হোম > বিশ্ব

কর্মসংস্থান ভিসার নিয়মে কড়াকড়ি আনছে নিউজিল্যান্ড

গত বছর অভিবাসনে রেকর্ড গড়ার কাছাকাছি পৌঁছে গিয়েছিল নিউজিল্যান্ড। এত বেশি পরিমাণ অভিবাসীর আগমন দেশটির জন্য টেকসই নয়—এমনটি জানিয়ে কর্মসংস্থান ভিসার নিয়মে কড়াকড়ি আনতে যাচ্ছে নিউজিল্যান্ড। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।

কর্মসংস্থান ভিসার নিয়মে যেসব পরিবর্তন আনা হবে তার মধ্যে রয়েছে—কম দক্ষতাসম্পন্ন চাকরির ক্ষেত্রে ইংরেজি ভাষার পারদর্শিতা, সংশ্লিষ্ট কাজের ন্যূনতম দক্ষতা এবং সেই কাজের অভিজ্ঞতাও থাকতে হবে। কম দক্ষতাসম্পন্ন চাকরিজীবীদের সর্বোচ্চ একটানা থাকার মেয়াদও পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর করা হবে।

নিউজিল্যান্ডের অভিবাসনমন্ত্রী এরিকা স্ট্যানফোর্ড এক বিবৃতিতে বলেছেন, ‘যেসব জায়গায় দক্ষতার অভাব রয়েছে, সেখানে উচ্চ দক্ষ অভিবাসীদের আকর্ষণ ও ধরে রাখার দিকে মনোযোগ দিয়েছে সরকার। যেমন—মাধ্যমিক স্তরের শিক্ষক।’

তিনি বলেন, ‘একই সঙ্গে আমাদের নিশ্চিত করতে হবে যে, চাকরিতে নিউজিল্যান্ডের অধিবাসীরা যেন অগ্রাধিকার পায়, যেখানে দক্ষতার অভাব নেই।’

বিবৃতিতে বলা হয়েছে, গত বছর নিউজিল্যান্ডে এসেছিল প্রায় ১ লাখ ৭৩ হাজার অভিবাসী। প্রায় রেকর্ড গড়ে ফেলা অভিবাসীর এই সংখ্যা নিউজিল্যান্ডের জন্য কিছুটা উদ্বেগের। কারণ, করোনা মহামারির পর থেকেই দেশটিতে অভিবাসী আগমনের সংখ্যা বেড়েছে অনেক বেশি।

প্রায় ৫১ লাখ জনসংখ্যার দেশ নিউজিল্যান্ডে এত বিপুলসংখ্যক অভিবাসীর আগমনে মুদ্রাস্ফীতি ঘটার আশঙ্কা দেখা দেয়।

প্রতিবেশী দেশ অস্ট্রেলিয়ায়ও বেড়েছে অভিবাসীর আগমন। আগামী দুই বছরে অভিবাসী নেওয়ার পরিমাণ অর্ধেক করার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া।

ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি জানুয়ারির শেষে—দিল্লি সফরে জার্মান চ্যান্সেলর

ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা হাজার ছাড়ানোর শঙ্কা

তেহরানের একটি মর্গেই ১৮২ মরদেহ, ভিডিও ভাইরাল

রোহিঙ্গাদের জীবনকে দুঃস্বপ্নে পরিণত করেছে মিয়ানমার—আদালতের শুনানিতে গাম্বিয়া

ইরানের বিক্ষোভে খুব কাছ থেকে মাথায় গুলি করে ছাত্রীকে হত্যা

সত্যিকারের বন্ধুত্বে মতবিরোধ থাকতে পারে, ট্রাম্প-মোদি প্রসঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

তিন হাজারের বেশি যৌন নিপীড়নের অভিযোগ, মার্কিন কাঠগড়ায় উবার

বিক্ষোভে হতাহতদের স্মরণে ইরানে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

যুক্তরাষ্ট্রের মতো তাইওয়ানের নেতাদের তুলে নিতে পারবে কি চীন

গ্রিনল্যান্ডের প্রতিরক্ষায় ডেনমার্কের হাতে আছে মাত্র দুই কুকুরের স্লেজ: ট্রাম্প