ব্রাজিলে মানহানির মামলায় এক নারী সাংবাদিককে ক্ষতিপূরণ দিতে প্রেসিডেন্টকে নির্দেশ দিয়েছেন দেশটির একটি আদালত।
ওই সাংবাদিকের প্রতি অবজ্ঞাপূর্ণ মন্তব্য করায় প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে সাড়ে তিন হাজার ডলার বা বাংলাদেশি মুদ্রায় ২ লাখ ৯৬ হাজার টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে।
গত বছর বলসোনারো দাবি করেন, প্যাট্রিসিয়া ক্যামপস মেল্লো নামে ওই সাংবাদিক বলসোনারো সম্পর্কে নেতিবাচক তথ্য পাওয়ার জন্য এক সোর্সকে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেন। এরপর গত বছরের ফেব্রুয়ারিতে ওই সাংবাদিক প্রেসিডেন্টের বিরুদ্ধে মানহানির মামলা করেন।
গতকাল শনিবার আদালত এ মামলার রায় দেয়। অবশ্য এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন বলসোনারো।
এই রায়ের পর টুইটে সাংবাদিক প্যাট্রিসিয়া ক্যামপস মেল্লো বলেন, আদালতের এই রায় নারীদের জন্য একটি বিজয়।
সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলো বলছে, নারী সাংবাদিকদের জন্য এটি একটি উল্লেখযোগ্য দিন।
গত জানুয়ারিতেও বলসোনারোর ছেলের বিরুদ্ধে প্রায় একই অভিযোগে একটি মামলায় জিতেছিলেন ক্যামপস মেল্লো । গত বছরের মে মাসে একটি ইউটিউব ভিডিওতে প্রেসিডেন্টের ছেলে এদুয়ার্দো বাবার দাবির পুনরাবৃত্তি করেন। আদালত মেল্লোকে ক্ষতিপূরণ দিতে এদুয়ার্দোকেো নির্দেশ দিয়েছে।
সূত্র: বিবিসি