হোম > বিশ্ব

কর্মসংস্থান ভিসার নিয়মে কড়াকড়ি আনছে নিউজিল্যান্ড

গত বছর অভিবাসনে রেকর্ড গড়ার কাছাকাছি পৌঁছে গিয়েছিল নিউজিল্যান্ড। এত বেশি পরিমাণ অভিবাসীর আগমন দেশটির জন্য টেকসই নয়—এমনটি জানিয়ে কর্মসংস্থান ভিসার নিয়মে কড়াকড়ি আনতে যাচ্ছে নিউজিল্যান্ড। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।

কর্মসংস্থান ভিসার নিয়মে যেসব পরিবর্তন আনা হবে তার মধ্যে রয়েছে—কম দক্ষতাসম্পন্ন চাকরির ক্ষেত্রে ইংরেজি ভাষার পারদর্শিতা, সংশ্লিষ্ট কাজের ন্যূনতম দক্ষতা এবং সেই কাজের অভিজ্ঞতাও থাকতে হবে। কম দক্ষতাসম্পন্ন চাকরিজীবীদের সর্বোচ্চ একটানা থাকার মেয়াদও পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর করা হবে।

নিউজিল্যান্ডের অভিবাসনমন্ত্রী এরিকা স্ট্যানফোর্ড এক বিবৃতিতে বলেছেন, ‘যেসব জায়গায় দক্ষতার অভাব রয়েছে, সেখানে উচ্চ দক্ষ অভিবাসীদের আকর্ষণ ও ধরে রাখার দিকে মনোযোগ দিয়েছে সরকার। যেমন—মাধ্যমিক স্তরের শিক্ষক।’

তিনি বলেন, ‘একই সঙ্গে আমাদের নিশ্চিত করতে হবে যে, চাকরিতে নিউজিল্যান্ডের অধিবাসীরা যেন অগ্রাধিকার পায়, যেখানে দক্ষতার অভাব নেই।’

বিবৃতিতে বলা হয়েছে, গত বছর নিউজিল্যান্ডে এসেছিল প্রায় ১ লাখ ৭৩ হাজার অভিবাসী। প্রায় রেকর্ড গড়ে ফেলা অভিবাসীর এই সংখ্যা নিউজিল্যান্ডের জন্য কিছুটা উদ্বেগের। কারণ, করোনা মহামারির পর থেকেই দেশটিতে অভিবাসী আগমনের সংখ্যা বেড়েছে অনেক বেশি।

প্রায় ৫১ লাখ জনসংখ্যার দেশ নিউজিল্যান্ডে এত বিপুলসংখ্যক অভিবাসীর আগমনে মুদ্রাস্ফীতি ঘটার আশঙ্কা দেখা দেয়।

প্রতিবেশী দেশ অস্ট্রেলিয়ায়ও বেড়েছে অভিবাসীর আগমন। আগামী দুই বছরে অভিবাসী নেওয়ার পরিমাণ অর্ধেক করার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া।

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে

ক্রিসমাসের প্রার্থনায় পুতিনের মৃত্যু চাইলেন জেলেনস্কি

মাওবাদীদের ‘মস্তিষ্ক’খ্যাত গণেশ উইকে এনকাউন্টারে নিহত

পারমাণবিক সাবমেরিন থেকে ৩৫০০ কিমি পাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা ভারতের

চীনে এক সন্তান নীতির প্রবক্তার মৃত্যু, শ্রদ্ধার চেয়ে সমালোচনাই বেশি

কম্বোডিয়ায় বিষ্ণুমূর্তি গুঁড়িয়ে দিল থাই সেনারা, ভারতের তীব্র নিন্দা

৮০ হাজার অবৈধ অভিবাসীকে গুদামে রাখার পরিকল্পনা ট্রাম্পের

ফরাসি ঔপনিবেশিক শাসনকে ‘অপরাধ’ গণ্য করে আলজেরিয়ায় আইন পাস

ভেনেজুয়েলার আশপাশে ১৫ হাজার সেনা, ‘কোয়ারেন্টিন’ আরোপের নির্দেশ যুক্তরাষ্ট্রের