ভক্তদের জন্য ওয়েবসাইট চালু করলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার ওয়েবসাইটটি চালু করা হয়। ওয়েবসাইটটির নাম রাখা হয়েছে ৪৫অফিস.কম (www.45office.com)। স্পষ্টত ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে নিজের ‘অর্জন’ ভক্তদের স্মরণ করিয়ে দেওয়ারই প্রচেষ্টা এটি।
মার্কিন সংবাদমাধ্যম দ্য হিলের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন ওয়েবসাইটটির মাধ্যমে ভক্ত–সমর্থকরা ট্রাম্পকে চিঠি পাঠাতে পারবেন। এছাড়া এর মাধ্যমে ট্রাম্পের থেকে ব্যক্তিগত শুভেচ্ছা পাওয়ার জন্য আবেদনও করা যাবে।
ট্রাম্পের কার্যালয় থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, আমেরিকান জনগণের সঙ্গে সংযুক্ত থাকতে চান ট্রাম্প এবং মেলানিয়া।
গত জানুয়ারিতে ক্যাপিটল ভবনে হামলা ও সহিংসতায় উসকানি দেওয়া অভিযোগে ফেসবুক ও টুইটারে নিষিদ্ধ হন ট্রাম্প। তখনই তিনি নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম প্লাটফর্ম নিয়ে ফেরার ঘোষণা দেন।