হোম > বিশ্ব

বিশ্বে করোনায় দৈনিক শনাক্তে শীর্ষে জার্মানি, মৃত্যুতে রাশিয়া

বিশ্বে এখনো কমেনি করোনার প্রকোপ। বিশেষ করে ইউরোপের দেশগুলোতে নতুন করে সংক্রমণ বাড়ছে। বিশ্বে গত ২৪ ঘণ্টায় শনাক্ত ও মৃত্যুতে শীর্ষে ইউরোপের দুই দেশ। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে জার্মানিতে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৪৯ হাজার ৩১১ জনের। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ১৭০ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত হয়েছে ৫৭ লাখ ৪৪ হাজার ৫১৭ জন। মোট মৃত্যু হয়েছে ১ লাখ ১ হাজার ৩৪০ জনের। 

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে রাশিয়ায়। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ২৩৯ জনের। নতুন করে করোনায় সংক্রমিত হয়েছে ৩৩ হাজার ৯৪৬ জন। এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ৯৫ লাখ ৩৬ হাজার ৮২৫ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ৭১ হাজার ৫৩১ জনের। 

পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে মোট করোনা শনাক্ত হয়েছে ৪ লাখ ৮১ হাজার ৩০ জনের। গত ২৪ ঘণ্টায় মোট মৃত্যু হয়েছে ৫ হাজার ৩৭৬ জনের। 

বিশ্বে এ পর্যন্ত করোনায় মোট শনাক্ত হয়েছে ২৬ কোটি ১৩ লাখ ৬৯ হাজার ৫০৭ জন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৫২ লাখ ১২ হাজার ৩৪১ জন। করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ২৩ কোটি ৬০ লাখ ৬২ হাজার ৭৫৯ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

ইরানের চাবাহার বন্দর নিয়ে চাপে ভারত, ট্রাম্পকে মানাতে মরিয়া দিল্লি

গাজায় ট্রাম্পের ‘বোর্ড অব পিস’, টনি ব্লেয়ারসহ সদস্য হলেন যাঁরা

গ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করলে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

ইরানের সরকার উৎখাতে বিশ্বকে সহায়তার আহ্বান রেজা পাহলভির

গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ ঘোষণা, প্রথম ধাপে ছিল কী আর কী মিলল

বিহারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, মরদেহ উদ্ধার না করে মাছ লুটের হিড়িক

চীনে কানাডার প্রধানমন্ত্রী, শুল্কের গেরো খুলে বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক জোরদার

ট্রাম্পকে নোবেল পদক দিয়ে নামাঙ্কিত ব্যাগ পেলেন মাচাদো, কোনো আশ্বাস কি মিলল

সামরিক আইন জারি করায় ৫ বছরের কারাদণ্ড পেলেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট

ইরানে নিহত ২৪৩৫: মরদেহ জিম্মি করে মোটা অঙ্কের মুক্তিপণ দাবির অভিযোগ