করোনাভাইরাস সংক্রমণ বিস্তার রোধে জারি করা বিধিনিষেধ লঙ্ঘন করায় নরওয়ের প্রধানমন্ত্রী আর্না সোলবার্গকে জরিমানা করেছে পুলিশ। তাকে ২ হাজার ৩৫২ ডলার অর্থদণ্ড দেওয়া হয়েছে। আজ শুক্রবার নরওয়ে পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
নরওয়ের পুলিশ বিভাগ জানায়, নিজের ৬০তম জন্মদিন উদযাপন করতে গত ফেব্রুয়ারির শেষের দিকে পরিবারের সদস্যদের নিয়ে অনুষ্ঠান করেন আর্না সোলবার্গ।
করোনাভাইরাস সংক্রমণ বিস্তার রোধে নরওয়ে সরকার ১০ জনের বেশি মানুষের জমায়েতের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। ওই অনুষ্ঠানে আর্না সোলবার্গের পরিবারের ১৩ জন সদস্য উপস্থিত ছিলেন।
এ নিয়ে সংবাদ সম্মেলনে নরওয়ের পুলিশপ্রধান ওলে সাওয়ারুদ বলেন, প্রধানমন্ত্রীকে ২০ হাজার ক্রোন (নরওয়ের মুদ্রা) বা ২ হাজার ৩৫২ ডলার জরিমানা করা হয়েছে। আইন সবার জন্য সমান হলেও আইনের সামনে সব মানুষ সমান নন। সাধারণ মানুষ সামাজিক বিধিনিষেধে মেনে চলার ক্ষেত্রে যাতে আন্তরিক হয় সে জন্যই এই জরিমানা করা হয়েছে।
পুলিশ জানায়, সোলবার্গ এবং তার স্বামী সিন্ড্রে ফিনেস দুজন মিলেই জন্মদিনের অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেন। অনুষ্ঠানের সব আয়োজন করেন তার স্বামীই। অবশ্য তাঁকে কোনও শাস্তি দেওয়া হয়নি। এছাড়া যে রেস্টুরেন্টটিতে জন্মদিনের অনুষ্ঠান করা হয়েছিল সেটির কর্তৃপক্ষকেও ছাড় দেওয়া হয়েছে।
এ নিয়ে নরওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অবশ্য কোনো মন্তব্য করা হয়নি।