হোম > বিশ্ব

নারী সাংবাদিককে ক্ষতিপূরণ দিতে ব্রাজিলের প্রেসিডেন্টকে আদালতের নির্দেশ

ব্রাজিলে মানহানির মামলায় এক নারী সাংবাদিককে ক্ষতিপূরণ দিতে প্রেসিডেন্টকে নির্দেশ দিয়েছেন দেশটির একটি আদালত।

ওই সাংবাদিকের প্রতি অবজ্ঞাপূর্ণ মন্তব্য করায় প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে সাড়ে তিন হাজার ডলার বা বাংলাদেশি মুদ্রায় ২ লাখ ৯৬ হাজার টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে।

গত বছর বলসোনারো দাবি করেন, প্যাট্রিসিয়া ক্যামপস মেল্লো নামে ওই সাংবাদিক বলসোনারো সম্পর্কে নেতিবাচক তথ্য পাওয়ার জন্য এক সোর্সকে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেন।  এরপর গত বছরের ফেব্রুয়ারিতে ওই সাংবাদিক প্রেসিডেন্টের বিরুদ্ধে মানহানির মামলা করেন।

গতকাল শনিবার আদালত এ মামলার রায় দেয়। অবশ্য এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন বলসোনারো।

এই রায়ের পর টুইটে সাংবাদিক প্যাট্রিসিয়া ক্যামপস মেল্লো বলেন, আদালতের এই রায় নারীদের জন্য একটি বিজয়।   

সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলো বলছে, নারী সাংবাদিকদের জন্য এটি একটি উল্লেখযোগ্য দিন।

গত জানুয়ারিতেও বলসোনারোর ছেলের বিরুদ্ধে প্রায় একই অভিযোগে একটি মামলায় জিতেছিলেন ক্যামপস মেল্লো । গত বছরের মে মাসে একটি ইউটিউব ভিডিওতে প্রেসিডেন্টের ছেলে এদুয়ার্দো বাবার দাবির পুনরাবৃত্তি করেন। আদালত মেল্লোকে ক্ষতিপূরণ দিতে এদুয়ার্দোকেো নির্দেশ দিয়েছে।

সূত্র: বিবিসি

ভেনেজুয়েলায় মার্কিন হস্তক্ষেপ নিয়ে সতর্ক করলেন লুলা

ট্রেনের ভাড়া বাড়ছে ভারতেও

পুরো ইউক্রেন দখলের পরিকল্পনা বাদ দেননি পুতিন: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

ধনী খদ্দেরদের জন্য কিশোরীদের যেভাবে বাছাই করতেন এপস্টেইন—উঠে এল এফবিআইয়ের তদন্তে

কবিরাজিসহ প্রথাগত চিকিৎসার কার্যকারিতা খতিয়ে দেখছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

৪০০ বছরের ঐতিহ্যে ইতি, আর চিঠি বিলি করবে না ডেনমার্কের পোস্ট অফিস

বিল ক্লিনটনকে ‘বলির পাঁঠা’ বানানোর অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে

এবার জোহানেসবার্গের পানশালায় বন্দুকধারীদের গুলি, নিহত ৯

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র

‘ন্যায়বিচারের দুয়ার বন্ধ’, রাজপথে নামার প্রস্তুতি নিতে বললেন ইমরান খান