হোম > বিশ্ব

নারী সাংবাদিককে ক্ষতিপূরণ দিতে ব্রাজিলের প্রেসিডেন্টকে আদালতের নির্দেশ

ব্রাজিলে মানহানির মামলায় এক নারী সাংবাদিককে ক্ষতিপূরণ দিতে প্রেসিডেন্টকে নির্দেশ দিয়েছেন দেশটির একটি আদালত।

ওই সাংবাদিকের প্রতি অবজ্ঞাপূর্ণ মন্তব্য করায় প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে সাড়ে তিন হাজার ডলার বা বাংলাদেশি মুদ্রায় ২ লাখ ৯৬ হাজার টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে।

গত বছর বলসোনারো দাবি করেন, প্যাট্রিসিয়া ক্যামপস মেল্লো নামে ওই সাংবাদিক বলসোনারো সম্পর্কে নেতিবাচক তথ্য পাওয়ার জন্য এক সোর্সকে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেন।  এরপর গত বছরের ফেব্রুয়ারিতে ওই সাংবাদিক প্রেসিডেন্টের বিরুদ্ধে মানহানির মামলা করেন।

গতকাল শনিবার আদালত এ মামলার রায় দেয়। অবশ্য এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন বলসোনারো।

এই রায়ের পর টুইটে সাংবাদিক প্যাট্রিসিয়া ক্যামপস মেল্লো বলেন, আদালতের এই রায় নারীদের জন্য একটি বিজয়।   

সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলো বলছে, নারী সাংবাদিকদের জন্য এটি একটি উল্লেখযোগ্য দিন।

গত জানুয়ারিতেও বলসোনারোর ছেলের বিরুদ্ধে প্রায় একই অভিযোগে একটি মামলায় জিতেছিলেন ক্যামপস মেল্লো । গত বছরের মে মাসে একটি ইউটিউব ভিডিওতে প্রেসিডেন্টের ছেলে এদুয়ার্দো বাবার দাবির পুনরাবৃত্তি করেন। আদালত মেল্লোকে ক্ষতিপূরণ দিতে এদুয়ার্দোকেো নির্দেশ দিয়েছে।

সূত্র: বিবিসি

রাশিয়াকে পশ্চিম সম্মান করলে আর যুদ্ধ হবে না: পুতিন

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

ভারতে তেল দিয়ে ফেরার পথে বিধ্বস্ত রুশ জাহাজ—প্রতিশোধের হুমকি পুতিনের

ভারতে তেল দিয়ে ফেরার পথে রুশ জাহাজে আঘাত হানল ইউক্রেন

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

শান্তিতে মাচাদোর নোবেল পাওয়ার বিরুদ্ধে জুলিয়ান অ্যাসাঞ্জের মামলা

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

‘মান বাঁচাতে’ ইউক্রেনকে ১০৫ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে ইইউ