হোম > বিশ্ব > আফ্রিকা

কিশোরীকে ধর্ষণের অভিযোগে নামিবিয়ার কৃষিমন্ত্রী বরখাস্ত

আজকের পত্রিকা ডেস্ক­

নামিবিয়ার বরখাস্ত কৃষিমন্ত্রী ম্যাক-আলবার্ট হেনগারি। ছবি: বিবিসি

পাঁচ বছর আগে ১৬ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হওয়ার পর নামিবিয়ার কৃষিমন্ত্রী ম্যাক-আলবার্ট হেনগারিকে বরখাস্ত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গত শনিবার তাঁকে গ্রেপ্তার করা হয়।

ধর্ষণের শিকার ওই কিশোরী বর্তমানে ২১ বছরের নারী। তাঁর অভিযোগ, মামলা প্রত্যাহারে রাজি করাতে হেনগারি তাঁকে ঘুষ দেওয়ার চেষ্টা করেছিলেন। হেনগারি অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। মামলার শুনানিতে অংশ নিতে তাঁকে আদালতে হাজির করা হবে বলে জানা গেছে।

বিবিসি জানিয়েছে, নামিবিয়ার প্রেসিডেন্টের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে হেনগারিকে বরখাস্তের কারণ উল্লেখ করা হয়নি। তবে জানানো হয়েছে, হেনগারিকে জাতীয় সংসদ থেকেও বহিষ্কার করা হয়েছে। ক্ষমতাসীন দল সোয়াপোর প্রতিনিধি হিসেবে দেশটির প্রেসিডেন্ট তাঁকে সংসদে মনোনয়ন দিয়েছিলেন।

পুলিশের মতে, হেনগারির বিরুদ্ধে অপহরণ, ধর্ষণ ও শারীরিক নির্যাতনসহ একাধিক অভিযোগের তদন্ত চলছে।

বিরোধী দল ‘ইন্ডিপেনডেন্ট প্যাট্রিয়টস ফর চেঞ্জ’ (আইপিসি) এক বিবৃতিতে বলেছে, হেনগারির বিরুদ্ধে ধর্ষণ, অপহরণ এবং জোরপূর্বক গর্ভপাতের অভিযোগে গ্রেপ্তার নেতৃত্বের গুরুতর ব্যর্থতা। এর মাধ্যমে সরকারের নারী নির্যাতন বিরোধী বক্তব্যের ফাঁপা স্বরূপ প্রকাশ পেয়েছে।

তারা আরও উল্লেখ করেছে, গত বছরের নভেম্বর মাসে হেনগারির বিরুদ্ধে একটি ফৌজদারি তদন্ত শুরু হলেও প্রেসিডেন্ট তাঁকে নিয়োগ দেন।

নামিবিয়ায় নারী নির্যাতন ব্যাপক—গত বছরই ৪ হাজার ৮১৪টি নারী নির্যাতনের ঘটনা নথিভুক্ত হয়েছে। দেশটির মোট জনসংখ্যা প্রায় ৩০ লাখ।

নামিবিয়ার নারী প্রেসিডেন্ট নান্দি-এনদাইটোয়া গত মাসে নতুন মন্ত্রিসভা ঘোষণা করেছিলেন। ৭২ বছর বয়সী নান্দি-এনদাইটোয়া গত বছর নভেম্বরের নির্বাচনে ৫৮ শতাংশ ভোট পেয়ে জয়ী হন।

‘২০২৫’ নিয়ে ১৯৯৮ সালে করা আমেরিকানদের ভবিষ্যদ্বাণী কতটুকু মিলেছে

পুতিনের বাসভবনে ড্রোন হামলার অভিযোগ—‘মিথ্যা’ বলছে ইউক্রেন

তাইওয়ানকে ঘিরে ধরেছে চীনের যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান ও ড্রোন

১৭ বছরের সাজার রায় চ্যালেঞ্জ করে ইমরান খান ও বুশরা বিবির আপিল

রাশিয়ার বিরুদ্ধে একের পর এক যুদ্ধবন্দীকে হত্যার অভিযোগ ইউক্রেনীয় কমান্ডারের

জেলেনস্কি চাইলেন ৫০, যুক্তরাষ্ট্র দিতে চায় ১৫ বছরের নিরাপত্তা গ্যারান্টি

ইসরায়েলের সঙ্গে পূর্ব ভূমধ্যসাগরে প্রতিরক্ষা জোট শক্তিশালী করছে গ্রিস ও সাইপ্রাস

তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিলেন ৪০ যুদ্ধ কভার করা বিবিসি সাংবাদিক

ট্রাম্প-জেলেনস্কির বৈঠকে যুদ্ধ বন্ধে অগ্রগতি হলেও দনবাস ইস্যু এখনো অমীমাংসিত

মেক্সিকোতে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে ১৩ জনের মৃত্যু, আহত শতাধিক