হোম > বিশ্ব > ইউরোপ

ট্রাম্পের সঙ্গে ফোনালাপে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাওয়ার আশ্বাস, উচ্ছ্বসিত জেলেনস্কি

আজকের পত্রিকা ডেস্ক­

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাওয়ার আশ্বাসে উচ্ছ্বসিত হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, ট্রাম্পের সঙ্গে তাঁর সবশেষ কথোপকথন এ-যাবৎকালের মধ্যে ‌‘সবচেয়ে সেরা ও ফলপ্রসূ’।

গতকাল শনিবার রাতে এক ভিডিও বার্তায় তিনি এ মন্তব্য করেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

জেলেনস্কি বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে আমার শুক্রবারের ফোনালাপ সম্ভবত আমাদের এ পর্যন্ত হওয়া আলোচনাগুলোর মধ্যে সবচেয়ে সেরা ছিল। অত্যন্ত ফলপ্রসূ ছিল আমাদের আলাপচারিতা।

‘আকাশ প্রতিরক্ষাব্যবস্থা নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। এ বিষয়ে তিনি সহায়তার সদিচ্ছা প্রকাশ করায় তাঁর প্রতি আমি কৃতজ্ঞ। প্যাট্রিয়ট সিস্টেম হচ্ছে ঠিক সেই ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা, যা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার হুমকি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’

ফোনালাপে তাঁরা আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন, যা নিয়ে দুই দেশের কর্মকর্তারা ভবিষ্যৎ বৈঠকগুলোতে কাজ করবেন বলেও জানান ইউক্রেনীয় প্রেসিডেন্ট।

এর আগের দিন শুক্রবার ট্রাম্প সাংবাদিকদের বলেন, জেলেনস্কির সঙ্গে তাঁর কার্যকর আলাপ হয়েছে।

একই সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাম্প্রতিক আলাপের বিষয়ে হতাশা প্রকাশের পাশাপাশি যুদ্ধবিরতির প্রতি তাঁর অনাগ্রহ নিয়ে উদ্বেগ জানান ট্রাম্প।

জেলেনস্কির অনুরোধে ইউক্রেনকে আরও প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়া হবে কি না, এ প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘তাঁদের প্রতিরক্ষার জন্য এগুলোর প্রয়োজন হবে। তাঁদের ওপর তো ব্যাপক হামলা চলছে।’

সাম্প্রতিক সময়ে কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন শহরে আকাশপথে হামলা বাড়িয়েছে রাশিয়া। গত বৃহস্পতিবার ট্রাম্প ও পুতিনের ফোনালাপের কয়েক ঘণ্টা পরই ইউক্রেনে ৪০ মাস ধরে চলমান যুদ্ধে সবচেয়ে বড় ড্রোন হামলা চালায় রুশ বাহিনী।

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

রাশিয়াকে পশ্চিম সম্মান করলে আর যুদ্ধ হবে না: পুতিন

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

ভারতে তেল দিয়ে ফেরার পথে বিধ্বস্ত রুশ জাহাজ—প্রতিশোধের হুমকি পুতিনের

ভারতে তেল দিয়ে ফেরার পথে রুশ জাহাজে আঘাত হানল ইউক্রেন

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

শান্তিতে মাচাদোর নোবেল পাওয়ার বিরুদ্ধে জুলিয়ান অ্যাসাঞ্জের মামলা

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট