হোম > বিশ্ব

সমালোচকদের গাধার পিঠে চড়তে বললেন বলসোনারো

ঢাকা : সমালোচকদের গাধার পিঠে চড়তে বলে ফের বিতর্কিত হলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। স্থানীয় সময় শুক্রবার তিনি ব্রাজিলের দক্ষিণ–পূর্বাঞ্চলীয় রাজ্য এসপিরিটো সান্টো সফরে গিয়ে এমন মন্তব্য করেন। 

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, একটি সরকারি প্রকল্প উদ্বোধন করতে গতকাল শুক্রবার ব্রাজিলের দক্ষিণ–পূর্বাঞ্চলীয় রাজ্য এসপিরিটো সান্টোতে যান বলসোনারো। সেখানকার বিমানবন্দরে একটি উড়োজাহাজের ভেতরে বলসোনারোকে নিজের সমর্থকদের সঙ্গে সেলফি তুলতে দেখা যায়। বিমানের অনেক যাত্রীই তখন ‘বের হয়ে যাও বলসোনারো’ এবং ‘গণহত্যাকারী পাগল’ বলে দুয়ো ধ্বনি দিতে থাকেন। এই দুয়ো ধ্বনির প্রতিক্রিয়া দেখাতে গিয়ে বলসোনারো বলেন, যাঁরা বলছেন বের হয়ে যাও, তাঁদের গাধার পিঠে চড়ে ভ্রমণ করা উচিত। ওই সময় বলসোনারো নিজের মুখের মাস্কও খুলে ফেলেন। এই ভিডিও ব্রাজিলের সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

ব্রাজিলের সংবাদমাধ্যমগুলো বলছে, বিমানবন্দরে এভাবে মাস্ক খুলে ফেলে বিধিনিষেধকে বুড়ো আঙুল দেখিয়েছেন বলসোনারো। 

এ নিয়ে ব্রাজিলের প্রেসিডেন্টের কার্যালয় থেকে কোনো মন্তব্য করা হয়নি। 

করোনা নিয়ন্ত্রণ নিয়ে বৈশ্বিক মহামারির শুরু থেকেই বিতর্কিত হয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। করোনা নিয়ে একের পর এক বিতর্কিত মন্তব্যও করেছেন তিনি। করোনায় সর্বোচ্চ মৃত্যুর দিক দিয়ে বিশ্বতালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে করোনায় ৪ লাখ ৮০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এ তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। 

ইরানে বিক্ষোভ: উত্তেজনা কমেছে, মর্গে মানুষের ভিড়

যুক্তরাষ্ট্রের যেসব ক্যাটাগরির ভিসা স্থগিত হচ্ছে, ভুক্তভোগী হচ্ছেন যাঁরা

ইরানে মার্কিন হামলা স্থগিত করায় তেলের দামে বড় পতন

ট্রাম্পের হুমকি-ধমকির মধ্যে গ্রিনল্যান্ডে সৈন্য সমাবেশ ঘটাচ্ছে ইইউ

ইরানকে আরেকটি সুযোগ দিতে ট্রাম্পকে শেষ মুহূর্তে রাজি করায় সৌদি, কাতার ও ওমান

এবার আর টার্গেট মিস হবে না! ট্রাম্পের রক্তাক্ত মুখ দেখিয়ে এ কী বার্তা দিল ইরানের টিভি

ট্রাম্প-মাচাদো বৈঠকের আগে ভেনেজুয়েলার আরও এক ট্যাংকার জব্দ

যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিতের আওতায় কারা পড়বে না, জানাল স্টেট ডিপার্টমেন্ট

তালেবানের শীর্ষ নেতৃত্বে ক্ষমতার সংঘাত—বেরিয়ে এল বিবিসির অনুসন্ধানে

বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়ার পর নতিস্বীকার, এরফান সোলতানির মৃত্যুদণ্ড স্থগিত করল ইরান