা ভুয়া আলোচনা চালিয়ে যেতে চায়, যেখানে তারা মিথ্যা বলে, প্রতারণা করে, আর যুক্তরাষ্ট্রকে সময়ক্ষেপণে ব্যস্ত রাখে। আমাদের কাছে এ বিষয়ে শক্তিশালী গোয়েন্দা তথ্য রয়েছে।’

সাক্ষাৎকারে নেতানিয়াহু ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ নীতির সমর্থকদের বলেন, ‘আমরা শুধু আমাদের শত্রুর বিরুদ্ধে নয়, আপনাদের শত্রুর বিরুদ্ধেও লড়ছি। তারা ‘ইসরায়েল ধ্বংস হোক’, ‘আমেরিকা ধ্বংস হোক’ স্লোগান দেয়। আমরা তো কেবল তাদের পথে রয়েছি। এ হুমকি খুব শিগগির আমেরিকায়ও পৌঁছাতে পারে।’

তিনি আরও বলেন, এটা শুধু ইসরায়েলের হুমকি নয়—যেমন আমি বলেছি, এটা আমাদের আরব প্রতিবেশী, ইউরোপ এবং আমেরিকার জন্যও হুমকি। যারা বলে, ‘এটা আমাদের বিষয় নয়’, তারা শুধু ক্ষুদ্র দৃষ্টিভঙ্গি নয়, একেবারে অন্ধত্ব দেখাচ্ছে।

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার

ভেনেজুয়েলার আরও একটি তেলের ট্যাংকার ধাওয়া করছে মার্কিন বাহিনী

ভেনেজুয়েলায় মার্কিন হস্তক্ষেপ নিয়ে সতর্ক করলেন লুলা

ট্রেনের ভাড়া বাড়ছে ভারতেও

পুরো ইউক্রেন দখলের পরিকল্পনা বাদ দেননি পুতিন: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

ধনী খদ্দেরদের জন্য কিশোরীদের যেভাবে বাছাই করতেন এপস্টেইন—উঠে এল এফবিআইয়ের তদন্তে

কবিরাজিসহ প্রথাগত চিকিৎসার কার্যকারিতা খতিয়ে দেখছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

৪০০ বছরের ঐতিহ্যে ইতি, আর চিঠি বিলি করবে না ডেনমার্কের পোস্ট অফিস

বিল ক্লিনটনকে ‘বলির পাঁঠা’ বানানোর অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে

এবার জোহানেসবার্গের পানশালায় বন্দুকধারীদের গুলি, নিহত ৯