হোম > বিশ্ব > এশিয়া

মিয়ানমারের মান্দালয়ে চীনা পাইপলাইনের নিরাপত্তা ফেলে পালাল জান্তা বাহিনী

আজকের পত্রিকা ডেস্ক­

নাতোগি টাউনশিপের একটি গ্রামে জান্তা বাহিনীর বিমান হামলার পর ধোঁয়া উড়তে দেখা যায়। ছবি: ইরাবতী

মিয়ানমারের মান্দালয় অঞ্চলে চীনের একটি তেল ও গ্যাস পাইপলাইনের নিরাপত্তা ফেলে পালিয়েছে দেশটির জান্তা বাহিনী। গত বৃহস্পতিবার আটটি প্রতিরোধ বাহিনী একযোগে হামলার পর জান্তা বাহিনী এ সিদ্ধান্ত নেয়। স্থানটি চীনের তেল ও গ্যাস পাইপলাইনের একটি অফ-টেক স্টেশন।

থাইল্যান্ড থেকে পরিচালিত মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতীর খবরে বলা হয়েছে, মান্দালয়ের আঞ্চলিক সূত্র জানিয়েছে, নাতোগি, তাউং থা, মেইনগ্যান ও নাগাজুন শহরতলিতে পাইপলাইনের প্রহরায় থাকা জান্তা সেনাদের ওপর হামলা চালায় বেশ কয়েকটি প্রতিরোধগোষ্ঠী।

স্থানীয় এক বাসিন্দা জানান, গত বৃহস্পতিবার সকালে নাতোগি শহরের পূর্বে একটি অফ-টেক স্টেশনে প্রায় ৮০ জন জান্তা সেনার ওপর হামলা হয়। এতে বেশ কয়েকজন সেনা নিহত এবং একজনকে আটক করা হয়। তিনি আরও জানান, এক প্রতিরোধযোদ্ধাও নিহত হয়েছেন।

সূত্র অনুযায়ী, এই হামলার পর জান্তা বাহিনী চীনা ওয়াই-১২ উড়োজাহাজ ও একটি যুদ্ধবিমান ব্যবহার করে প্রতিরোধ অবস্থানগুলোতে হামলা চালালে বিদ্রোহী যোদ্ধারা পিছু হটে। পরদিন, অর্থাৎ শুক্রবার প্রতিরোধ বাহিনী আবার ফিরে এলে ওই পোস্ট পরিত্যক্ত অবস্থায় পায়। ওই বাসিন্দা প্রতিরোধযোদ্ধাদের বরাত দিয়ে বলেন, ‘ঘাঁটিতে দুই মৃত সেনাকে ফেলে রাখা হয়েছিল।’

বৃহস্পতিবার সকালে নাতোগি ঘাঁটি থেকে প্রায় ১৪ কিলোমিটার উত্তরে ওয়েটলু গ্রামের পুলিশ স্টেশনেও হামলা চালায় প্রতিরোধগোষ্ঠী। সরকারপন্থী টেলিগ্রাম চ্যানেলগুলো জানিয়েছে, পুলিশ স্টেশনটি ‘সন্ত্রাসীরা’ ঘিরে ফেলেছে এবং তারা জান্তা বাহিনীকে বিমান হামলার আহ্বান জানায়। তারা দাবি করে, সব বেসামরিক লোক গ্রাম ছেড়ে চলে গেছে।

গ্রামবাসী জানায়, বৃহস্পতিবার সকালে জান্তা বাহিনী বিমান হামলার পর প্রতিরোধগোষ্ঠী ওয়েটলু থেকে পিছু হটলেও শুক্রবার তারা আবার হামলা চালায়। চলমান লড়াইয়ের বিষয়ে জানতে চাইলে নাতোগি পিপলস ডিফেন্স ফোর্স এ বিষয়ে দ্য ইরাবতীকে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

সরকারপন্থী টেলিগ্রাম চ্যানেলগুলো দাবি করেছে, মেইনগ্যান শহরতলির সেমেখন ও কিয়ুক পাইক গ্রামে প্রতিরোধ বাহিনীর হামলা প্রতিহত করা হয়েছে। এক টেলিগ্রাম পোস্টে বলা হয়, সেমেখনে এক জান্তা পুলিশ ও তিন ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে।

মেইনগ্যান হামলার সমন্বয়কারী বিদ্রোহী গোষ্ঠী জিরো গেরিলা ফোর্স জানায়, লড়াইয়ের সময় জান্তা বাহিনী বিমান হামলায় তাদের ছয়জন যোদ্ধা নিহত হয়েছে। বৃহস্পতিবার তাউং থা শহরতলিতে একটি সরকারপন্থী পিউ স হতি মিলিশিয়া ঘাঁটি ও আরেকটি জান্তা অবস্থানে হামলা চালানো হয়। এ ছাড়া, নাগাজুন শহরে একটি জান্তা অবস্থান লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়।

প্রতিরোধ গোষ্ঠীগুলো সংবাদমাধ্যমকে জানায়, জান্তার একটি ওয়াই-১২ উড়োজাহাজ নাগাজুন শহরতলির থাকইন গ্রামে প্রায় ২০টি এবং ইয়া বো গ্রামে চারটি বোমা ফেলে। এতে তিন বাসিন্দা নিহত এবং পাঁচজন আহত হয়। গত বছরের আগস্টে প্রতিরোধ গোষ্ঠীগুলো ‘মেইনগ্যান স্পেশাল অপারেশন’ পরিচালনা করেছিল। এতে মেইনগ্যান, তাউং থা ও নাতোগি শহরতলিতে জান্তা অবস্থানগুলিতে সমন্বিত হামলা চালানো হয়। ওই সময় গোষ্ঠীগুলো তাউং থা ও নাতোগি শহরের প্রবেশপথে পাইপলাইন অফ-টেক স্টেশন পাহারা দেওয়া জান্তার দুটি অবস্থান দখল করে নেয়।

পুতিনের দিল্লি সফর: ভারসাম্য রক্ষার কৌশলে ভারত, অস্ত্র–তেল বিক্রি বাড়াতে চায় রাশিয়া

দক্ষিণ কোরিয়ার পারমাণবিক সাবমেরিন প্রকল্প: এশিয়ায় উসকে দেবে সমুদ্রতলে অস্ত্র প্রতিযোগিতা

২০ বছর অন্ধকারে বন্দী, মৃত্যুর হুমকিতে থেমে যাওয়া শৈশব-কৈশোর

ইন্ডিগোর ফ্লাইট বিপর্যয়: পানি-খাবারহীন অবস্থায় ঘণ্টার পর ঘণ্টা আটকা হাজারো যাত্রী

রাশিয়ার পক্ষে খেলবেন ইউক্রেনীয় বিশ্ব চ্যাম্পিয়ন সোফিয়া, বাতিল হচ্ছে সব পুরস্কার

তিন বাহিনীর প্রধান হয়েই পাকিস্তানকে ‘অনন্য উচ্চতায়’ পৌঁছানোর ঘোষণা আসিম মুনিরের

ইসরায়েলকে অংশগ্রহণ করতে দেওয়ায় ইউরোভিশন বয়কট ৪ দেশের

খুবই সাধারণ খাবার খান পুতিন, দেশে-বিদেশে খাদ্যতালিকায় যা থাকে

মার্কিন নাগরিকদের অবিলম্বে ভেনেজুয়েলা ছাড়তে বলল স্টেট ডিপার্টমেন্ট

আরও ক্ষমতাধর আসিম মুনির, হলেন পাকিস্তানের তিন বাহিনীর প্রথম প্রধান