হোম > বিশ্ব

ইউক্রেন ইস্যুতে যা বললেন জাতিসংঘ মহাসচিব

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান সংকট নিয়ে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, গতকাল সোমবার টেলিফোনে রাশিয়ার শীর্ষ কূটনীতিক ও পররাষ্ট্রমন্ত্রী সার্জেই লাভরভ এবং ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবার সঙ্গে ইউক্রেন প্রসঙ্গ নিয়ে আলোচনা করেছেন জাতিসংঘ মহাসচিব। 

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, ফোনালাপের সময় ইউক্রেন সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন আন্তোনিও গুতেরেস। তিনি রাশিয়া ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীকে বলেন, একমাত্র কূটনৈতিক আলোচনাই পারে এই সংকটের সমাধান দিতে। তিনি উত্তেজনা প্রশমনে চলমান কূটনৈতিক আলোচনাকে স্বাগত জানান এবং বলেন, কূটনীতির বিকল্প নেই।

গতকাল নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে নিয়মিত ব্রিফিংয়ের সময় স্টিফেন ডুজারিক বলেন, জাতিসংঘ মহাসচিব এখনো নিশ্চিত যে রাশিয়া ইউক্রেন আক্রমণ করবে না। গত ২১ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে মহাসচিব এমন মন্তব্য করেছিলেন। আমরা এখনো বিশ্বাস করি যে তিনি তাঁর মতামত থেকে সরে আসেননি। 

তিনি আরও বলেন, সোমবার দুপুরে রাশিয়ার কূটনৈতিক মিশনে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৫ জন রাষ্ট্রদূতের সঙ্গে একটি মাসিক মধ্যাহ্নভোজে যোগ দেবেন আন্তোনিও গুতেরেসের। মধ্যাহ্নভোজ শেষে তিনি গণমাধ্যমের সামনে কথা বলবেন। 

ইউক্রেনে ১ হাজার ৪৪০ জন ইউক্রেনীয় এবং ২২০ জন বিদেশিসহ জাতিসংঘের প্রায় ১ হাজার ৬৬০ জন কর্মী রয়েছে। ইউক্রেন থেকে জাতিসংঘের কর্মীদের সরিয়ে নেওয়া বা স্থানান্তরের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্টিফেন ডুজারিক। 

পুতিনের দিল্লি সফর: ভারসাম্য রক্ষার কৌশলে ভারত, অস্ত্র–তেল বিক্রি বাড়াতে চায় রাশিয়া

দক্ষিণ কোরিয়ার পারমাণবিক সাবমেরিন প্রকল্প: এশিয়ায় উসকে দেবে সমুদ্রতলে অস্ত্র প্রতিযোগিতা

২০ বছর অন্ধকারে বন্দী, মৃত্যুর হুমকিতে থেমে যাওয়া শৈশব-কৈশোর

ইন্ডিগোর ফ্লাইট বিপর্যয়: পানি-খাবারহীন অবস্থায় ঘণ্টার পর ঘণ্টা আটকা হাজারো যাত্রী

রাশিয়ার পক্ষে খেলবেন ইউক্রেনীয় বিশ্ব চ্যাম্পিয়ন সোফিয়া, বাতিল হচ্ছে সব পুরস্কার

তিন বাহিনীর প্রধান হয়েই পাকিস্তানকে ‘অনন্য উচ্চতায়’ পৌঁছানোর ঘোষণা আসিম মুনিরের

ইসরায়েলকে অংশগ্রহণ করতে দেওয়ায় ইউরোভিশন বয়কট ৪ দেশের

খুবই সাধারণ খাবার খান পুতিন, দেশে-বিদেশে খাদ্যতালিকায় যা থাকে

মার্কিন নাগরিকদের অবিলম্বে ভেনেজুয়েলা ছাড়তে বলল স্টেট ডিপার্টমেন্ট

আরও ক্ষমতাধর আসিম মুনির, হলেন পাকিস্তানের তিন বাহিনীর প্রথম প্রধান