হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

আইএইএ প্রধানের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুমকি ইরানের

আজকের পত্রিকা ডেস্ক­

আইএইএ প্রধান রাফায়েল গোসি। ছবি: এএফপি

ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ এসলামি জাতিসংঘের পারমাণবিক নজরদারি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসির বিরুদ্ধে ‘নিষ্ক্রিয়তার’ অভিযোগ তুলেছেন। এই ‘নিষ্ক্রিয়তার’ কারণে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও হুমকি দিয়েছেন মোহাম্মদ এসলামি।

ইসরায়েলের পক্ষ থেকে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার সময় গ্রোসি নিশ্চুপ ছিলেন অভিযোগ করে এই হুমকি দেওয়া হয়েছে।

ইরানের আধা সরকারি ফারস নিউজ এজেন্সি প্রকাশিত একটি চিঠিতে মোহাম্মদ এসলামি উল্লেখ করেছেন, ইসরায়েল ইরানের আরাক পারমাণবিক স্থাপনায় রাতের বেলায় হামলার পর আইএইএ প্রধানের ভূমিকা সন্তোষজনক ছিল না। চিঠিতে বলা হয়েছে, ‘আন্তর্জাতিক নিয়মকানুন বিরোধী ইসরায়েলি পদক্ষেপগুলোর অবিলম্বে নিন্দা জানিয়ে এবং আপনার সাংবিধানিক দায়িত্ব পালন করে এই নিষ্ক্রিয়তার অবসান ঘটানো জরুরি।’ চিঠিতে আরও বলা হয়েছে, ‘ইরান উপযুক্ত আইনি ব্যবস্থা গ্রহণ করবে, বিশেষ করে আপনার (গ্রোসি) এই নিষ্ক্রিয়তার বিষয়ে।’

মোহাম্মদ এসলামির এই হুমকির প্রতিক্রিয়ায় আইএইএ প্রধান রাফায়েল গ্রোসি বলেছেন, সংস্থাটি ইরানের পারমাণবিক স্থানগুলোতে ইসরায়েলি হামলার পরিস্থিতি ‘ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ ও মূল্যায়ন’ করছে। তিনি বলেন, পরিদর্শকেরা দেশে থাকবেন, যখন সম্ভব হবে তখন পারমাণবিক স্থাপনাগুলোতে যাওয়ার জন্য তাঁরা প্রস্তুত থাকবেন।

গ্রোসি আরও যোগ করেন, তিনি পারমাণবিক স্থাপনাগুলো সুরক্ষিত এবং শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে তা নিশ্চিত করতে ‘অবিলম্বে সেখানে যেতে এবং সব পক্ষের সঙ্গে কাজ করতে’ প্রস্তুত। তিনি বলেন, ‘আইএইএ-কে কাজ করার জন্য একটি গঠনমূলক, পেশাদার সংলাপ শুরু করতে হবে এবং এটি যত তাড়াতাড়ি সম্ভব হওয়া উচিত।’

এদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও আইএইএ প্রধানের সমালোচনা করেছে। তারা গ্রোসিকে ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে ‘বিভ্রান্তিকর গালগল্প’ ছড়ানো এবং ইসরায়েলের সামরিক অভিযানে জড়িত থাকার অভিযোগ করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জাতিসংঘ পরমাণু পর্যবেক্ষণ সংস্থার সমালোচনা করে বলেছেন, গত ১২ জুন ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে প্রথম হামলা চালানোর কয়েক ঘণ্টা আগে আইএইএ ঘোষণা করেছিল, ইরান পারমাণবিক অস্ত্র বিস্তার রোধসংক্রান্ত বাধ্যবাধকতা লঙ্ঘন করছে। বাঘাই বলেন, এই প্রতিবেদন ‘সম্পূর্ণরূপে পক্ষপাতদুষ্ট’ এবং ইসরায়েলকে ইরানের ‘শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোতে’ হামলা চালানোর জন্য ‘অজুহাত’ হিসেবে ব্যবহার করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার আল জাজিরার সঙ্গে সাক্ষাৎকারে গ্রোসি অবশ্য ইরানের এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন, আইএইএর অনুসন্ধান প্রতিবেদন ইসরায়েলকে ইরানে আঘাত করার সবুজ সংকেত দিয়েছে—এই অভিযোগ সঠিক নয়।

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার

ভেনেজুয়েলার আরও একটি তেলের ট্যাংকার ধাওয়া করছে মার্কিন বাহিনী

ভেনেজুয়েলায় মার্কিন হস্তক্ষেপ নিয়ে সতর্ক করলেন লুলা

ট্রেনের ভাড়া বাড়ছে ভারতেও

পুরো ইউক্রেন দখলের পরিকল্পনা বাদ দেননি পুতিন: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

ধনী খদ্দেরদের জন্য কিশোরীদের যেভাবে বাছাই করতেন এপস্টেইন—উঠে এল এফবিআইয়ের তদন্তে

কবিরাজিসহ প্রথাগত চিকিৎসার কার্যকারিতা খতিয়ে দেখছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

৪০০ বছরের ঐতিহ্যে ইতি, আর চিঠি বিলি করবে না ডেনমার্কের পোস্ট অফিস

বিল ক্লিনটনকে ‘বলির পাঁঠা’ বানানোর অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে

এবার জোহানেসবার্গের পানশালায় বন্দুকধারীদের গুলি, নিহত ৯