হোম > বিশ্ব

সাড়ে ৩ কোটির বেশি শিশু বাস্তুচ্যুত: ইউনিসেফ

সংঘর্ষ, সহিংসতা এবং অন্যান্য সংকটের কারণে ২০২১ সালের শেষ পর্যন্ত বিশ্বে ৩ কোটি ৬৫ লাখ শিশু বাস্তুচ্যুত হয়েছে। শুক্রবার (১৭ জুন) জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থার (ইউনিসেফ) এক প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

ইউনিসেফের প্রতিবেদনে বলা হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটিই সর্বোচ্চ শিশু বাস্তুচ্যুতের সংখ্যা। গত এক বছরেই ২২ লাখ বাস্তুচ্যুত শিশুর সংখ্যা বেড়েছে। ৩ কোটি ৬০ লাখ শিশুর মধ্যে প্রায় ১ কোটি ৩৭ লাখ শরণার্থী হয়েছে। আর সংঘাত ও সহিংসতার কারণে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে ২ কোটি ২৮ লাখ শিশু।

জলবায়ু ও পরিবেশগত কারণে বাস্তুচ্যুত এবং ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন সংঘাতে বাস্তুচ্যুত হওয়া শিশুদের ইউনিসেফের এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি।

ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল বিবৃতিতে বলেন, ‘আমরা আশা করছি, বিশ্বের বিভিন্ন দেশের সরকার শিশুদের বাস্তুচ্যুত ও পাচার হওয়া রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এবং যেসব শিশু ইতিমধ্যে বাস্তুচ্যুত হয়েছে, তাদের সুরক্ষা, শিক্ষা ও অন্যান্য জরুরি সেবা নিশ্চিত করবে।’

প্রতিবেদনে আরও বলা হয়, বাস্তুচ্যুত ৩ কোটি ৬৫ লাখ শিশুর প্রায় ৫০ শতাংশই প্রাইমারি স্কুলের শিক্ষার্থীদের বয়সী। বাকিদের মধ্যে প্রায় ২৫ শতাংশ মাধ্যমিক স্কুল শিক্ষার্থীদের বয়সী। বাস্তুচ্যুত এসব শিশুর জরুরি স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সুরক্ষার মতো সহায়তা প্রয়োজন। 

বাস্তুচ্যুত ও শরণার্থী হওয়ার পাশাপাশি মানব পাচারের শিকার হয়েছে উল্লেখযোগ্যসংখ্যক শিশু। ৩ কোটি ৬৫ লাখ বাস্তুচ্যুত শিশুর মধ্যে ২৮ শতাংশই মানব পাচারের শিকার।

ভেনেজুয়েলার আশপাশে ১৫ হাজার সেনা, ‘কোয়ারেন্টিন’ আরোপের নির্দেশ যুক্তরাষ্ট্রের

ভারতে বাসে আগুন, জীবন্ত দগ্ধ হয়ে ৯ জনের মৃত্যু

থাই-কম্বোডিয়া সীমান্তে গুঁড়িয়ে দেওয়া হলো বিষ্ণু মূর্তি, নিন্দা জানাল ভারত

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

মস্কোতে বিস্ফোরণ, দুই পুলিশ কর্মকর্তাসহ নিহত তিন

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

বাংলাদেশের ভিসা স্থগিতে বিপাকে ভারতীয় ব্যবসায়ীরা, সম্পর্ক স্বাভাবিক করার আহ্বান

ইউক্রেনের পূর্বাঞ্চল থেকে সেনা প্রত্যাহারের ইঙ্গিত জেলেনস্কির

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই