হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানি হামলার ছবি প্রচার না করতে বিদেশি গণমাধ্যমকে চাপ ইসরায়েলি মন্ত্রীদের

আজকের পত্রিকা ডেস্ক­

ইসরায়েলি মন্ত্রী বেন গভির ও শ্লোমো কারনি। ছবি: সংগৃহীত

ইসরায়েলের ওপর ইরানের ক্ষেপণাস্ত্র হামলার স্থানগুলো বিদেশি গণমাধ্যমে দেখানো নিয়ে চরম ডানপন্থী নেতারা গণমাধ্যমগুলোর ওপর চাপ বাড়াচ্ছেন। এসব সম্প্রচারের কারণে এখন গোয়েন্দা সংস্থাগুলোর মাধ্যমে গণমাধ্যমগুলোকে তদন্তের মুখোমুখি করার হুমকি দেওয়া হচ্ছে। গণমাধ্যমগুলো যেন, ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত স্থান বেশি বেশি না দেখায় তা নিশ্চিত করতেই এই চাপ দিচ্ছেন ইসরায়েলি মন্ত্রীরা।

মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন—এর প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের ভারপ্রাপ্ত প্রধানকে চিঠি দিয়ে অভিযোগ করেন, কিছু বিদেশি গণমাধ্যম সেন্সরশিপের নির্দেশনা লঙ্ঘন করছে এবং সরাসরি সম্প্রচারের মাধ্যমে ‘গুরুতর জাতীয় নিরাপত্তা-সংক্রান্ত অপরাধ’ করছে।

চিঠিতে বেন গভির বলেন, ‘ (ইরানি) ক্ষেপণাস্ত্র হামলার স্থান থেকে সরাসরি সম্প্রচারের এই বেপরোয়া, বিপজ্জনক আচরণ বন্ধে শিন বেত যেন ব্যবস্থা নেয়, আমি সে আহ্বান জানাচ্ছি।’

এই ইস্যুতে বেন গভিরের অবস্থানের কড়া সমালোচনা করেছেন ইসরায়েলের বিরোধীদলীয় নেতা ইয়াইর লাপিদ। আজ শুক্রবার তিনি বলেন, ‘সংবাদ কাভারেজে সামগ্রিক নিষেধাজ্ঞা আরোপ করার সিদ্ধান্ত বাস্তবে কার্যকর করা সম্ভব নয়। কারণ, এখন সবার হাতেই ক্যামেরাযুক্ত মোবাইল ফোন আছে। বরং, এটি শুধু অপ্রয়োজনীয়ভাবে বিশ্বজুড়ে ইসরায়েলের প্রতি যে সমর্থন তৈরি হয়েছে, তা ক্ষুণ্ন করছে—যা আমরা ন্যায়সঙ্গত যুদ্ধে অর্জন করেছি।’

ইসরায়েলি সেনাবাহিনী কিছু হামলার স্থানে—যেমন, রামাত গানে বৃহস্পতিবারের ক্ষেপণাস্ত্র হামলা কিংবা বির শেবার হাসপাতালের পাশে ছোড়া মিসাইলে ক্ষতি স্থান থেকে ছবি তোলার অনুমতি দেয়। এসব ক্ষেত্রেই তারা বিদেশি গণমাধ্যমের সঙ্গে সমন্বয় করে। হামলার স্থানগুলোতে সাধারণত স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিনিধিরাও থাকেন।

ইসরায়েলে সাংবাদিকেরা সেন্সরশিপ আইনের আওতায় কাজ করেন। অনেক সময় সামরিক সেন্সর বোর্ডের কাছে তাদের তোলা ফুটেজ জমা দিতে হয়। এক যৌথ বিবৃতিতে বেন গভিরের সঙ্গে দেশটির চরম ডানপন্থী যোগাযোগমন্ত্রী শ্লোমো কারনি বলেন, ‘ইসরায়েলে কর্মরত বিদেশি সংবাদমাধ্যমগুলো সেন্সরশিপের নির্দেশনা লঙ্ঘন করছে।’

তাঁরা আরও বলেন, ‘এই সব সম্প্রচারে প্রায়ই ক্ষেপণাস্ত্র হামলার সঠিক অবস্থান, ক্ষয়ক্ষতির মাত্রা এবং কখনো কখনো ঘটনাস্থলের সংবেদনশীল দৃশ্য প্রকাশ পায়।’

রাশিয়াকে পশ্চিম সম্মান করলে আর যুদ্ধ হবে না: পুতিন

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

ভারতে তেল দিয়ে ফেরার পথে বিধ্বস্ত রুশ জাহাজ—প্রতিশোধের হুমকি পুতিনের

ভারতে তেল দিয়ে ফেরার পথে রুশ জাহাজে আঘাত হানল ইউক্রেন

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

শান্তিতে মাচাদোর নোবেল পাওয়ার বিরুদ্ধে জুলিয়ান অ্যাসাঞ্জের মামলা

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

‘মান বাঁচাতে’ ইউক্রেনকে ১০৫ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে ইইউ